ছয় মাসের বউ || পর্ব-২৪
আর একসময় পিছনে যেতে যেতে খাটে গিয়ে পরে।
আর আরিফ মিতুর উপর নিজের গা হেলিয়ে দেয়।
মিতু: ও মা গো আমায় তো মেরেই ফেলবেন দেখি।
আপনার মতো যদি আলুর বস্তুা গায়ে পরে তবে আর বাঁচার সম্ভাবনা কম।
আরিফ: কেনো তুমি তো বললা আমি বর না ভর আর কি যেনো বললে আমি দেখতে হেন্ডসাম কিন্তু ফেলো রাম তাই না।
মিতু: না না আপনি অনেক ভালো।
ঐটা তো গান ছিলো।
আপনি না কত্ত ভালো প্লিজ এইবার ছেড়ে দিন।
আপনার মতো হাতি আমার মতো হালকা পাতলা মেয়ে একদিনে মারা যাবে।
আরিফ: কি বললা। আমি হাতি ( রাগী ভাবে)
মিতু : না না আপনি কেনো হাতি হবেন আপনি অনেক ভালো কিন্তু অনেক ভারি এবার একটু সরেন না প্লিজ সরেন।
আরিফ: আচ্ছা যাও ছেড়ে দিলাম।
মিতু: ভাবা গো ভাবা আর একটু হলে তো আমি মরেই যেতাম।
তখন আর আমার বাচ্চা কাচ্চার মা আর নাতি নাতনী মুখ দেখা হইতো না।
আরিফ: খুব শক না তোমার বাচ্চাকাচ্চা আর নাতি নাতনী মুখ দেখার।
মিতু: হুম অনেক। কিন্তু আমাকে তো আপনি বউ হিসেবে মানতেই চান নাই।
আরিফ: প্রবলেম নাই তুমি আবার বিয়ে করে নিবে তার সাথে সুখে শান্তিতে বসবাস করবে আর তুমি তোমার বাচ্চা কাচ্চা আর নাতি নাতনীর মুখ দেখবা।
মিতু: মানুষ কি বিয়ে দুই বার করে।
জীবনে তো একবার বিয়ে করে আর তাকে নিয়ে সংসার করতে চায়।
আরিফ কিছু বলার আগেই মিতু আরিফের সামনে থেকে সরে বাথরুমে চলে আসে।
আর পানির কল ছেড়ে দিয়ে নিজের ইচ্ছে মতো কান্না করে।
কেনো যেনো মিতুর আরিফের প্রতি দিন দিন কেমন যেনো হয়ে যাচ্ছে।
কিছু সময় পর রুমে আশে শাড়ী চেঞ্জ করে।
আয়নার সামনে দাঁড়িয়ে চুল আচরাতে থেকে।
তারপর বারান্দায় দাঁড়িয়ে এখানের পরিবেশটা দেখতে থাকে।
আরিফ বিছানায় বসে কিছু সময় মোবাইল টিপতে থাকে।
আর তারপর আবার শুয়ে ঘুমিয়ে পড়ে।
সারাদিন জার্নি করে আসায় এখন তাই ঘুম এসে গেছে।
বিকেল বেলা রিপা মিতুকে ডাকতে আসে।
রিপা: ভাবি দরজা খুলো।
মিতু রিপা ডাক শুনে গিয়ে দরজা খুলে দিলো।
রিপা: ভাবি কি ঘুমিয়ে ছিলে নাকি।
মিতু: আসলে জার্নি করে এসেছি তো তাই কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারি নাই।
রিপা: ওহ্ তবে তো তোমাকে বিরক্ত করে ফেললাম এসে।
মিত: এই না না কি যে বলো না তুমি।
বিরক্ত করতে যাবে কেনো।
আমার তো বরং আরো ভালোই লাগে এখানে এসে তোমার সাথে কথা বলতে পেরে।
আর তুমি তো খুব সহজে আমাকে কেমন আপন করে নিলে।
তাই তো এখন তোমার সাথে আমার কথা বলতে আরো ভালো লাগে।
রিপা: আমি এমনি, তুমিই বলো না কারো সাথে গল্প না করে চুপ করে বসে থাকতে কেমন লাগে।
আমার কাছে তো তা একদম ভালো লাগে না।
মিতু : হুম আমারও। আর তোমার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগছে।
