ছয় মাসের বউ || পর্ব ৩৩ ও ৩৪
মিতু অফিস থেকে বাসায় চলে আসে আর বাসায় গিয়ে আরিফের আম্মুর কাছে চলে আসে।
মিতু: মা কি করছেন?
আরিফের আম্মু: ও মিতু কি রে মা তুই কখন এলি?
আর দুপুরে খেয়েছিলি নাকি এখনো খাওয়া হয় নাই?
মিতু: এইতো মা এখনি আসলাম আপনাকে নিচে দেখি নাই তার জন্যে রুমে আসলাম দেখা করতে।
আর আমি আপনার ছেলের সাথে খেয়েছি।
মা আপনি আর বাবা খেয়েছেন?
আরিফের আম্মু: হুম আমি আর তোর বাবা খেয়েছি।
মিতু:মা আপনাকে একটা কথা বলবো?
আরিফের আম্মু: হুম বল না এমন করে অনুমতি নিচ্ছিস কেনো যা বলতে চাছ বলে ফেল।
মিতু: মা আমাদের বাসায় তো একবারও যাওয়া হয় নাই।
তাই বলছিলাম কি আজ যদি আমাদের বাসায় যাই।
আরিফের আম্মু: আরে বোকা মেয়ে তার জন্য এমন করে বলতে হয় নাকি।
আর তা ঠিক বিয়ের পর তো তোদের যাওয়া হয় নাই একবারও।
আমিও বলবো করে আবার ভুলে গেছি তার জন্যে আর বলা হয় নাই।
আরিফ আসলে ওর সাথে তোদের বাসায় যাইছ।
মিতু: আচ্ছা মা ঠিক আছে।
আরিফের আম্মু: আচ্ছা যা তুই গিয়ে রেডি হয়ে নে।
আরিফ আসলেই ওর সাথে তোর বাসায় চলে যাইছ।
মিতু আর কিছু না বলে নিজের রুমে চলে আসে।
আর সব কিছু রেডি করে নেয়।
আর মিতুর আম্মুকে কল করে বলে দেয় যে ওরা যাবে আজকে।
বিকাল ৪টায় আরিফ অফিস থেকে বাসায় চলে আসে আর সোজা নিজের রুমে চলে আসে।
আরিফ: মিতু তোমার কি রেডি হওয়া শেষ?
মিতু: হুম আমি রেডি আছি আপনি যদি এখন যাবেন বলেন তবে যেতে পারবো।
আরিফ: হুম আচ্ছা চলো।আচ্ছা তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো?
মিতু: হুম বলেন কি কথা বলবো!
আরিফ: আচ্ছা তুমি কয়দিনের জন্য তোমাদের বাসায় যাচ্ছি শুনি?
মিতু: কেনো আপনাকে তো বললাম আমি কয়েক দিন থাকবো আমাদের বাসায়।
আরিফ:তুমি এতো এতো জামা কাপড় নিচো মনে হয় ১ মাসের জন্য যাচ্ছ।
মিতু:আরে কি বলেন আমি তো অল্প কিছু কাপড় নিছি আর আপনার কিছু জামা কাপড় নিছি।
আরিফ: আমি তো থাকবো না তবে তুমি আমার জামা কাপড় নিছি কি করতে?
মিতু: মা বলছে আপনাকে যেনো সাথে করে নিয়ে যাই।
আর আপনাকে আমাদের বাসায় থাকতে হবে আজকে।
আর এমনেতেও তো আপনি আজ প্রথম আমাদের বাসায় যাবেন আজ যদি না থাকেন আম্মু আব্বু কষ্ট পাবে।
আরিফ:আচ্ছা ঠিক আছে।বুঝতে পারছি।এখন চলো তাড়াতাড়ি।
আরিফ ও মিতু বাসা থেকে বিদায় নিয়ে বেড়িয়ে পড়ে।
আরিফ গাড়ি চালাতে লাগলো আর মাঝ রাস্তায় একটা দোকানের কাছে গাড়িটা থামায়।
মিতু: কি হলো আপনি এখানে কেনো গাড়ি থামালেন।
বাসা তো এখনো অাসে নাই।আপনি কি আমাদের বাসা ভুলে গেছেন।
আরিফ: মিতু তুমিনা না দেখে আগে আগে বেশি বুঝো এখনো পর্যন্ত তোমার অভ্যাসটা গেলো না।
আমি কি তোমাকে বলছি যে রাস্তা মনে নাই বা তোমাদের বাসা কোথায় তা ভুলে গেছি?
