ছয় মাসের বউ || পর্ব-২২
মিতু তো শুধু কান্না করেই যাচ্ছে।
আরিফ: আরে তুমি এমন করে কেন কান্না করতেছো।
মনে হয় তোমারে তুলে নিয়ে গেছে।
তোমার তো আর কিছু হয় নাই আর তুলে ও নেয় যে এমন করে কান্না করতে হবে তোমাকে।
মিতু: আপনি কি বলেন যদি আজ আমাকে নিয়ে যেতো।
তবে তো আমাকে নিয়ে যে কি করতো তা আপনি কি করে বুঝবেন।(কান্না থামিয়ে)
আরিফ: তোমাকে নিতে পারলে তো কিছু করতো।
যতোদিন তুমি আমার কাছে আছো তোমার কিছু হবে না।
তা নিয়ে তুমি চিন্তা করো না।
মিতু: আচ্ছা আপনি কি বাংলা ছবি দেখেন নাকি?
আরিফ: কেনো কি হইছে?
মিতু: বাংলা ছবির হিরোদের নাইকাকে যখন ডিপজল মামা আইসা নাইকাকে তুলে নিয়ে যায় তখন হিরো আইসা বাচায়।
আরিফ: ডিবজল কি করে তোমার মামা হয়?😒
মিতু: ও আপনি বুঝবেন না।
আর আজ তো নিজেকে নাইকা নাইকা লাগতেছে। 😎
কি সুন্দর করে আপনি আইসা বাচাইলেন।
আরিফ: খুব নাইকা নাইকা মনে হয় নিজেকে এখন তাই না।
মিতু: হুম খুব। আমি আর আপনি ফিল্ম করলে খুব ফেমাস হয়ে যাবো।
আরিফ মিতুর কথা শুনে গাড়ি হঠাৎ করে থামায়।
মিতু: কি হলে আবার আপনার।
গাড়ি কেনো থামালেন আবার।
আরিফ: তোমার তো নিজেকে খুব নাইকা বলে মনে হচ্ছে তাই তোমাকে এখন এখানে নামিয়ে দিবো।
আর আবার তোমাকে কেউ এসে তুলে নিয়ে যাবে।
তখন তোমার ফিল্মের নায়ক এসে তোমাকে বাচাবে।
মিতু: এই প্লিজ প্লিজ এমন করবেন না আপনি।
না হয় আবার ঐ ছেলেগুলো আসবে।
প্লিজ আমাকে নামাই দিয়েন না।
আরিফ: তবে চুপ করে বসো না হয় এখানেই তোমাকে নামিয়ে দিবো।
মিতু: আচ্ছা আচ্ছা আপনি গাড়ি চালানো শুরু করেন আর কথা বলবো না।
আরিফ: মনে থাকে জেনো না হয় কিন্ত তখন সাথে সাথে নামিয়ে দিবো।
মিতু: আচ্ছা।
আরিফ আবার ও গাড়ি স্টার্ট দেয়।
আর কোনো কথা মিতু বললো না চুপ করে বসে আছে।
আরিফ ও কোনো কথা বললো না নিজের মতো করে গাড়ি চালাচ্ছে।
এক সময় মিতু আর আরিফ নিদিষ্ট যায়গায় এসে পৌছায়।
ওদের গাড়ির আসার আওয়াজ পেয়ে বাড়ির ভেতর থেকে আরিফের ফুপু বাহিরে আসে।
আরিফ আর মিতু গিয়ে তাদের ফুপুর কাছে গিয়ে দাঁড়ায়।
মিতু গিয়ে ফুপুকে সালাম করে।
ফুপু: আরে থাক থাক মা বেঁচে থাকো।
আমার যে কি ভালো লাগছে তোমারা আসছো তার জন্যে।
কেমন আছো মা।
মিতু: হুম ফুপি আমি ভালো আছি। আপনি কেমন আছেন।
ফুপি: হুম মা আমিও ভালো আছি।
আরিফ: ফুপি এটা কিন্তু একদম যাতে না।
তুমি মিতুকে পেয়ে আমাকে ভুলে গেছো।
ফুপি: আরে কি বলে তোকে কেনো ভুলবো।
রিপা: ভাইয়া তোমাকে তো মা কখনোই ভুলে না।
এখন যতোদিন আছো মা তো আমাদের দিকে নজর রাখবে না।