আর আমি তো কথা বলা ছাড়া থাকতেই পারি না।
ভাগ্য ভালো যে তুমি ছিলে।
না হয় তো পুরো বোরিং হয়ে যেতাম।
রিপা: আচ্ছা ভাবি চলো তোমাকে আমাদের ছাদে নিয়ে যাই।
মিতু: আচ্ছা চলো।
রিপা আর মিতু ছাদে চলে আসে আর যা রিধি দেখতে পায়।
রিপা আর মিতু অনেক সময় ধরে দু'জন ছাদে হাটাহাটি করে।
আর ছাদে পরিবেশটা আর তার চারপাশে পরিবেশটাও খুব ভালো যা মিতুর কাছে খুব ভালো লাগে।
মিতু: রিপা চলো নিচে যাই।
অনেক সময় হয়ে গেছে দেখি ফুপি কি করে।
রিপা: আচ্ছা ভাবি চলো।
আচ্ছা ভাবি তুমি নামতে থাকো আমি একটু আসি।
মিতু: আচ্ছা আসো।
মিতু সিরি দিয়ে নামতে থাকে হঠাৎ পা পিছলে পড়ে যায়।
আর যার জন্যে মিতু জোরে চিৎকার করে উঠে।
আর মিতুর চিৎকার শুনে রিপা ছাদে থেকে নিচে নেমে আসে এসে দেখে মিতু পড়ে ব্যাথ্যা পেড়েছে।
মিতু চিৎকার শুনে আরিফ,রিধি আর ওর ফুপিও ছুটে আসে।
মিতুকে পরে থাকতে দেখে মিতুর কাছে ছুটে যায়।
আরিফ: মিতু তুমি কি করে পরে গেলে।
মিতু: জানি না। সিরি দিয়ে নামার সময় কিছু একটার সাথে পিছল খেয়ে পড়ে গেলাম।
রিপা: আরে এখানে তো তেল পরে আছে।
তেল কি করে এখানে আসে আর আমরা তখন যাবার সময় তো কিছু হলো না।
এখন কি করে হলো।
রিধি: আসলে আমার হাতে থেকে তেল পড়ে গেছে আর আমি এগুলো মুছতে কাপড় আনতে গেছি তখনই তো পরে গেলো।
ফুপি: মা তোমার পায়ে কি বেশি ব্যাথা পাইছো।
আর রিধি তোর হাতে হাতে থেকে কি করে তেল পরে।
তোর ভুলের জন্য মিতু ব্যাথা পেলো।
এখন ভাবি শুনলে বলবে আমি ঠিক মতো তোমার খেয়াল রাখতে পারি নাই।
মিতু: থাক ফুপি ও তো ইচ্ছে করে করে নাই।
আপনি রিধিকে কিছু বলো না।
আর ব্যাথা বেশি পাইনাই ভলো হয়ে যাবে।
মিতু এই বলে উঠতে যাবে কিছু তে উঠতে পারছে না।
আরিফ মিতুর উঠতে না পারায় নিজে কোলে করে রুমে নিয়ে আসে।
আরিফ মিতুকে বিছানায় শুইয়ে দেয়।
আরিফ: মিতু তুমি বসো আমি তোমার জন্য গরম পানি নিয়ে আসছি।
আরিফ গরম পানি আনতে যাচ্ছে তখন রিপা এসে গরম পানি দিয়ে যায়।
আরিফ তা মিতুর পায়ে দিয়ে পা ভিজিয়ে রাখে।
আর কিছু সময় পর পায়ে মলম দিয়ে দেয়।
আর মিতু চুপ করে তা দেখে যাচ্ছে।
রিপা আরিফের হাতে গরম পানি দিয়ে চলে আসে আর দেখে যে রিধি রাগে লাল হয়ে গেছে।
রিপা: আপু তোর একটু ভুলের জন্য আজ ভাবি কতো বড় ব্যাথা পেলো।
একটু খেয়াল করে কাজ করলেই তো আজ এমন হতো না।
রিধি: শুধু তো পায়ে একটু ব্যাথা পাইছে তার জন্যে এমন করার কি আছে।
তবুও তো কিছু হলো না।
রিপা: আপু তোর কি মাথা খারাপ হয়ে গেছে।
কি বলছ এগুলো তোর জন্য ভাবি ব্যাথা পাইছে আর তুই কি বলচ এই সব।
রিধি: (মনে মনে) চাইছি তো তাই যাতে হাত পা ভাঙ্গে।
