Breaking News

রানু ও আমার বন্ধুত্ব

এইমাত্র বিষ পান করে সুসাইড করলাম..!
বিষের বোতলটা মেঝেতে পড়ে আছে। কন্ঠনালী হতে
নাভী পর্যন্ত জ্বলে ছাড়কার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে
ভুলে এসিড পান করেছি..।
.
… পাশের রুম থেকে মা দৌড়ে এসে বুকে জাপটে ধরলো।
বাপ তুই এটা কেন করলি..?
… তোকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছি। তুই ভুমিষ্ট
হওয়ার ছয় দিন আগ থেকেই প্রসব বেদনায় কাঁতরিয়েছি।
.
…ভুমিষ্ট হওয়ার পর ছয়মাস পর্যন্ত তোকে নিয়ে
মেডিকেলে কাটিয়েছি। এই ছয়মাস একরাত ও ঘুমাতে
পারিনি। তোকে প্রেম, ভালবাসা দিয়ে এতবড় করেছি।
কিন্ত আমাদেরকে কিছু না বলে এটা কেন করলি…? বল
বাবা বল………
.
… কিছুক্ষণ পর আব্বু ও ছোট বাচ্চার মতো হাউমাউ করে
কান্না আরম্ব করলো। শুনে অবাক হলাম। পৃথিবীর
সবচেয়ে কঠিন মানুষটা কি কান্না করতে পারে..?
.
…আব্বু আম্মুর কান্না, প্রেম ও ভালবাসা দেখে বাচঁতে
ভীষণ ইচ্ছে করছে। কিন্ত হাত পা ধীরে ধীরে অবস হয়ে
আসছে। নাড়া ছড়ার শক্তি ও পাচ্ছি না। নিশ্বাস ও
ধীরে ধীরে ছোট হয়ে আসছে। শ্বাস প্রশ্বাস নিতেও খুব
কষ্ট হচ্ছে। হয়তো বা কিছুক্ষণ পর পুরো শরীর নিস্তেজ
হয়ে যাবে..।
.
… নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। সর্বোচ্চ মায়া
মমতার বিপরীতে এমন অন্যায় কখনো মানায় না। না
কখনোই না….
.
.
… না সুসাইড করিনি। বিষের বোতলটা এখনো হাতেই
আছে। সুসাইড করার পরের মূহুর্তগুলো কি হবে চোখ বন্ধ
করেই অনুভব করলাম। একটা অকৃতজ্ঞ মানুষের জন্য
সুসাইড করবো, তা কখনো মানায় না। যার জন্য সুসাইড
করবো সেতো ব্যাথা
পাবে না..।
.
… ব্যাথা পাবে আব্বু আম্মু। সারা জীবন প্রসব বেদনায়
কাঁতরাবে পুত্র হারানোর ব্যাথায় আমার জম্মধাত্রী
মা…।
.
এই গল্প থেকে শিক্ষা নেয়ার অনেক কিছু আছে যদি
উপলব্ধি করতে পারেন…|

No comments

info.kroyhouse24@gmail.com