Breaking News

মেঘের নেশা || পর্ব- ২

হিমালয়দের গাড়ির সামনে সেই ডাকাতের দল দাড়িয়ে আছে,এবার ডাকাতের চেলারা না এবার ডাকাতের সর্দার এসেছে। তাদের গাড়ি থামার সাথে সাথে ডাকাতের দল হিমালয়দের গাড়ির কাছে আসে,সর্দার নুনের  সাইটে এসে দাড়ায় আর নুনের দিকে তাকিয়ে অন্যদের জিজ্ঞাসা করে এই মেয়েটা কি না, তারা মাথা নেড়ে হ্যা বলে, আর ডাকাত অনেক জুড়ে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠে।
হিমালয় কি করবে বুজতে পারছেনা, তার কি করা উচিত? তাদের কাছে ছুরা বন্দুক আর অনেক অস্র আছে, আর হিমালয়দের কাছে কিছুই নেই।
সর্দার নুন এর কাছে মাথা নামিয়ে  বলে তোমার সব আমার,, সুন্দরী,নেমে এস আজকে রাতের পাখি যে নাই তুমি আমার পাখি আস, ভাল ভাল কথায় আস না হলে কিভাবে ছোবল মারতে হয় তা আমি জানি।তা তোমার শরিরটা কি খাসা আমার ত এখনি মরে যাবার উপক্রম, সুন্দরি আজকে রাতে খেলা ভালই হবে। দরজা খোল.।

নুন এর মাথা ঘোরছে, সে এক হাতে হিমালয়ের হাত শক্ত করে ধরে রেখেছে,বার বার হিমালয় এর দিকে তাকাচ্ছে হিমালয় যেন সে ভাষা পরতে পারে, নুন এর চোখ বলছে "প্লিজ আমাকে তাদের হাতে তুলে দিবেন না আমি আপনাদের কে বিশ্বাস করি প্লিজ। " তার ডাগর ডাগর চোখ দিয়ে পানি গড়িয়ে পরছে, হিমালয়ের যেন এই চোখের মিনতি বুকে গিয়ে লাগছে,জিবনে এই প্রথম সে কোন মেয়ের চোখে পানি দেখে তার বুকের ঝরা পানির স্রোত অনুভব করতে পারছে।কিন্তু তাদের এখন কি করা উচিত।

ডাকাত আবার দরজায় জুড়ে জুড়ে আঘাত করে, আর বলে এই তারাতারি খুল না হলে ভাল হবে না,
সাকিব ড্রাইভ করছিল সে  সেখানে বসে ই বলল ""ভাই কি চাই?? আমাদের ছেড়ে দেন প্লিজ আমাদের যা যা আছে রেখে দিন আমরা আপনাকে অনেক টাকা দিব প্লিজ নুন কে নিবেন না প্লিজ। ""
সর্দার আরো উত্তেজিত হয়ে বলল, "
এই চশমাপরা কানা, তুই কে হে বাছা কথা বলিস না, রাত গভীর হচ্ছে আমাকে বিছানা ডাকছে,আমার এখনি এই মেয়েটাকে চাই দিয়ে দে না হলে তরা কেও জানে বাঁচতে পারবি না।হা হা হা"
সাকিব এভার বলে " ভাই কত টাকা চাই বলেন আমরা দিব কিন্ত আমাদের যেতে দিন ""
ডাকাত এবার হো হো করে হেসে বলল এই তুই কি বোকা নাকি রে আমার দরকার পরি তাকে দিয়ে তরা চলে যাবি কিন্ত যে কোন মূল্যে ওই পরিটাকে চাই,"

