কবিতা - হাজার পাখির মধুর সুরে
দ্বীন মোহাম্মাদ দুখু
ভোর বেলাতে ঐ শোনা যায়
কিচিরমিচির পাখির ডাক,
শীতের ভোরে কুটুম পাখি
রঙিন করে নদীর বাঁক!
পাতার ফাঁকে পাখির বাসা
বাতাসে দোল খায় দেয় দোল,
গাছের ডালে পাখির বাসায়
ছোটো পাখির মা মা বোল!
টুনটুনি আর চড়ুই পাখি
ঘরের কোণে করে বাস,
ঘরের কোণে মধুর গানে
কাটে চাষির বারো মাস।
বন বাদাড়ে কোকিল ডাকে
শুনি হাজার পাখির গান,
হাজার পাখির মধুর সুরে
ভরে উঠুক বাংলার প্রাণ।
No comments
info.kroyhouse24@gmail.com