শুধু তোমাকে আর ভাবিকে নিয়ে থাকবে।
আগে তো শুধু তোমাকে নিয়ে থাকতো এখন সাথে ভাবিকে নিয়ে থাকবে।
আরিফ: তো আমাকেই তো নিয়ে থাকবে।
তুই কে যে তোকে নিয়ে থাকবে।
ফুপি: চুপ কর তো নতুন বউ কে সেই কখন থেকে বাহিরে দাড় করিয়ে তোরা ঝগড়া করতে শুরু করলি
রিপা: চলো ভাবি ভিতরে চলো তোমার সাথে অনেক গল্প করবো।
মিতু: হুম চলো।
রিপা হলো আরিফের ফুপির মেয়ে আরিফের বড় ফুপির দুই মেয়ে তার আর কোনো ছেলে নাই।
তার জন্য আরিফকে ছোট থেকে অনেক আদর করে।
আর আরিফ কে বেশি আদর করে বলে সব সময় ঝগড়া করে।
মিতু রিপা সাথে ধরে ডুকার সময় হঠাৎ কিছু সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয় তখন আরিফ সাথে থাকায় আরিফ মিতুকে ধরে ফেলে।
আরিফের একটা হাত মিতুর কোমরে।
রিপা: ভাবি তুমি ঠিক আছো তো।
মিতু: হুম আমি ঠিক আছি।
রিপা: আপু তুই খেয়াল করবি না।
তোর জন্য একটু হলে ভাবি পড়ে যেতো।
রিধি: আমি কি জানি নাকি যে এখান দিয়ে কেউ যাচ্ছে।
ফুপি: মা তুমি ঠিক আছো তো কিছু হয়নি তো তোমার।
মিতু: না ফুপি আমি ঠিক আছি।
আপনি চিন্তা করবেন না।
ফুপি: রিপা তুই ওদের কে রুমে নিয়ে যা।
ওরা ফ্রেশ হয়ে নেক।
রিপা: আচ্ছা মা।
মিতুকে আর আরিফ কে রুমে নিয়ে আসে আর আরিফ ও মিতু রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়।
একটু পর রিপা এসে ওদের কে নিয়ে যায়।
তারপর তাদেরকে নাস্তা করতে দেয়।
নাস্তা করে তারা সবাই মিতে গল্প করতে বসে।
মিতু রিপা পাশে বসেছে আর রিধি আরিফের পাশে গিয়ে বসে।
যা দেখে মিতুর একদম সহ্য হচ্ছে না।
তবুও কি বলবে আর রিধি যে আরিফের ফুপাতো বোন।
রিপা: ভাবি আজ তোমার সাথে গল্প করবো।
তার জন্য তোমাকে প্রথমেই গান শুনাতে হয়ে।
মিতু: গান না না আমি গান পারি না।
রিপা: তা বললে তো হবে না।।
তোমাকে তো গান শুনে হবে।
মিতু: আচ্ছা ঠিক আছে।
রিপা: এমন গান শুনতে হবে যেই গানের মধ্যে ভাইয়ার সাথে মিল আছে।
মিতু: আচ্ছা ঠিক আছে।
দেখতে বর বর কিন্তু মস্তো ভর ভর একটা জুটে গেছে কপালে...
দেখতে হেন্ডসাম কিন্তু ফেলো রাম ফেসে গেছি আমি অকালে....
কফিনের ফেলেছি গরতো করে কদিনেই গিয়েছি জলে পুড়ে.....
কেনোনা আর এই জীবনে....
আমায় ছেড়ে এ আজব হেরে....
বোঝেনা আমাকে বোঝে না.....
শোনে না আমাকে শোনে না.....
দেখতে বর বর কিন্তু মস্ত ভর ভর একটা জুটে গেছে কপালে....
(পুরো গানটা আপনারা শুনে নিয়েন)
মিতু তো ওর গান গেয়েই চলছে এদিকে তো একজন রাগে কচমচ করতেছে তার দিকে তার কোনো খেয়ালি নেই।
চলবে.......
No comments
info.kroyhouse24@gmail.com