Breaking News

অবন্তীর সংসার || পর্ব :০৩

আমার পাগলীটা কি কাদঁছে?
-জানি না...
-এই কান ধরছি!! আর এমন হবে না। দেরী হলে আগে থেকেই জানিয়ে  দিবো,কেমন?
-..........
-ভালোবাসি !!
-ভালোবাসি আমিও!!
আচ্ছা অভিমানের পালা শেষ হলে কি আমি ঘরে প্রবেশ করতে পারি,মহারানী? 
-থাকি না আরেকটু... ছাড়ঁতে ইচ্ছে করছে না!!
-থাকলে তো সমস্যা নেই কিন্তু আমার যে বেশ খুদা পেয়েছে তাই...
অবন্তী দ্রুত আবিরকে ছেড়ে দিয়ে বললো..
-ইশশশ!! একদম খেয়াল নেই..  অনেকটা বেলা হয়ে গেছে আর তুমিতো কিছু খাওনি!!তুমি ফ্রেস হয়ে আসো, আমি খাবার দিচ্ছি!!
আবির অবন্তীর কপালে ছোট্ট একটা চুমু একে দিয়ে বললো..
"আচ্ছা,আসছি।
এই এক মুহূর্তে অবন্তীর যেনো নিজেকে পৃথিবীর সব থেকে সুখী নারী বলে মনে হয়। এত ক্লান্তি নিয়েও কখনও আবির অবন্তীর পাগলামীতে বিরক্ত হয় না। উল্টো ভালোবাসা দিয়ে অবন্তীর সকল অভিমান দূর করে দেয়। সত্যি ভালোবাসা মনে হয় এরকমই হয়, দুজন দুজনকে আগলে রাখে পরম যত্নে,পরম তৃপ্তিতে...
.
.
আবির খাচ্ছে আর অবন্তী তার আবিরকে দেখছে.. যতই দেখুক মুগ্ধতা যেনো শেষই হতে চাই না..
হঠাৎ আবিরের নজর পরে অবন্তী তাকে অপলক দেখছে। আবির বলে উঠে..
-খেয়েছো তুমি? 
-......
-এই অবন্তী!! (হালকা ধাক্কা দিয়ে)
-উউউ...হুমমমম!!! বলো..
-এই তোমার কি হয়ছে ইদানিং? কি চিন্তা করো?
-কিছুই না.. তোমাকে দেখি!!
-দেখি একটু হা করো খাইয়ে দিই।
-নাহ তুমি খাবে আর আমি দেখবো.. তাতেই তৃপ্তি..
-পাগলী একটা.
.
রাতে বিছানা ঠিকঠাক করতে করতে অবন্তী বললো..
-জানো,মায়ের ব্যাথাটা আজ খুব বেশি বেড়েছে.. কিছু একটা ব্যবস্থা করো না আবির!!
-ও হ্যাঁ ভালো কথা তোমাকে তো বলায় হয়নি..
তারপর আবির দুপুরের সব ঘটনা অবন্তীকে বললো আর জিজ্ঞেস করলো..
- চাকরীটা কি করা উচিত অবন্তী?  তুমি যা বলবে..
-আবির!! হালাল উপার্জন সামান্য হলেও বরকতময়!! তুমি হালাল উপায়ে যেইটাই করো না কেনো আমি তোমার সাথে রয়েছি..চাকরীটা তুমি করবে!!

আবির মাথা নেড়ে ইশারায় ডাকলো অবন্তী কে..
-জানো বাইরে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে!!!  আজ আর মনে হচ্ছে ঘুম আসবে না..  চলো অনেকদিন তোমার গল্পগুলো শোনা হয়না..  আর আমার পরিবারে তো মা ছাড়া কেউ নেই তোমার গল্প শোনার মতো তাই আমিই শুনবো।
তবে তার আগে আমার কাধেঁ মাথা রাখো.
অবন্তী ও লক্ষী মেয়ের মতো কথা শুনলো.
-অবন্তী??  
-হুম!!!
- তোমার সখগুলো হয়তো আমি পূরন করতে পারি না তাইনা?
- এরকম কিছুই না...
- আচ্ছা তোমার কোনো অপূর্ন ইচ্ছের কথা বলবে আমায়? 
-জানো আমার খুব ইচ্ছে করে তোমার হাতে হাত রেখে সমুদ্র পারে হাটতে.. যেখানে শুধু তুমি আর আমি থাকবো আর কেউ নয়.. তখন তোমার হাত ধরে দুটো লাইন গান ধরবো কেমন? 

অনুভূতিগুলো যেনো দুজনেই অনুভব করতে পারছে...

হঠাৎ আবিরের বুকের বাঁ পাশটা চিনচিন করে উঠলো কষ্টে... অবন্তী কতটা ভালোবাসা দিয়ে দায়িত্ব দিয়ে তার পরিবার সামলাচ্ছে অথচ আবির তার সামান্য ইচ্ছে গুলো পূরন করতে ব্যর্থ...

চলবে........

No comments

info.kroyhouse24@gmail.com