গল্প- আনন্দ রেখা || নীল আহমেদ
সাথে দেখা করতে আসছো?
– না তো
– তোমার মুখ থেকে সিগারেটের
গন্ধ আসছে, শরীর থেকে
সিগারেটের গন্ধ আসছে
– দুইটা টান দিছি মাত্র
– তাহলে প্রথমে মিথ্যে বললা কেন?
– তোমার কাছে মিথ্যা বলে আরাম
পাই
– আর কি কি মিথ্যা বলছো তুমি
আমাকে?
– কালকে রাতে মাথাব্যাথা
ছিলো না। ঘুমাইও নি। সারারাত
ফেসবুকে একটা হুরপরীর সাথে
চ্যাটে টাংকি মারছি
– কিভাবে টাংকি মারছো?
– তোমার সাথে প্রেম হওয়ার আগে
যেভাবে টাংকি মারতাম!
সুমাইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে জাহিদের
দিকে তাকিয়ে আছে। তার চোখমুখ
থমথমে। জাহিদ উদাস ভঙ্গিতে
আকাশ দেখছে। একটুপর সুমাইয়া কি
করবে সেটা চিন্তা করছে। সুমাইয়া
তার কাছ থেকে মোবাইল নিবে।
তারপর ফেসবুকে ঢুকে ইনবক্স চেক
করবে। সেখানে কিছু পাবে না। তখন
জিজ্ঞেসকরবে
– কই কারো সাথেই তো তোমার
চ্যাট দেখতে পাচ্ছি না। ডিলিট
করছো?
– না
– তাহলে
– চ্যাট করি নাই তো কারো সাথে।
তুমি ছাড়া কোন হুরপরী আমার
ইনবক্সে থাকবে কেন?
– একটু আগে যে বললা…
– মিথ্যে বলছি। তোমার কাছে
মিথ্যে বললে আরাম পাই
সুমাইয়ার গম্ভীর মুখ তখন হঠাত করেই
হাসি হাসি হয়ে যাবে। সেই
হাসির ডিউরেশন অনেক কম। একটুপর
আবার তার সিগারেটের কথা মনে
পড়বে। আবার মুখ গম্ভীর হয়ে যাবে।
– তুমি সিগারেট খাইছো কেন?
– চুমু খাইতে দাও না তাই! তুমি চুমুও
খাইতে দিবা না, সিগারেটও
খাইতে দিবা না। আমি কি খায়া
বাচবো?
– অসভ্য কোথাকার!
সুমাইয়া আবার হেসে ফেলবে!
জাহিদ মাঝেমধ্যেই চিন্তায় পড়ে
যায় এই মেয়েটা তাকে এতো
ভালোবাসে কেন? পাচমাস আগেও
সে ক্লাসের পেছনে বসে থাকা
আউলাঝাউলা ছেলে ছিলো। এরপর
কোথা থেকে মেয়েটার উদ্ভব হলো।
সে এসে সব দায়িত্ব নিয়ে নিলো।
আউলাঝাউলা থেকে আস্তে আস্তে
পরিপাটি বানিয়েই ছাড়লো।
টিফিন ক্যারিয়ারে খাবার
রান্না করে এনে তাকে নাদুসনুদুসও
বানাচ্ছে। একদিন হুট করে বললো
– তোমার কাপড়চোপড় এতো
নোংরা কেন? সব কাপড়্গুলা একটা
ব্যাগে করে আমাকে দিবা
জাহিদ যখনই সুমাইয়ার দিকে তাকায়
তখনই ভাবে তার জন্য মেয়েটা তার
মনের মধ্যে যে ভালোবাসার সমুদ্র
ধারণ করে তার ব্যপ্তি কতোবড়?
জাহিদ এখনো কুলকিনারা খুজে
পাইনি!
সুমাইয়া এখন তার মোবাইলের ইনবক্স
দেখছে মুখ গম্ভীর। একটুপর হাসি
হাসি হয়ে যাবে।
পৃথিবীর সব প্রেমিকের উচিত তার
প্রেমিকাকে অস্থিরতার মধ্যে
রাখা। সে একটু পর পর গম্ভীর হবে
আবার হাসবে। প্রেমিকেরা সেটা
দেখবে আর বারবার মরে মরে যাবে।
আনন্দে,তৃপ্তিতে।
(সমাপ্ত)
No comments
info.kroyhouse24@gmail.com