মিতু: তো আপনি এখানে কেনো গাড়ি থামালেন বাসা তো এখানে না।
আরিফ: আমি জানি যে বাসা এখানে না।এখন তুমি চুপ করে গাড়িতে বসো আমি আসছি।
আরিফ আর কিছু না বলে মিতুকে গাড়িতে বসিয়ে চলে গেলে দোকানে আর বেশ কিছু সময় পর একটা লোক এসে গাড়িতে অনেক কিছু রাখলো।
আর আরিফ ও গাড়িতে এসে বসে।
মিতু: আচ্ছা এখানে এতো কিছু কি আছে? মনে হয় পুরো দোকান তুলে আনছেন।
আরিফ: মিতু কি যে বলো না তুমি প্রথম বারের মতো শ্বশুর বাড়ি যাচ্ছি আর ১০টা না ৫টা না ১টা মাত্র জামাই খালি হাতে কি করে যাবো।
মিতু:তাই বলে এতো কিছু আনতে হবে না কি?
আরিফ : আমার কাছে তো কম বলে মনে হচ্ছে? আরও কিছু লাগবে কি না দেখো তো।
মিতু: না না আর কিছু লাগবে না এগুলোই তো অনেক হয়ে গেছে।
আরিফ আবারও গাড়ি চালানো শুরু করে আর কিছু সময় পর আরিফ ও মিতু চলে আসে।
মিতু গাড়ি থেকে নেমে বাসায় চলে আসে আর আরিফ দারওয়ান কে বলে দেয় গাড়ির সব কিছু যাতে ভিতরে নিয়ে আসে।
মিতু বাসায় যেতেই মিতুর আম্মু মিতুকে দেখেই জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে।
মিতু: আরে আম্মু এমন করে কান্না করছো কেনো এই যে এখন আমি চলে এসেছি।
মিতুর আম্মু: তোর বুঝি একবারও আমাদের কথা মনে পরে না।
মিতু: কি যে বলো না তুমি তোমাকে যেনো মনে পড়বে না।
মিতুর আম্মু: তো এতোদিন কেনো আসলি না?
মিতু: আম্মু আমার কি দোষ তোমার জামাই থাকে কাজ নিয়ে তার জন্যে তো আসা হয় নাই আর তুমিও বলছো জামাই ছাড়া যেনো না আসি।
মিতুর আম্মু: তো এখন জামাই কই?
আরিফ: আসসালামু আলাইকুম আম্মু।
আপনার মেয়ে তো আমাকে ভুলেই গেছে।
এই প্রথম বেড়াতে আসলাম আর ও দেখেন নিজে আগে আগে চলে এসেছে আমাকে রেখে।
মিতুর আম্মু: ওয়ালাইকুম সালাম।
তুমি কিছু মনে করো না বাবা ও সব সময় এমনই।
মিতু বিয়ে হয়েছে কিন্তু বুদ্ধি হলো না এখনও।
মিতু: (মনে মনে) কি নাটক করতেছে মনে হয় আমাকে ছাড়া কিছুই বুঝে না।
মিতুর আম্মু: বাবা কেমন আছো তুমি?
তোমার বাবা মা কেমন আছে?
আরিফ: হুম আম্মু আমি ভালো আছি আর আব্বু আম্মু ও ভালো আছে।
সারাদিন তো তারা ছেলের বউকে নিয়েই থাকে। আপনারা কেমন আছেন?
মিতুর আম্মু: আমরাও ভালো আছি।
এতো কিছু কি করতে তুমি আনতে গেলে।
আরিফ: আম্মু বেশি কিছু আনলাম কোথায়।
মিতুর আম্মু: কি যে বলো তুমি মিতু তুই কেনো বারন করলি না এতো কিছু আনতে।
মিতু: আমি কি জানি তোমার জামাই কি আমার কথা শুনে নাকি ওনার শ্বশুর বাড়িতে উনি আনছে।
মিতুর আম্মু:মিতু যা জামাইকে তোর রুমে নিয়ে যা।গিয়ে ফ্রেশ হয়ে নিক।
মিতু: আচ্ছা আম্মু।এইযে চলুন আমার সাথে।
পর্ব-৩৩
মিতু অফিস থেকে বাসায় চলে আসে আর বাসায় গিয়ে আরিফের আম্মুর কাছে চলে আসে।
মিতু: মা কি করছেন?
