ছয় মাসের বউ । পর্ব - ২০
আর মিতু নিজের রুমে চলে আসে।
একা একা বারান্দায় দাঁড়িয়ে আছে।
আর বারান্দায় দাঁড়িয়ে ফুল গাছ গুলো দেখতে থাকে।
কিছু সময় পর আরিফের আম্মু মিতুকে ডাকে।
আরিফের আম্মু: কি রে মা আমাদের বাসায় কেমন লাগছে তোর।
আর এটা কিন্তু শুধু আমাদের বাসা না তোর ও বাসা কিন্তু।
মিতু: হুম মা আমার এ বাসায় ভালোই লাগছে।
আর তোমাদের কে পেয়ে আরও ভালো লাগছে।
তোমরা আমাকে কতো আদর করেছো না ভালো লাগবো কেনো।
আরিফের আম্মু: আচ্ছা বুঝলাম।
তোকে যে কথা বলতে এসেছি তাই ভুলে গেছি।
মিতু: কি বলবে মা বলো তবে।
আরিফের আম্মু: আসলে তোর বড় ফুপু শ্বাশুড়ি ফোন করে বলেছে কাল তাদের বাসায় যাওয়ার জন্য।
মিতু: মা তুমি আগে তোমার ছেলে কে বলো।
সারাদিন শুধু কাজ নিয়ে ব্যাস্ত থাকে সে যাবে কি না দেখো।
আরিফের আম্মু: ও আজ আসলে বলবো।
দেখি ও কি বলে।
মিতু: তোমার ছেলে কি বলবে তা আমার জানা আছে।
বলবে আম্মু আমি যেতে পারবো না এখন বিয়ে জন্য অফিসের সব কাজ জমে আছে।
আমি এখন কোথাও যেতে পারবো না।
আরিফের আম্মু: ও বললেই কি হবে নাকি।
আমি তোদের ফুপু কে বলে দিছি যে কাল তোদেরকে পাঠিয়ে দিবো।
মিতু: তোমার ছেলে গেলে তারপর পাঠাইও।
মিতু তারপর রান্না ঘরে গিয়ে দুপুরের জন্য রান্না করে নেয়।
আর রান্না শেষ করে সব কিছু টেবিলে সাজায় আর তখনই কলিং বেল বাজায় আর মিতু গিয়ে দরজা খুলে দিলো দেখে যে আরিফ চলে এসেছে।
মিতু: আপনি আজ এতো তাড়াতাড়ি চলে আসলেন যে?
আরিফ: কেনো আমি কি তাড়াতাড়ি করে বাসায় আসতে পারি না নাকি।
মিতু: আমি কি আপনাকে তা বলছি নাকি?
কি মানুষ গো আপনি মুখে দিয়ে কি একটা ভালো কথা বের হয় না আপনার?
আরিফ: ভালো কথা কি করে আসবে তোমার সাথে যদি ঘরে যেতে না দিয়ে বাহিরে দাঁড় করিয়ে দিয়ে এতো প্রশ্ন করতে থাকো।
মিতু: ওহ্! সরি সরি ভুলেই গিয়েছিলাম আমি।
আরিফ: হুম এবার তো সরো ঘরে আসতে দেও।
মিতু:হুম আপনি ফ্রেশ হয়ে আসেন আমি খাবার বাড়ছি।
আরিফ: হুম আচ্ছা।
আরিফের আম্মু: কি রে তুই কখন এলি তুই?
আরিফ: হুম আম্মু এখনই এলাম।
আচ্ছা আম্মু আমি ফ্রেশ হতে যাই।
আরিফের আম্মু: আচ্ছা যা।
মিতু মা তুই যা আরিফের সাথে দেখ ওর কোনো কিছু লাগে কি না।
মিতু: আমি কি করবো গিয়ে উনি তো নিজেই সব করে নেয়।
আরিফের আম্মু: তবুও যা দেখ কিছু লাগে কি না।
মিতু: আচ্ছা মা যাচ্ছি।
মিতু আরিফের আম্মু কথা মতো রুমে চলে আসে।
গিয়ে দেখে আরিফ রুমে এসে শার্ট খুলে রেখেছে।
আরিফ খালি গায়ে কি যেনো খুজতে থাকে।
মিতু: আহহহহহহহহ.......
আরিফ এমন হঠাৎ মিতুকে চিৎকার করতে দেখে মিতুর মুখ চেপে ধরে।
আর মিতু ছটফট করতে থাকে।
আরিফ: তোমার প্রবলেম কি? কিছু না বলে হঠাৎ করে এমন করে চিৎকার করে উঠলে কেনো?
