ছয় মাসের বউ || পর্ব-২৩
মিতু তো নিজের মতোই গান গেয়ে যাচ্ছে।
গান শেষ মিতু আরিফের দিকে তাকিয়ে দেখে রাগে লাল হয়ে গেছে।
রিপা: ও মেরি ভাবি।
কি যে শুনাইলা তুমি একদম পারফেক্ট গান গাইলা তুমি।
ভাইয়া এখন একটা গান তুমি আর ভাবি মিলে গাও না প্লিজ।
আরিফ: আমি পারবো না গাইতে।
আর তা ও আবার ওর সাথে তা তো কখনোই না।
রিধি: একদম ঠিক বলেছো তুমি ওর সাথে গান গাইলে মানাবে না।
তোমার গানের সাথে ও গাইলে তো গানটাই নষ্ট হয়ে যাবে।
রিপা: কি বললোচ তুই আপু এটা।
ভাবির গানের গলাটা তো অনেক সুন্দর।
রিধি: আমি যা ঠিক তাই বললাম।
রিপা: আপু তোর বাজে কথা বলা থামা।
ভাইয়া তুই আজ আমার জন্য একটা গান গা ভাবির সাথে প্লিজ।
আরিফ: আচ্ছা ঠিক আছে।
যা তোর গিটারটা নিয়ে আয়।
রিপা: আচ্ছা ভাইয়া তুই থাক আমি গিয়ে আমার গিটার নিয়ে আসি।
রিপা রুমে গিয়ে গিটার নিয়ে আসে।
আরিফ হাতে গিটার দিয়ে আবার মিতুর পাশে গিয়ে বসে।
আরিফ: রিপা দেখিস কিন্তু কেউ আবার যাতে গানের বারোটা না বাজায়।
আল্লাহ জানে কেমন গাইবে।
রিধি: আরিফ তুমি ঠিকই বলছো আসলেই তোমার সাথে গান গাইলে তোমার গাওয়া গানটা নষ্ট হয়ে যাবে।
তুমি বরং গান গেওনা।
মিতু: রিপা দেখাই যাকনা কেমন হয়।
তা তো একটু পর দেখা যাবে।
রিপা: হুম ভাবি ঠিক বলছো তুমি।
আর আমার যতটা মনে হয় ভাবির সাথে গান গাইলে গানটা আরো ভালো হবে।
আচ্ছা ভাইয়া তুই গাওয়া শুরু কর।
আরিফ নিজে গিটারের সুর তুলতে থাকে আর ও নিজে আগে গান গাওয়া শুরু করে।
শিশির দেখে তুমি স্বপ্ন রাখো একে,
রোদের মাঝে স্পর্শ তোমার বাজে,
হাত রেখো পাখি হয়ে পারি দেবো,
তোমার সাথে দূর অজানাতে(আরিফ)
মনে হয় আলো হয়ে এসে,
তুমি মুছে দিলে অন্ধকার (মিতু)
থাকলে তুমি পৃথিবীতে চাইনা কিছু আর(আরিফ)
তুমি যে আমার
তুমি যে আমার
তুমি যে আমার (আরিফ ও মিতু)
থাকলে তুমি পৃথিবীতে চাইনা কিছু আর (আরিফ)
তুমি যে আমার
তুমি যে আমার
তুমি যে আমার (আরিফ ও মিতু)
বহুদূর পথ পারি দিয়ে,
দেবো আমিও জানিয়ে।
ভালো যে বাসি আমিও ভাসি,
কি যে মায়া বুকে জড়িয়ে (২বার)(মিতু)
মনে হয় আলো হয়ে এসে
তুমি মুছে দিলে অন্ধকার
থাকলে তুমি পৃথিবীতে চাইনা কিছু আর (আরিফ)
তুমি যে আমার
তুমি যে আমার
তুমি যে আমার (আরিফ ও মিতু)
থাকলে তুমি পৃথিবীতে চাইনা কিছু আর (আরিফ)
তুমি যে আমার
তুমি যে আমার
তুমি যে আমার (আরিফ ও মিতু)
গান শেষ রিপা মিতুকে জড়িয়ে ধরে
রিপা: ভাবি কি যে ভালো হইছে তোমাদের দু'জনের গানটা কি যে বলবো।
রিধি আপু দেখলি তো আমি বললাম না তোকে ওদের গানটা ভালো হবে খুব
আরিফ ও নিজের মনে মনে ভাবছে আসলেই মিতু খুব সুন্দর গান গায়।
রিধি: যতো সব।
কথাটা বলেই রিধি উঠে চলে আসে।