আরিফের আম্মু: ও মিতু কি রে মা তুই কখন এলি?
আর দুপুরে খেয়েছিলি নাকি এখনো খাওয়া হয় নাই?
মিতু: এইতো মা এখনি আসলাম আপনাকে নিচে দেখি নাই তার জন্যে রুমে আসলাম দেখা করতে।
আর আমি আপনার ছেলের সাথে খেয়েছি।
মা আপনি আর বাবা খেয়েছেন?
আরিফের আম্মু: হুম আমি আর তোর বাবা খেয়েছি।
মিতু:মা আপনাকে একটা কথা বলবো?
আরিফের আম্মু: হুম বল না এমন করে অনুমতি নিচ্ছিস কেনো যা বলতে চাছ বলে ফেল।
মিতু: মা আমাদের বাসায় তো একবারও যাওয়া হয় নাই।
তাই বলছিলাম কি আজ যদি আমাদের বাসায় যাই।
আরিফের আম্মু: আরে বোকা মেয়ে তার জন্য এমন করে বলতে হয় নাকি।
আর তা ঠিক বিয়ের পর তো তোদের যাওয়া হয় নাই একবারও।
আমিও বলবো করে আবার ভুলে গেছি তার জন্যে আর বলা হয় নাই।
আরিফ আসলে ওর সাথে তোদের বাসায় যাইছ।
মিতু: আচ্ছা মা ঠিক আছে।
আরিফের আম্মু: আচ্ছা যা তুই গিয়ে রেডি হয়ে নে।
আরিফ আসলেই ওর সাথে তোর বাসায় চলে যাইছ।
মিতু আর কিছু না বলে নিজের রুমে চলে আসে।
আর সব কিছু রেডি করে নেয়।
আর মিতুর আম্মুকে কল করে বলে দেয় যে ওরা যাবে আজকে।
বিকাল ৪টায় আরিফ অফিস থেকে বাসায় চলে আসে আর সোজা নিজের রুমে চলে আসে।
আরিফ: মিতু তোমার কি রেডি হওয়া শেষ?
মিতু: হুম আমি রেডি আছি আপনি যদি এখন যাবেন বলেন তবে যেতে পারবো।
আরিফ: হুম আচ্ছা চলো।আচ্ছা তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো?
মিতু: হুম বলেন কি কথা বলবো!
আরিফ: আচ্ছা তুমি কয়দিনের জন্য তোমাদের বাসায় যাচ্ছি শুনি?
মিতু: কেনো আপনাকে তো বললাম আমি কয়েক দিন থাকবো আমাদের বাসায়।
আরিফ:তুমি এতো এতো জামা কাপড় নিচো মনে হয় ১ মাসের জন্য যাচ্ছ।
মিতু:আরে কি বলেন আমি তো অল্প কিছু কাপড় নিছি আর আপনার কিছু জামা কাপড় নিছি।
আরিফ: আমি তো থাকবো না তবে তুমি আমার জামা কাপড় নিছি কি করতে?
মিতু: মা বলছে আপনাকে যেনো সাথে করে নিয়ে যাই।
আর আপনাকে আমাদের বাসায় থাকতে হবে আজকে।
আর এমনেতেও তো আপনি আজ প্রথম আমাদের বাসায় যাবেন আজ যদি না থাকেন আম্মু আব্বু কষ্ট পাবে।
আরিফ:আচ্ছা ঠিক আছে।বুঝতে পারছি।এখন চলো তাড়াতাড়ি।
আরিফ ও মিতু বাসা থেকে বিদায় নিয়ে বেড়িয়ে পড়ে।
আরিফ গাড়ি চালাতে লাগলো আর মাঝ রাস্তায় একটা দোকানের কাছে গাড়িটা থামায়।
মিতু: কি হলো আপনি এখানে কেনো গাড়ি থামালেন।
বাসা তো এখনো অাসে নাই।আপনি কি আমাদের বাসা ভুলে গেছেন।
আরিফ: মিতু তুমিনা না দেখে আগে আগে বেশি বুঝো এখনো পর্যন্ত তোমার অভ্যাসটা গেলো না।
আমি কি তোমাকে বলছি যে রাস্তা মনে নাই বা তোমাদের বাসা কোথায় তা ভুলে গেছি?