মিতু:উহহহহহহ(মুখ ধরে রাখায় কথা বলতে পারছে না তাই চোখ ইশারা দিয়ে বুঝাতে চাচ্ছে)
আরিফ: কি হলো বলো কি জন্য এতো জোরে চিৎকার করে উঠলে?
মিতু জোরাজোরি করে আরিফের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দুরে গিয়ে দাড়ায়।
মিতু: আপনি খালি গায়ে তাই। (দুই হাত দিয়ে চোখ বন্ধ করে)
আরিফ তখন রুমে এসে শার্ট খুলে রেখেছে আর টি-শার্ট খোঁজতে থাকে আর তখন মিতু রুমে চলে আসে আর তা দেখে মিতু চিৎকার করে উঠে।
আরিফ: তার জন্যে এমন চিল্লাতে হয় নাকি?
আর রুমে আসার সময় বলে আসলেই তো হতো।
মিতু: আমি কি জানি নাকি আপনি এভাবে থাকবেন।
জানলে তো আসতাম না আর।
আরিফ: আচ্ছা এবার চোখ খুলে নিতে পারো।
আর বলো কি জন্যে এসেছো?
মিতু: মা বললো দেখার জন্য আপনার কিছু লাগে কি না।
তাই আসলাম দেখতে কিছু লাগে কি না আপনার।
এবার বলেন আপনার কিছু লাগে কি না।
আরিফ: ওই যে শুনো আমি তোমাকে বউ হিসেবে মানি না।
তাই নিজের অধিকার ফলাতে একদম আসবা না আমার কাছে।
মিতু: এই যে শুনেন আপনি মানেন কি মানেন না তা আমার ভেবে কাজ নাই।
বিয়ে যখন করছেন তবে আমিই আপনার বউ।
তার চেয়ে বেশি কথা বলতে যাবেন না বললাম।
আরিফ: শুনো তুমি শুধু ছয় মাসের বউ হয়ে এই বাড়িতে আসছো।
তাই আমার উপর একদম অধিকার ফলাবে না।
মিতু: আরে রাখেন তো আপনার ছয় মাসের বউ হবার কথা।
বিয়ে যখন করছেন তবে আমি আপনার বউ থাকবো।
আর কেউ থাকবে না আর আপনার ঐ এগ্রিমেন্ট আমি বিয়ের আগে করছি।
বিয়ের আগে কতো কিছু করছি তা কি আর বিয়ের পর করি নাকি।
আরিফ: তোমার সাথে আমার ছয় মাসের সম্পর্ক তার বেশি কিছু আর ভাবতে যাবে না বলে দিলাম।
মিতু: (রেগে গিয়ে) কি বললেন আপনি ছয় মাসের বউ আপনার ছয় মাসের বউ আমি দেখাচ্ছি আমি।
বিয়ে কি আমি ১০ বার করবো নাকি বললেই হলো।
বিয়ে যখন করছেন এখন আমাকেই বউ হিসেবে মানতে হবে।
আরিফ: বলছি না মানি না আমি বউ হিসেবে তোমাকে।
মিতু: মানেন না তাই না?
মানাচ্ছি আপনাকে
এই বলে মিতু আরিফের কাছে গিয়ে আরিফকে বিছানায় ধাক্কা দিতে ফেলে দেয়।
আরিফ: আরে আজব তো তুমি আমাকে কেনো ধাক্কা দিয়ে ফালাইছো?(রাগী ভাবে)
মিতু আরিফ কে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দরজা লাগিয়ে দেয়।
মিতু: মানেন না আপনি আমাকে বউ?
আরিফ: না মানিনা বললাম তো।
মিতু: আমাকে ডির্ভোস দিয়ে তার পর আবার কি বিয়ে করবেন? (রাগী ভাবে)
আরিফ: হুম করবো যখন আমার ইচ্ছে হবে তখন করবো।
এখন আমাকে ইচ্ছা ছাড়া বিয়ে দিছে।
মিতু: ইচ্ছে ছাড়া বিয়ে দিছে তো কি হইছে বিয়ে যখন করছেন তবে আমি আপনার বউ থাকবো।
আরিফ: আমি তো তোমাকে বার বার বলছি বউ হিসেবে মানি না আমি তোমাকে।
মিতু আবার আরিফ কে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়।
আরিফ: কি করছো কি তুমি?
মিতু: তুই আমাকে মানবি না বউ হিসেবে আমি তোর থেকে আমার অধিকার আদায় করমু।
এই বলে মিতু আরিফের উপর উঠে বসে।
আরিফ: কি করছো কি তুমি?
