নারী - লিখেছেনঃ মাহমুদ হাসান
এই নারী তুমি কি জানো! পুরুষের হৃদয়ে তোমার জন্য কত ভক্তি-সম্মান রয়েছে !
হয়তো তুমি জানো না! পুরুষ নিজেকে তোমারদের সেবায় সদা উৎসর্গিত করেছে।
সময়ের বিবর্তনে আজ নারীবাদীরা চায় ভিন্ন এ কোন স্বাধীনতা!
আচ্ছা বলো তো কোন কালে তোমাদের জন্য ছিল লাঞ্ছিত পরাধিনতা?
হয়তো তুমি জানো না! পুরুষ নিজেকে তোমারদের সেবায় সদা উৎসর্গিত করেছে।
সময়ের বিবর্তনে আজ নারীবাদীরা চায় ভিন্ন এ কোন স্বাধীনতা!
আচ্ছা বলো তো কোন কালে তোমাদের জন্য ছিল লাঞ্ছিত পরাধিনতা?
নারী চেয়েছো তুমি স্বাধীনতা এ যে তোমার দরকার!
তোমার জন্য সর্বত্র সুস্থ নিরাপত্তা এটাও অধিকার।
গর্ভে তুমি ধারণ করেছো ধরার আগামীর অহংকার।
তোমার চরণে বিসর্জিত হোক মরণ-সাধন অলঙ্কার।
তোমার জন্য সর্বত্র সুস্থ নিরাপত্তা এটাও অধিকার।
গর্ভে তুমি ধারণ করেছো ধরার আগামীর অহংকার।
তোমার চরণে বিসর্জিত হোক মরণ-সাধন অলঙ্কার।
নারীর জন্য আজ পুরুষ হয়েছে বীর!
পেয়েছে শান্তি নিবিড়।
নারীর পরাধীনতা চাইছে কোন জন?
নরাধম হবে সে কুজন।
পেয়েছে শান্তি নিবিড়।
নারীর পরাধীনতা চাইছে কোন জন?
নরাধম হবে সে কুজন।
নারী তুমি আমাদের জননী, তুমি তো এই অপূর্ব বিশ্বের সবি।
নারী তুমি আমাদের ভগিনী, তুমি তো এই আঁধারে ভুবনের রবি।
নারী তুমি আমাদের সঙ্গিনী, তুমি তো এই সুখদুখে জীবনের কবি।
নারী তুমি আমাদের নন্দিনী, তুমি তো এই আগামী মহিষী ছবি।
নারী তুমি আমাদের ভগিনী, তুমি তো এই আঁধারে ভুবনের রবি।
নারী তুমি আমাদের সঙ্গিনী, তুমি তো এই সুখদুখে জীবনের কবি।
নারী তুমি আমাদের নন্দিনী, তুমি তো এই আগামী মহিষী ছবি।
নারী তোমাকে দিয়েছি আমরা সর্বোচ্চ স্বাধীনতা।
তোমার মাঝে আমরা খুঁজি জীবনের সব সৌখিনতা।
তোমার আব্রুর নিরাপত্তায় করি না কভু বিলাসিতা।
নারী তুমি শ্রেষ্ঠ তুমিই পারো রুখতে এই সভ্য নগ্নতা।
তোমার মাঝে আমরা খুঁজি জীবনের সব সৌখিনতা।
তোমার আব্রুর নিরাপত্তায় করি না কভু বিলাসিতা।
নারী তুমি শ্রেষ্ঠ তুমিই পারো রুখতে এই সভ্য নগ্নতা।
No comments
info.kroyhouse24@gmail.com