ছয় মাসের বউ || সিজন২ || মিতু ইসলাম
আজ আমাকে ছেলেদের বাড়ি থেকে দেখতে এসেছে। আজ যে আমাকে দেখতে আসবে তা আমার জানা ছিলো না।সকালে প্রতিদিনের মতো আজ ও কলেজে যাওয়ার জন্যে রেডি হচ্ছিলাম। সেই সময়ই আমার মায়ের আগমন ঘটলো।
আম্মু:---মিতু তুই কি এখন কলেজে যাওয়ার জন্যে রেডি হচ্ছিস?
মিতু:---হুম আম্মু কলেজেই তো যাবো এখন।কেনো আজ হঠাৎ এমন অদ্ভুত প্রশ্ন করছো যে তুমি?তুমি তো জানো যে এই সময় আমি কলেজে যাই।
আম্মু:---হুম, তা জানি। কিন্তু আজ আর তুই কলেজে যাওয়া লাগবে না।
মিতু :---কি বলো আম্মু!! আমি কেনো কলেজে যাবো না আজ হঠাৎ??
আম্মু:---আমার না শরীরটা আজ ভালো নেই তার জন্যে।
মিতু:---কি হয়েছে আম্মু তোমার বলো তবে ডাক্তার আঙ্কেলকে ফোন করে আসতে বলি??
আম্মু:--- না তা বলতে হবে না তুই থাকলেই হবে।
মিতু:---আম্মু আজ তো সুমি(ছোট বোন)বাসায় আছে আমি কি করতে থাকবো??
আম্মু:---আমার শরীরটা ভালো নেই বললাম তো তোরে তাই আজ কোথাও যেতে হবে না তোর।
মিতু তার মাকে আর কিছু বলতে পারে না তার আগেই মিতুর আম্মু রুম থেকে বের হয়ে যায়।কিন্তু কি আর বলার থাকবে আম্মু যখন অসুস্থ তখন তো থাকতেই হবে। কিন্তু মিতু কিছু বুঝতে পারছে না।
মিতুর আম্মু যেহেতু অসুস্থ তবে তো তার রেস্ট করার কথা।কিন্তু মিতুর আম্মু তা না করে আজ অনেক ধরনের আইটেম রান্না করতে থাকে।মনে হয় আজ কেউ আসবে আর তাদের জন্য এতো আয়োজন করেছে। কিন্তু কে আসবে তা সে বুজতে পারছে না।মিতু কি করবে বুঝতে পারছে না।তাই সে তার বোনকে ডাকে।
মিতু:---সুমি সুমি কোথায় তুই একটু এখানে আয় তো।
সুমি:---কি রে আপু তুই কেনো এমন চিল্লাচিল্লি করে ডাকছিস?
মিতু:---সুমি বল তো আজ বাসায় কে আসবে আর কিসের জন্য এতো আয়োজনের করছে আম্মু??
সুমি:---আম্মু আমাকে বারন কটছে তোকে কিছু না বলতে তাই আমি তোকে কিছু বলতে পারবো না।
মিতু:---সুমি এই নে চকলেট খা সব গুলো তোর জন্য চকলেট। এবার বল না প্লিজ।
সুমি:---(চকলেট গুলো নিয়ে) আজ তোকে দেখতে আসবে তার জন্যে আম্মু তোকে মিথ্যা কথা বলে বাসায় রেখে দিছে।
মিতু:--- কিহহহহহহহহহহ্!!
সুমি:- হুম আর তোকে বিকেলে দেখতে আসবে।
মিতু সুমির এ কথা শুনে কি করবে বুঝতে পারছে না।কারণ মিতুর পক্ষে সম্ভব না এ বিয়ে করার।পরক্ষনেই মিতু ভাবতে থাকে দেখতে আসলেই তো আর বিয়ে হয় না।তবে এতে এতো চিন্তা করার কি আছে। তাই আর কিছু বললো না।চুপচাপ সব কিছু দেখছে কি হচ্ছে। বিকেলে দিকে মিতুকে দেখতে আসে আর মিতু ভাবতে থাকে কি করে এদের বিদায় করা যায়।
সুমি:--- আপু এই নে আম্মু বলেছে তোকে এই শাড়ি পরে নিতে।
মিতু:---আমি পারবো না এই শাড়ি পড়তে, তুই এক কাজ কর তুই এই শাড়ি পড়ে নে আর তোকে নিয়ে দেখিয়ে দেই আর তোকে পছন্দ হলে তোকে বিয়ে দিয়ে দিবো।
সুমি:---আপু তুই কি বলছ এগুলো তুই এখন শাড়ি পরে রেডি হয়ে নে তাড়াতাড়ি। তোকে দেখতে চলে আসবে।
এই বলে সুমি চলে যায় মিতু আর কি বলবে চুপচাপ রেডি হয়ে নেয়।আর কি করে ঐ ছেলের বিয়ের সাদ মিটাবে তা ভেবে নেয়। বিকেলে সবাই চলে আসে মিতুকে দেখতে ছেলে পক্ষ থেকে। আর মিতুর আম্মু আব্বু সবাই সাথে কথা বলছে আর মিতুর আম্মু সবাইকে নাস্তা এনে দিচ্ছে।
এক সময় মিতুকে তাদের সামনে নিয়ে যায়।আর মিতুকে একটা মহিলা নিয়ে তার পাশে বসায় দেখে মনে হয় ছেলের মা।তাদের মধ্যে একজন কে দেখে বেশ বুঝা যাচ্ছে যে এটাই তাদের বজ্জাত ছেলে।মিতুতো শুধু রাগে অস্থির হয়ে গেছে। যদিও ছেলেটা দেখতে বেশ সুন্দর,ড্যাসিং,হ্যান্ডসাম।তবুও তাতে কি মিতু তো এই ছেলেকে কখনো বিয়ে করবে না বলে মনে মনে ভাবতে থাকে।
আর মিতুর ইচ্ছে করছে এখনি ছেলেটাকে খুন করতে।একটু পর পর আড় চোখে মিতু ছেলেটার দিকে তাকায় দেখে ছেলেটা ও মিতুকে দেখছে।আর তা দেখে মিতুর রাগ আরও বেড়ে গেছে। বেশ কিছু সময় তাড়াতাড়ি সবাই কথা বলে এমন সময় একজন মেয়ে বলে উঠে।
মেয়েটি:---আমার মনে হয় ওদের কে একটু আলাদা কথা বলতে দেওয়া উচিৎ
ছেলের মা:---হুম ঠিক বলেছিস তুই।আমরা কথা বলে কি হবে যাদের বিয়ে তারা নিজেরা নিজেদের মাঝে কথা বলে নিক।আর মেয়েকে তো আমাদের খুব পছন্দ হয়েছে।
মিতু :---(মনে মনে)নে আল্লাহ এটা কি হলো এই মহিলা এটা কি বলে।আমি তো কখনোই বিয়ে করবো না।না যা করার আমাকে করতে হবে।
মিতুর আব্বু :---হুম আপনি ঠিক বলেছেন ওরা নিজেদের মাঝে কথা বলে নিক আর আমরা বড়রা এখানে কথা বলি।
ছেলের বাবা:---যাও মা তোমরা ভিতরে গিয়ে কথা বলে নেও।
মিতু আর কিছু না বলে ভিতরে চলে আসে আর সাথে ছেলেটাও
কিন্তু মিতু মনে যে কি কান্ড বাঁধাবে তা চলছে শুধু
চলবে........
No comments
info.kroyhouse24@gmail.com