মিতু: একদম চুপ করে থাকবি।
আমাকে বউ মানবি না তো আমি আমার অধিকার আদায় করমু।
এই বলে মিতু নিজে থেকে আরিফের ঠোঁট দখলের করে নেয়।
আসলে এই কয় দিনে মিতু আরিফকে ভালোবেসে ফেলেছে।
তার সাথে আরিফের পরিবারকে ও।
তাই মিতু চায় না তাদেরকে ছেড়ে চলে যেতে।
তাই আরিফ বউ হিসেবে মানতে চায় না শুনে রাগ উঠে গেছে যার জন্যে মিতু রাগের মাথায় কি করছে নিজেও জানে না।
বেশ কিছু সময় পর মিতু আরিফকে ছেড়ে দিয়।
আর আরিফ তো পুরো অবাক যে মিতু কি করলো তা ভেবে।
আর মিতুর ও এতোহ্মনে নিজের মনে হলো কি করছে তাই নিজে তাড়াতাড়ি করে সরে যায়।
মিতু: আমি খাবার বাড়ছি আপনি খেতে আসেন।
মিতু কথাটা বলেই সাথে সাথে নিচে চলে আসে।
আসলে মিতুর নিজের কাছে এখন খুব লজ্জা লাগছে।
ও আরিফের সাথে এমনটা করেছে বলে।
ও নিজেও কখনো ভাবতে পারে নাই যে এমন কিছু ও করতে পারে বলে।
আর আরিফ তো পুরো অবাক যে মিতু কি করলো তা ভেবে।
আরিফ ও ভাবতে পারে নাই যে এমন কিছু মিতু করতে পারে।
মিতু চলে আসার পর আরিফ ও নিচে চলে আসে।
আর মিতু সবাইকে খাবার বেড়ে দিচ্ছে।
আরিফ: আম্মু তুমি কি নতুন করে রান্না করা শিখতেছো নাকি?
আরিফের আম্মু: কেনো ক
রে হঠাৎ এমন প্রশ্ন।
আরিফ: আজ সব রান্না তোমার মজা হইছে।
বিশেষ করে মাংস ভুনাটা তো আরো মজা হইছে।
আরিফের আব্বু: হুম আসলেই আর সকালের কলিজা ভুনা টা তো মনে হয় এখনো আমার মুখে লেগে আছে।
আরিফের আম্মু: আরে আমি না সব মিতু রান্না করছে।
ও তে আমাকে রান্না ঘরে আসতে দেয় নাই।
নিজেই হাতে সব রান্না করছে মিতু।
আরিফের আব্বু: আসলেই রে মা অনেক ভালো হইছে রান্নাটা।
মিতু সবার মুখে প্রশংসা শুনে ওর নিজের কাছে ভালো লাগছে।
আসলে কখনো এমন করে রান্না করা হয় নাই।
টুক টাক সব রান্না করতো মাঝে মাঝে শখের বসে।
এই প্রথম এমন করে সব নিজের হাতে রান্না করছে।
আরিফের আম্মু: আরিফ তোর বড় ফুপু ফোন করে বলেছে কাল যাওয়ার জন্য।
আরিফ: না আম্মু আমার সময় হবে না।
অফিসে অনেক কাজ জমেছে।
আরিফের আম্মু: আমি বলে দিছি কাল তোরা যাবি।
তাই আর কোনো কথা না বলে কাল সকালে চলে যাবি।
আরিফের আব্বু: কি ছেলে রে তুই আমি তো নতুন বিয়ে হয়েছে আর তোর মাকে ছাড়া কোথাও যেতাম না।
এক মাস তো আমি অফিসে যাই নাই।
আর তুই সারাদিন শুধু কাজ নিয়ে থাকোচ।
আরিফের আম্মু: চুপ করো তো তুমি।
ছেলে মেয়েদের সামনে কি বলো এ গুলো।
আরিফের আব্বু:তোমার ছেলের যা অবস্থা তার জন্যে তো বলতে হবেই তার বাপ কেমন ছিল আর ও কেমন।
আরিফের আম্মু: থামো তো তুমি।
আর তোকে যা বলছি তা করবি।
আর তোর ফুপুর বাড়িতে দুই দিন থাকতে হবে।
তাই সেই হিসেবে রেডি হয়ে যাইচ।
আর অফিস তোর আব্বু দেখবে।
আরিফ: আচ্ছা আম্মু।
সবাই খাবার খেয়ে রুমে চলে যায়।
চলবে..
No comments
info.kroyhouse24@gmail.com