Breaking News

সত্যিকারের ভালবাসা

একদিন মেয়েটি বলছিল... 
আচ্ছা তুমি কেন আমাকে ভালবাসো...?
ছেলে:আমি তোমার ওই 
মিষ্টি ভয়েসটার প্রেমে পড়ছি...!
তোমার ওই মিষ্টি ভয়েসটাই আমার মন কেড়েছে...! 

কিছুদিন পর মেয়েটির গলায় টিউমার ধরা পরে.  এবং অপারেশনের পর মেয়েটি তার মিষ্টি ভয়েসটা হারিয়ে ফেলে...!
---তখন মেয়েটি বললো...?
এখন ত আমার কোনো মিষ্টি ভয়েস নাই...!
এখন ও কি ভালবাসবে...? 
তখন ছেলেটি বললো আমি এখন তোমার ওই মায়াবী মুখখানিকে ভালবাসবো...! 
---কিছু দিন পর রোড় এক্সিডেন্টে মেয়েটির সুন্দর মায়াবিনী মুখখানি নষ্ট হয়ে গেলো...!
মেয়েটি আবার একই প্রশ্ন করলো,
তখন ছেলেটি বললো... 
এখন আমি তোমার ওই হৃদয়টাকে ভাল বসি....! 
----অতঃপর যখন মারা গেল....! 

তখন ছেলেটি একটা চিঠি পেলো 
যাতে লেখা ছিলো....
“এখন আমার এই হৃদয়টাও নেই এখন কাকে ভালবাসবে...? 
-- ছেলেটি পড়ন্ত একফোঁটা অশ্রু মুছে নিয়ে একটা হাসি দিয়ে বললো... 

*-- এখন আমি তোমার সৃতি গুলোকে ভালবাসবো যা কখন হারাবে না...!

No comments

info.kroyhouse24@gmail.com