মিতু: তো আপনি এখানে কেনো গাড়ি থামালেন বাসা তো এখানে না।
আরিফ: আমি জানি যে বাসা এখানে না।এখন তুমি চুপ করে গাড়িতে বসো আমি আসছি।
আরিফ আর কিছু না বলে মিতুকে গাড়িতে বসিয়ে চলে গেলে দোকানে আর বেশ কিছু সময় পর একটা লোক এসে গাড়িতে অনেক কিছু রাখলো।
আর আরিফ ও গাড়িতে এসে বসে।
মিতু: আচ্ছা এখানে এতো কিছু কি আছে? মনে হয় পুরো দোকান তুলে আনছেন।
আরিফ: মিতু কি যে বলো না তুমি প্রথম বারের মতো শ্বশুর বাড়ি যাচ্ছি আর ১০টা না ৫টা না ১টা মাত্র জামাই খালি হাতে কি করে যাবো।
মিতু:তাই বলে এতো কিছু আনতে হবে না কি?
আরিফ : আমার কাছে তো কম বলে মনে হচ্ছে? আরও কিছু লাগবে কি না দেখো তো।
মিতু: না না আর কিছু লাগবে না এগুলোই তো অনেক হয়ে গেছে।
আরিফ আবারও গাড়ি চালানো শুরু করে আর কিছু সময় পর আরিফ ও মিতু চলে আসে।
মিতু গাড়ি থেকে নেমে বাসায় চলে আসে আর আরিফ দারওয়ান কে বলে দেয় গাড়ির সব কিছু যাতে ভিতরে নিয়ে আসে।
মিতু বাসায় যেতেই মিতুর আম্মু মিতুকে দেখেই জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে।
মিতু: আরে আম্মু এমন করে কান্না করছো কেনো এই যে এখন আমি চলে এসেছি।
মিতুর আম্মু: তোর বুঝি একবারও আমাদের কথা মনে পরে না।
মিতু: কি যে বলো না তুমি তোমাকে যেনো মনে পড়বে না।
মিতুর আম্মু: তো এতোদিন কেনো আসলি না?
মিতু: আম্মু আমার কি দোষ তোমার জামাই থাকে কাজ নিয়ে তার জন্যে তো আসা হয় নাই আর তুমিও বলছো জামাই ছাড়া যেনো না আসি।
মিতুর আম্মু: তো এখন জামাই কই?
আরিফ: আসসালামু আলাইকুম আম্মু।
আপনার মেয়ে তো আমাকে ভুলেই গেছে।
এই প্রথম বেড়াতে আসলাম আর ও দেখেন নিজে আগে আগে চলে এসেছে আমাকে রেখে।
মিতুর আম্মু: ওয়ালাইকুম সালাম।
তুমি কিছু মনে করো না বাবা ও সব সময় এমনই।
মিতু বিয়ে হয়েছে কিন্তু বুদ্ধি হলো না এখনও।
মিতু: (মনে মনে) কি নাটক করতেছে মনে হয় আমাকে ছাড়া কিছুই বুঝে না।
মিতুর আম্মু: বাবা কেমন আছো তুমি?
তোমার বাবা মা কেমন আছে?
আরিফ: হুম আম্মু আমি ভালো আছি আর আব্বু আম্মু ও ভালো আছে।
সারাদিন তো তারা ছেলের বউকে নিয়েই থাকে। আপনারা কেমন আছেন?
মিতুর আম্মু: আমরাও ভালো আছি।
এতো কিছু কি করতে তুমি আনতে গেলে।
আরিফ: আম্মু বেশি কিছু আনলাম কোথায়।
মিতুর আম্মু: কি যে বলো তুমি মিতু তুই কেনো বারন করলি না এতো কিছু আনতে।
মিতু: আমি কি জানি তোমার জামাই কি আমার কথা শুনে নাকি ওনার শ্বশুর বাড়িতে উনি আনছে।
মিতুর আম্মু:মিতু যা জামাইকে তোর রুমে নিয়ে যা।গিয়ে ফ্রেশ হয়ে নিক।
মিতু: আচ্ছা আম্মু।এইযে চলুন আমার সাথে।
চলবে.......
No comments
info.kroyhouse24@gmail.com