ইচ্ছে করেই তো তেলটা ফালাইলাম।
তবুও তো কিছু হলো না বেচে গেলো আবার।
রিধি রিপাকে কিছু না বলে চলে গেলো আর নিজের মনে মনে ভাবতে থাকে। আর মিতুর তেমন কিছু হয় নাই তার জন্যে রাগে লাল হয়ে আছে।
রাতে মিতু কিছুটা পা ভালো হয়ে গেছে।
এখন একটু পা নাড়াতে পাটছে তাই একটু হাটার চেষ্টা করে।
অনেক সময় বসে আছে তার জন্যে আর ভালোলাগছে না।
একটু হেটে বারান্দায় যাওয়ার চেষ্টা করছে কিন্তু একটু হাটার পর মিতু পরে যেতে নেয়।
আর তখনই আরিফ রুমে আসে দেখে যে মিতু পরে যেতে নেয় আরিফ তাড়াতাড়ি করে পিছনে থেকে ধরে ফেলে।
আরিফ: আর একটু হলেই তো আবার পরে যেতে।
নিজের প্রতি কি তোমার কোন খেয়াল নেই নাকি।
পায়ে ব্যাথা নিয়ে কেনো নামতে গেছো তুমি।
মিতু: আসলে একা একা অনেক সময় ধরে বসে আছি তো তাই ভালো লাগছিলো না।
তার জন্য ভাবলাম বারান্দায় গিয়ে একটু দাঁড়াই তবে কিছুটা সময় কেটে যেতো।
আরিফ: আর এখন যে পরে যেতে নিলা তখন তো আবার ব্যাথা পেতে পরে বাসায় গেলে আম্মু আর আব্বু আমাকে বকা দিতো।
মিতু: এখন কেন বকা দেন আমি কি ইচ্ছে করে কিছু করছি নাকি।
আরিফ: নিজে সাবধানে তো আর চলো নাই চললে তো আর এমনটা হতো না।
মিতু: আচ্ছা আপনি কি আমাকে এখানে ধরে রাখবেন আর বকা দিবেন নাকি বিছানায় বসতে দিবেন।
আর তখনই রিপা আসে রাতের খাবার নিয়ে।
মিতু পায়ের ব্যাথা জন্য যেতে পারছে ন তার জন্যে আরিফ আর মিতু জন্য ফুপি রুমেই খাবার পাঠিয়ে দেয়।
রিপা দরজা খোলা দেখে কিছু না বলে রুমে চলে আসে।
আর রিপা এসে দেখে আরিফ মিতুকে ধরে আছে।
রিপা: ওহ্! সরি সরি ভাইয়া আর ভাবি তোমাদের রোমাঞ্চকর মুহূর্তে চলে এসেছি।(চোখে এক হাত দিয়ে)
আরিফ রিপাকে দেখে মিতুকে বিছানায় বসিয়ে দেয়।
মিতু: না না কি বলছো।
আরিফ: ঐ কি আবল তাবল বকচ মিতু পরে যেতে নেয় তাই ওকে ধেছি।
রিপা: থাক ভাইয়া আর কিছু বলতে হবে না বউ তো তোমার তুমি যা খুশি করো।
আমি তো শুধু তোমাদের রাতের খাবার খাবার আম্মু রুমে দিয়ে যেতে বললো তাই নিয়ে আসলাম।
মিতু: তুমি রুমে কেনো আনতে গেলে সবাই একসাথে না হয় নিচে খেয়ে নিতাম।
রিপা: ভাবি তোমার তো পায়ে ব্যাথা তার জন্যে আম্মু রুমে দিয়ে যেতে বললো।
আরিফ: আমার কোন পায়ে ব্যাথা ছিলো যে আমারটাও নিয়ে এলি।
আমি তো নিয়ে গিয়ে খেয়ে নিতে পারতাম।
রিপা: তো ভাবি কি একা একা রুমে খাবে নাকি।
ভাইয়া তুমিও নয় কি যে বলো।
আচ্ছা তোমরা খেয়ে নেও আমি যাই।
রিপা চলে গেলে মিতু আর আরিফ খেয়ে নেয়।
আরিফ মিতুকে ঔষধ খাইয়ে দেয়।
যাতে পায়ের ব্যাথা তাড়াতাড়ি সেরে যায়।
খাবার খেয়ে মিতু আর আরিফ ঘুমিয়ে পড়ে।
চলবে........
No comments
info.kroyhouse24@gmail.com