আর মিতু বুঝতে পারছে না রিধি কেনো এমন ব্যবহার করছে মিতুর সাথে।
আর তখনই ফুপি এসে ওদেরকে দুপুরের খাবারের জন্য ডাকে।
ফুপি: অনেক বসে গল্প করেছিস।
এখন চল সবাই টেবিলে আমি দুপুরের খাবার বাড়ছি।
আর রিপা সেই কখন থেকে বসে আড্ডা দেওয়া শুরু করে দিলি ওদের তো রেস্ট নিতে দিবি।
রিপা: আচ্ছা মা তুমি যাও আমরা আসছে।
আর খাবার খেয়ে ভাবি রেস্ট নিতে চলে যাবে।
আর বিরক্ত করবো না তখন।
আরিফ: ফুপি চলো আমি ও তোমার সাথে চলে যাই।
ওদের আসি তা ও আসতে দেরি করবে।
ফুপি: আচ্ছা আয়
রিপা: ভাবি চলো তোমারা আগে খেয়ে নেও তারপর রেস্ট নিবে তোমরা।
মিতু: আচ্ছা রিপা একটা কথা বলি।
রিপা: হুম ভাবি বলো কি বলবে।
মিতু: সবাইকে দেখলাম ফুপাকে যে দেখলাম না।
রিপা: আসলে ভাবি আব্বু তো দেশের বাহিরে থাকে তাই তুমি আব্বুকে দেখো নি।
আর ভাবি তুমি না রিধি আপুর কথাতে কিছু মনে করো না।
মিতু: না না আমি কিছু মনে করি নাই।
আচ্ছা চলো ফুপি বসে আছে আমাদের জন্য।
রিপা: হুম ভাবি চলো।
মিতু আর রিপা চলে আসে ডাইনিং রুমে।
এসে দেখে আরিফের পাশে রিধি বসে আছে।
তা দেখে মিতুর রাগ যেনো মাথায় উঠে গেছে।
মনে মনে নিজেই বিরবির করতে থাকে।
মিতু: (মনে মনে)কি শাঁকচুন্নি মেয়ে ফুপাতো বোন হয়েছে বলে কি হয়েছে তাই বলে কি গায়ে লেগে বসে আছে।
ইচ্ছে করতেছে সবগুলো চুল টেনে ছিরি।
আর আমার জামাইটাও কেমন বসে আছে কিছু বলছে না।
ধুর আমি কেনো এতো কিছু ভাবছি উনার সাথে লেগে বসলে আমার কি তাতে।
ফুপি: মিতু তুমি খাচ্ছ না যে।
খাবার বুঝি পছন্দ হয় নি।
মিতু: না ফুপি খাবার পছন্দ হয়েছে আর খুব ভালোও হয়েছে।
আরিফ: ফুপি তুমি কিন্তু আমার দিকে কোনো খেয়াল করছো না।
আসার পর থেকে মিতুর দিকে খেয়াল করছো।
ফুপি: আমি আমার ছেলেকে আদর করলে ছেলের বউকে বুঝি আদর করবো না।
আরিফ: তার মানে আমার আদরে এখন মিতুও ভাগ পাবে।
ফুপি: তা তো পাবেই তোর বউ বলে কথা।
আরিফ: এটা কিন্তু ঠিক না ফুপি।
রিপা: ভাইয়া তোমাকে কম আদর পেতে দেখে যে কি খুশি লাগতেছে।
ফুপি: এই তোরা এখন ঝগড়া করবি না বলে দিলাম।
তাড়াতাড়ি করে খেয়ে নে।
সবাই খাবার খাওয়া শেষ হয়।
আরিফ আর মিতু রুমে চলে আসে।
আরিফ মিতুর আগেই রুমে চলে আসে।
আর মিতুকে রুমে আসতে দেখে দরজা লাগিয়ে দেয়।
মিতু: এই আপনি দরজা কেনো দিলেন।
আরিফ: তখন আমাকে নিয়ে কি গান যেনো গাইলা।
মিতু: আমার কি দোষ রিপা বলছে বলেই তো আমি গাইলাম।
আরিফ: তো এখন তো তোমাকে বুঝতে হবে আমি বর না ভর।
মিতু: এই আপনি সামনে আসেন কেনো।
সামনে আইসেন না দূরে যান।
আরিফ সামনে আসে আর মিতু পিছনে যায়।
আর একসময় পিছনে যেতে যেতে খাটে গিয়ে পরে।
আর আরিফ মিতুর উপর নিজের গা হেলিয়ে দেয়।
চলবে.......
No comments
info.kroyhouse24@gmail.com