কবিতাঃ দুরত্বের সম্পর্ক
শুধু চেয়েছিলাম আমাদের খুব ভালো একটা সম্পর্ক থাকুক।
আমি চাইনি কখনো আমাদের সম্পর্কটা বিচ্ছেদ হোক।
শুধু চেয়েছিলাম আমাদের সম্পর্কটা অটুট থাকুক।
আমি চাইনি আমাদের যোগাযোগটা কখনো বিছিন্ন হোক।
শুধু চেয়েছিলাম আমাদের যোগাযোগটা সর্বকালের জন্য অটুট থাকুক।
আমি চাইনি কখনো আমাদের মাঝে দুরত্ব সৃষ্টি হোক।
শুধু চেয়েছিলাম সারাজীবন তোমার পাশে থাকতে।
আমি চাইনি কখনো রোজ নিয়ম করে আমাদের দেখা হোক।
শুধু চেয়েছিলাম মাঝে মধ্যে একটু মিস ইউ বলা হোক।
আমি চাইনি কখনো আমাকে ছেড়ে বহুদূরে চলে যাও।
শুধু চেয়েছিলাম তুমি আমার কাছাকাছি থেকে যাও।
আমি চাইনি কখনো তুমি আমার খোঁজ খবর নেও।
শুধু চেয়েছিলাম তোমার খোঁজ নেওয়ার একটা সুযোগ থাকুক।
কবিতা: শীতের এপিঠ ওপিঠ
শীতের বুড়ি চাদর গায়ে
এদিক ওদিক চায়,
সুযোগ পেলেই পাতা কুড়িয়ে
আগুন জ্বালিয়ে পোহায়।
শীতের সকালে কোয়াশা পড়ে
প্রকৃতি ঢেকে যায়,
কুয়াশার আবরণ ভেদ করে হঠাৎ
সূর্যি মামা তাকায়।
অঘ্রাণে কৃষক গোলা ভরে ধানে
শুরু হয় নবান্নের উৎসব,
পিঠে পুলি আর পায়েসের গন্ধে
চারদিকে আনন্দ উল্লাসের রব।
বস্তিবাসী আর গৃহহীনদের
বড়ই দুঃসময় ,
শীতের বস্ত্র আর কাঁথা কম্বল নেই
অসুখ বিসুখের ভয়।
দুদিকে দুই বিপরীত চিত্র দেখে
হতবাক হই আমি,
সাধ্য আছে যেটুকু আমার
অসহায়দের সেবায় নামি।
কেউ করে শীতের প্রতীক্ষা
আনন্দ আয়েশের সুযোগ,
কেউ চায়না আসুক শীতকাল
বাড়বে বলে দুর্ভোগ।
No comments
info.kroyhouse24@gmail.com