Breaking News

শান্তি || জাকিয়া সুলতানা জুমুর

আকামলা বও বিয়া করাইয়া আনছে পুলায়৷। 
খালি নাটক করতেই যানে কাম কাজ কিচ্চু পারে না, বলি বাপ মায় কি কিছু সিহায় নাই নাকি হে খালি আমার পুলারে কেমনে পটান লাগে হেইডাই শিখাইছে হে। 👿👿
রিমি কিছু বলতে পারে না রুমে চলে এল এত তার নিত্য দিন কার বকা৷।। 
মাঝে মাঝে মনে হয় মরে যায় কিন্তু পারে না এক হল তার বর আরিফ এর জন্য আরেক হল মা বাবার জন্য। 
বাবা মা দেখে শুনে বিয়ে দিয়েছিল রিমি কে৷। 
সুন্দরী ছিল বলে বড় ঘর থেকে বিয়ে আসাতে রাজি হয়ে গেছে রিমির পরিবার। 

রিমিরা দুই বোন রিমি আর জিমি৷ 
আর আরিফেরা ৩ভাই ৪বোন। 
আরিফ সবার ছোট সবাই বিয়ে করেছে তার ৪বোনের অ বিয়ে হয়েছে কিন্তু তারা একবার বেড়াতে আসলে মাস তিনেক থেকে যাই৷ 
আরিফের আর বাকি ভাইদের বও এরা তাদের জামাইর সাথে থাকে। 
আর রিমির বর যদিও ঢাকা চাকরি করে তাও রিমি শাশুড়ী র সাথে থাকে৷ 
আরিফ মাসে ২ বার আসে 
সে তার বও কে খুব ভালবাসে। 
কিন্তু মা কে কিছু বলতে পারে না মা যে খুব রাগী। 

আজকে রিমি কে করল্লা ভাজি করতে বলেছিল অর শাশুড়ী আর রিমি ভাজার সময় পুরে গিয়েছে তাই তার শাশুড়ী এভাবে বকা দিতেছে৷ 
শুধু রিমিকে ই না রিমির বাবা মা কে অ তুলে বকে, রিমির মাজে মাযে মনে হয় কেন এ জীবন রাখি আমার জন্য মা বাবা কে বকা শুনতে হয়৷। 

।আজকে আরিফ আসবে তাই রিমি এক্টু ভাল কাপর পরেছে আর হাল্কা সেজেছে, তাই দেখে রিমির শাশুড়ী আর চোখে তাকিয়ে বলে 
ঃআরে আমি বলি এমনে নাটক কইরা আমার পুলার মাথা ত খাইছস ই এহন আবার কার মাথা খাইবি৷। 
এমনে সাইজা বারান্দায় গিয়া কোন নাগর রে দেহাস সুনি।। 
রিমি বল্ল মা আজকে ত অ আসবে তাই,,,,,,
হইছে হইছে অ আসবে বলে কি নেংটা হইয়া নাচা লাগব হে আমার পুলা আজকা আমার লগে থাকব তর লগে গুমাইলে অর শরিরে গন্ধ হইয়া যাইব। ছোটলোকের মাইয়া কোনহানকার। 
রিমির চোখ দিয়ে টপটপ করে পানি পরতেছে,। 
আবার বলা শুরু করল যে 
অই নবাবজাদি সুন এই কাপড় খুইলা বিকালের পুরান থিরিপিছ ডা পর গিয়া তরে ভালা কাপরে মানায় না। 
একথা বলে ওনি চলে গেল। 
রিমি অপমানের চুটে রুমে গিয়ে অই পুরান থ্রি পিছ টা পরে মুখ দুয়ে ফেলে। 
সবার খাবারের পর রিমি আর রিমির শাশুড়ী বাদ আছে। 
রিমির শাশুড়ী বল্ল তুমি খাইয়া নাও। রিমি বল্ল অ আসুক তারপর না হয় খাই 
শাশুড়ী এক ধমকে রিমি কে বললেন যে খাইয়া লও আমার পুলার লগে আমি খামু তুমি এর ঢং কইরা খাওন লাগব না যাও খাও,রিমি ভাত নিয়ে চোখের পানির জন্য আর খেতে পারল না, তাই সব রেখে গুছিয়ে চলে গেল। 

রাত ১১ টায় আরিফ এর আর এসে যা দেখল তা দেখে আরিফের বুকটা ফেটে গেল,,,,,,

No comments

info.kroyhouse24@gmail.com