Breaking News

ঠুনকো সম্পর্ক না থাকাই ভালো

যে সম্পর্কে মন বোঝে না,মনের গভীরতা খোঁজে না
আমি মনে করি সে সম্পর্ক থাকার চেয়ে না থাকাই ভালো।

যে সম্পর্কে ব্যস্ততার অজুহাত শুনে,
অপরজনকে অবহেলিত হয়ে কষ্ট পেতে হয়
আমি মনে করি সে সম্পর্ক থাকার চেয়ে না থাকাই ভালো।

যে সম্পর্ক বারবার বিশ্বাস ভেঙে দেওয়া হয়,
আমি মনে করি সে সম্পর্ক থাকার চেয়ে না থাকাই ভালো।

যে সম্পর্কে থেকে প্রতিরাতে কেঁদে বালিশ ভেজাতে হয়,
আমি মনে করি সে সম্পর্ক থাকার চেয়ে না থাকাই ভালো।

যে সম্পর্কে আত্মা না ছুয়ে দেহ ছোয়া হয়,
আমি মনে করি সে সম্পর্ক থাকার চেয়ে না থাকাই ভালো ।

যে সম্পর্ক ঠুনকো আঘাতে ভেঙে চুরমার হয়ে যায়,
আমি মনে সে সম্পর্ক থাকার চেয়ে না থাকাই ভালো ।

যে সম্পর্কে পরিস্থির অজুহাত দিয়ে,
কেউ একজন ছেড়ে চলে যেতে চায়
আমি মনে করি তাকে ছেড়ে দেওয়াই ভালো ।

No comments

info.kroyhouse24@gmail.com