সঠিক পথের সন্ধানে
পথ হারা পথিক পাই না কোনো কিছু।
দিশেহারা হয়ে আমি হাঁটি পিছু পিছু।
দিন পেরিয়ে আসে যখন রাত।
জোসনায় রাতে আমি জোনাকিদের সাথে খেলা করি সারারাত।
রাত পেরিয়ে যখন হয় সকাল।
ঘুম ভেঙে যায় পাখির কিচিরমিচির শব্দে।
আমি আবারও হেঁটে যাই।
ভোরের স্নিগ্ধ শিশিরে ভেজা ঘাসের উপর দিয়ে।
আমার এক একটি দিন পার হয় বিষন্নতায় ঘেরা। আমি আনমনে ভাবতে থাকি শুধু সারাবেলা।
সঠিক পথের সন্ধানে ছুটে যাই রোজ।
পাই না খুঁজে সঠিক পথের সন্ধানের খোঁজ।
No comments
info.kroyhouse24@gmail.com