হিমালয় এভার রেগে গেল আর ডাকাতের উদেশ্য  করে বলল "কত টাকা চাই বল "
ডাকাত আবার রেগে জানালার কাচে বাড়ি মেরে বলে " এই কতবার বলল যে আমার টাকা চাই না আমার মেয়েটাকে চাই। দে দে "
হিমালয় নুন এর হাত শক্ত করে ধরে বলল " জিবন থাকতে তুই পাবি না নুন কে।  যা ভাগ"
ডাকাত সন্দেহের চোখে বলল" কেন রে নুন কি তর বও নাকি এত দরদ কেন?? নুন দেখতে যা সুন্দর আমি ছারা এই দুনিয়ায় নুনন কে ভোগ করার মত কেও নাই বুজলি? "
মেঘালয় হ্যা বলে দিল যে সে নুনের হাজবেন্ড, 
নুন মেঘালয় এর  কথাটা শুনে নুন মেঘালয় এর দিকে তাকায়, মেঘালয় তখন নুন এর হাত ছেড়ে নুনকে  বুকের সাথে মিশিয়ে রেখেছে,কিন্তু নুনের কান্না থামছেনা।
ডাকাতের সর্দার এবার বলে " তাহলে বেশ ভাল ত,আমি নুনের সাথে চাদ দেখব,আর তুই হবি আমাদের দর্শক, কি বলিস সবায়??
সব ডাকাতেরা একসাথে হইহই করে উঠল,
তুহিন,সাকিব, সাগর তিনজন এবার গাড়ির দরজা খুলে বাহিরে এসে ডাকাতদের মারতে উদ্যত হল,ডাকাতরা ঠায় সেখানেই দাড়িয়ে বিশ্রী ভাবে হাসল।এক চুলও নড়ল না।
মেঘালয়ের  বুকেত ভিতরে নুন চলে যেতে চাইছে,সে যানে তাকে ডাকাতেরা ধরে নিলে কি অবস্থা হবে,সে টিভিতে ক্রাইম প্রেটোল এ দেখেছিল।সেটা মনে হতেই আবার মেঘালয় এর বুক জড়িয়ে কান্না করছে।নুন মেঘালয় কে বলল
" আমাকে প্লিজ আপনার বুকে মিশিয়ে নিন,আমি যাব না তাদের কাছে প্লিজ ""
মেঘালয় নুনকে বুকের সাথে মিশিয়ে বলল" ভয় নেই আমার জিবন থাকতে আমি ছাড়ছিনা।"
নুন এবার আরো জুড়ে কান্না করতে লাগল। 
ডাকাতের সর্দার বলল " তদের নাটক বন্ধ কর। 
ডাকাত নিজে এবার নুনের হাতে ধরে টেনে হিচরে বাহির করল নুন কে।মেঘালয় বাধা দিচ্ছিল তাই তার হাতের বাশের কঞ্চি দিয়ে মেঘালয় এর গলায় প্রচন্ড আঘাত করে,তাও মেঘালয় দমে যায় নি, সে নুন এর হাত ধরে রেখেছে কিন্তু ডাকাতের আঘাতে আর বেশিহ্মন হাতটা নিজের আয়ত্তে রাখতে পারল না মেঘালয়।
নুনকে ডাকাতের সর্দার গাড়ির সামনে নিয়ে দাড় করিয়েছে,আর তাদের সবায় কে ডাকাতের চেলা পেলারা আটকে রেখেছে,

ডাকাত সবার উদেশ্য করে বলল "শুন সবাই এই মেয়ের জন্য নাকি তরা সবাই মরতে পারবি, আচ্ছা তাহলে তদের সামনেই আমি জোস্না বিলাস করি, কি বলিস?? ""
মেঘালয় তাদের কবল থেকে ছোটার জন্য হাতাহাতি করতে থাকে, আর তাতে সর্দার এসে মেঘালয় এর মাথায় ডান্ডা দিয়ে অনেক জোরে আঘাত করে,মেঘালয় সাথে সাথে নিচে বসে পরে তার মনে হচ্ছে মাথা ফেটে এখনি মগজ বেড়িয়ে যাবে। তাও ডাকাতের কমড় ধরে আটকায়,।এবার ডাকাত রেগে তার কমড়ে থাকা ছুড়ি দিয়ে মেঘালয় এর বাম হাতে আঘাত করে,আর সাথে সাথে রক্তে ভেসে যেতে থাকে,
নুন এসে ডাকাতের পায়ে পরে যায় আর বলে 
"প্লিজ আমাকে যা করার করেন তাও মেঘালয় কে কিছু করবেন না"
মেঘালয় না করে আর বলে" নুন তুমি পালিয়ে যাও যাও নুন"
মেঘালয় এর কথা শুনে ডাকাত নুন এর হাত ধরে নিয়ে গাড়ির উপরে শুয়াতে চেষ্টা করে আর নুন এর টপ্স খুলার চেষ্টা করে নুন এখন খুব জুরে জুরে চিৎকার করছে,তার গলা দিয়ে মনে হচ্ছে এখনি রক্ত বের হয়ে যাবে, ডাকাত যেই নুন এর গলার কাছে মুখ নেবে তখনি মেঘালয় আকাশ কাঁপিয়ে বলে উঠল """না তুই নুন কে কিছু করবি না ""
ডাকাত হেসে বলে" তরে আরর তর বন্ধুদের আটক করে রাখছি, দেখ এই মাঝ রাস্তায় তদের কে বাঁচাতে আসে,"" 
ডাকাতের এক ছেলে কথার মধ্যে বলে উঠল "ওস্তাদ শুরু করেন, "!!
ডাকাত নুনের গলায় একটা কামড় দেই অনেক জুড়ে,নুন জিবনে প্রথম এমন কিছুর সাথে পরিচয়, কামড় দেয়ার সাথে সাথে নুন মা বলে একটা ডাক দেয়,আর সাথে সাথে উপস্থিত সবার মুখ লাল হয়ে যেতে থাকে।।।।

কি হবে নুনের জিবনে এই লাল কি নুনের জিবন শেষ করে দিবে নাকি ভাল করবে!!!!
চলবে.......

No comments

info.kroyhouse24@gmail.com