আত্মকথা
কাকে বলে বোঝাবো নিজের কথা গুলো,
কেই বা তা বুঝবে?
এসব ভেবে সকাল হুলিয়া দুপুর গড়ায়,
বিকেল গড়িয়ে রাত
অথচ খুঁজে পাইনা ভরসা দেওয়ার মতো দুটো হাত।
দিনশেষে নিজেই নিজেকে দেই সান্ত্বনা,
স্বার্থপর দুনিয়ায় কেউ কারো না।
প্রিয় আমি,নিজেকে শক্ত করো-
স্বার্থপর দুনিয়ায় আপন মানুষ খুঁজো না
অযথা দুঃখ ছাড়া কিছুই পাবে না।
নিজেই নিজের বন্ধু হও,
ঈশ্বরের কাছে করো প্রার্থনা।
কাকে বলে বোঝাবো নিজের কথা গুলো,
কেই বা তা বুঝবে?
এসব ভেবে সকাল হুলিয়া দুপুর গড়ায়,
বিকেল গড়িয়ে রাত
অথচ খুঁজে পাইনা ভরসা দেওয়ার মতো দুটো হাত।
দিনশেষে নিজেই নিজেকে দেই সান্ত্বনা,
স্বার্থপর দুনিয়ায় কেউ কারো না।
প্রিয় আমি,নিজেকে শক্ত করো-
স্বার্থপর দুনিয়ায় আপন মানুষ খুঁজো না
অযথা দুঃখ ছাড়া কিছুই পাবে না।
নিজেই নিজের বন্ধু হও,
ঈশ্বরের কাছে করো প্রার্থনা।
No comments
info.kroyhouse24@gmail.com