Breaking News

নির্ভরতার শেষ সম্বল -শরিফুল ইসলাম

নবাগত সৃষ্টি, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ সন্তানকে;

প্রাণ দিলো কে? আল্লাহ্‌।
মৃত্তিকা থেকে তৈরি, মানুষ জাতিকে-
আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বলে সম্মান দিলো কে?
ওইতো এক আল্লাহ্‌।

চরম হতাশায়, ভগ্ন হৃদয়; অশান্ত মন-
কার কাছে সাহায্য চায়?
আল্লাহ্‌।
মস্তিষ্কের সব পরিকল্পনা যখন ব্যর্থ,
আশা যখন নিরাশা;
পথ যখন কণ্টকাকীর্ণ, অমসৃণ।
অসহায় মন কার কাছে প্রার্থনায় রত হয়?
সেই মহান মনিব, আল্লাহ্‌।

নাবিক যখন উত্তাল সাগরের কবলে, মুসাফির যখন-
মরুভূমির তপ্ত বুকে পথ হারিয়ে দিশেহারা!
হৃদয় তখন কাকে ডেকে ওঠে?
পরম দয়ালু, এক আল্লাহ্‌।
চলার পথ যখন সংকীর্ণ,
একাকীত্বের দেয়ালে আচ্ছাদিত চারিপাশ;
পথের সাথী তখন কে হয়, ভীতসন্ত্রস্ত মন কাকে ডাকে?
সর্বশক্তিমান সেই আল্লাহ্‌।

বিপদের অশ্রুসিক্ত চোখ, কান্না ভরা কণ্ঠের আর্তচিৎকার;
পথভুলা মুসাফিরের আর্তনাদ।
উত্তাল সাগরে নাবিকের বাঁচার আকুতি, কার আছে?
এগুলো কার কাছে?
সেই মহান কর্তা,
সমগ্র সৃষ্টির অধিকর্তা; মহাপরাক্রমশালী এক আল্লাহ্‌।

No comments

info.kroyhouse24@gmail.com