প্রেমি পাগল | লিখাঃ নীভু
আঁচলের মায়া করে দে না পাগল
রয়ে যাবো তোর চিরন্তনী নাগাল
ছোঁয়ার মায়া করে দে না
দুই নয়নের কাজল
হয়ে যাবো তোর অন্ধ মাতাল,,
রেশমি চুড়ির টুনটান গুঞ্জনে
করে দে না মোরে শিহরিত গগনে
হাওয়া হাওয়া দোলে মন রতন
তোর আসার পথ চেয়ে
হৃদয়ে আঁকে স্বপন,,
বেঁধে রেখে দে না মোরে
নীল শাড়ি আচঁলে
আপন করে রেখে দে না
মাথার সিন্ধুেরে,,
যেও না যেও না সাথী
কখনো আমায় চেড়ে
নাহি আমি মরবো
এ অন্ধ ভুবনে।
করে দে না মোরে শিহরিত গগনে
হাওয়া হাওয়া দোলে মন রতন
তোর আসার পথ চেয়ে
হৃদয়ে আঁকে স্বপন,,
বেঁধে রেখে দে না মোরে
নীল শাড়ি আচঁলে
আপন করে রেখে দে না
মাথার সিন্ধুেরে,,
যেও না যেও না সাথী
কখনো আমায় চেড়ে
নাহি আমি মরবো
এ অন্ধ ভুবনে।
মুকুল প্রেম
এসেছে ফাগুন দোলেছে মন
পাখিদের কোলাহলে
জাগে স্বপন রইলি কোথায় অন্তরালে লুকন।
বাতাসে বাতাসে দোলে ময়না পাখি মন
গাইয়েছে গান পাতা বাহারি রং
মুকুল বুনে যায় নতুন আশার ফল।
আগুন মাখা ফাগুন ভরা ডং
মধুর খুঁজে যৌবন জড়া সন
মিতালী হাওয়া এসেছে রং
কবির মনে জাগে হাজারো স্বপন।
গাইয়েছে গান পাতা বাহারি রং
মুকুল বুনে যায় নতুন আশার ফল।
আগুন মাখা ফাগুন ভরা ডং
মধুর খুঁজে যৌবন জড়া সন
মিতালী হাওয়া এসেছে রং
কবির মনে জাগে হাজারো স্বপন।
No comments
info.kroyhouse24@gmail.com