Breaking News

মেঘের নেশা || জাকিয়া সুলতানা জুমুর

-"এই আপনি আমাকে চুমু খেলেন কেন?"
-" আমার বয়ে গেছে আপনাকে চুমু দিতে! "
- "তাহলে কে দিল আমাকে চুমু?"
- "আই ডোন্ট নো।"
-"আপনাকে আমার পাশের সিটে কে বসতে বলেছে হে?? আমার পিন্সিপাল দেখলে আমার চান্দি ফাটাই ফেলবে।  বুজেছেন??"
- "বাই দা রাস্তা--- চান্দি যানি কোনটা??"
-- "মাথারে বাবা মাথা।"
- "ওহ তাই বলেন।"
- "সরেন আমার পিন্সিপাল আসবে আমি ভয় পাই তাকে ভিষন।"
-- "আপনার পিন্সিপাল কই থেকে আসবে??"
--"কেন?? আমিত সিলেট যাচ্ছি আর আমার কলেজ টুর থেকে,।
কিন্তু আমি এই হাইএক্স গাড়িতে কি করছি, "
কিছু না বুজে কান্না শুরু করল মেয়েটা। 
--- মানে,আসলে হয়েছে কি পথে ডাকাত ধরেছিল,তাড়া বাসের সুন্দরী মেয়েদের অজ্ঞান করে ধরে নিয়ে যাচ্ছিল, আমি বন্ধুদের নিয়ে সিলেট যাচ্চিলাম তখন দেখলাম যে ডাকাতরা আপনাদের বাস থেকে নামছে, আর সাথে শুধু আপনাকে নিয়ে যাচ্ছে।
আমি গাড়ি নিয়ে তাদের পিছু পিছু চলে এসেছি।
তাড়া আপনাকে একটা বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছিল,আর আমি তখন তাদের সাথে হাতাহাতি করে, হাতের কাছে একটা ইট পেয়েছিলাম তা দিয়ে কোনরকম তাদের মাথা ফাটিয়ে আপনাকে উদ্দার করেছি ম্যাম। 
---"" মানে কি বলছেন.?আমি কই এখন?"
-- "আমরা সিলেট যাচ্ছি।আপনারা যেহেতু সিলেট যাচ্ছিছিলেন তাই ভাবলাম আপনাকে দলে দিয়ে আসি না হলে আপনার ঘুড়াঘুড়ি পানি ভাত।"
--" আমার ভয় করছে,, আপনার কাছে মোবাইল আছে??  আমার ফ্রেন্ড এর কাছে ফোন করতাম,।"
-- "হ্যা অবশ্যই, এই যে নিন।আর প্লিজ কান্না বন্ধ করুন। আমার বন্ধুরা মাইন্ড করবে, ভাব্বে কি না কি করে ফেলছি।"

.
.
.______________________________________
মেয়েটা কি অদ্ভুত কিভাবে আজব ভজ্ঞীতে কথা বলছে,কেদে ফেলেছে, আবার জুড়ে জুড়ে নিশ্বাস নিচ্ছে, মনে হচ্ছে ভয় টা কমে গেছে,আবার খানিকক্ষণ বাদে ফিক ফিক করে হাসল,এই প্রথম মেয়েটা হাসল, একটা বাকা দাত আছে হাসির সময় দেখলাম, এই দাত টাই হাসিটা সুন্দর  দশ গুন বাড়িয়ে দিয়েছে।অন্য মেয়েদের মত এত ময়দা মেখে সাদা হয় নি মেয়েটা,একদম সিম্পল জিন্স আর টপ্স,লাল কেডস চুল মাথার বেশ উপরে জুটি করা, গায়ের রং বাবড়ি ডল,বুজে নিয়েন,,ডাকাতরা যখন নিয়ে যাচ্ছিল তখন হুস ছিল না, কিন্তু আমি দেখেছিলাম কি মায়া চেহারা তার, আর যখন তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমার দুই বাহুতে স্থান দিলাম তখন মনে হচ্ছিল একটা তুলার বস্তা কোলে নিয়ে হাটছি, আচমকা চোখ গেল তার ঠোঠের নিচে লাল তিলটায়,কি যে ভাল লাগছিল,ভাবছি এত কি,!!! 
বন্ধুদের সাথে সিলেট যাচ্ছি ভার্সিটি লাইফ প্রায় শেষ তাই ৪ বন্ধু মিলে টুর,
আমি মেঘালয়, আর সাথে আছে চশমাপড়া সাকিব সে কথা কম বলে,সাগর সে কথার বস্তা আর তুহিন এই সাগরের অবস্তা, কথার জুড়ি।

পাসে তাকিয়ে দেখলাম মেয়েটা বলছে,
-" এই এত নুন নুন করবিনা, রাখছি,আমি সিলেট গিয়ে তদের ঠিক খুজে নিব হ্যা।"

--"নুন নুন মানে কি??"
-- "ওহ। আপনাকে ত বলাই হয় নি আসলে আমার নাম নুন। পুরু নাম জাকিয়া ইসলাম নুন।"
-,  "একটু নেশাকাটা চোখে তাকিয়ে ছেলেটা বলল"অপূর্ব,"
নুন চোখের তাকানো টা বুজতে পেরে তার চোখ বড় বড় করে বলল "" মানে মানে কি?? "
-- মানে আমার নাম মেঘ।মেঘালয় হাসান
-- গুড।

ধ্যাত নুন কি যাতা ভাবছে,লজ্জায় নুন নীল হয়ে যেতে লাগল, আর জিভ কাটল।

নুন কিছু বলছেনা দেখে মেঘ নিজেই বলল.
" বাড়ি কই আপনার ??
নুন মুখ তোলে বলল "দেশের বাড়ি কুমিল্লা, বাবা মিরপুর চাকরি করত,তার রিটার্ন হওয়ার পর ভাইয়া একি যায়গায় চাকরি করছে তাই সেই সুবাধে ছোটবেলা থেকেই আমাদের ফ্যামিলি ঢাকা থাকে। আপনার??
-- আমাদের নিজস্ব কোন বাড়ি নেই।কিন্তু বাবা সিলেট চা বাগানের  একটা বাংলো কিনে রেখেছেন, আমার দাদার বাড়ি কুমিল্লা ছিল কিন্তু সেখানে যাওয়া হয় না একটা পারিবারিক কারনে। 
- মজা করছেন??
- না।
-আসলেই আপনার দেশের বাড়ি কুমিল্লা??? 
মেঘালয় কিছু বলতে গিয়েও বলতে পারল না, তার ভয়ে হাত পা হিম হয়ে যাচ্ছে। 
,নুন সামনে তাকিয়ে ভয় পেয়ে গেল আবার গলা ঝাঝিয়ে চিৎকার করে উঠল,,
.
কি হতে চলেছে নুন এর জিবনে,?????
চলবে....... 

No comments

info.kroyhouse24@gmail.com