Breaking News

দুই বউয়ের সংসার || পর্ব-০৫

আমার আম্মুর শরীর অনেক খারাপ হয়ে গেলও,আম্মুর ক্যান্সার ছিল ইদানীং আম্মু শরীর বেশি অসুস্থ
আম্মু আমাকে কাছে ডাকল
আম্মুঃদেখ রিফাত তুই তু জানিসই আমি আর বেশি দিন বাচঁব না,তাই আমার মরার আগে একটা ইচ্ছে আছে রাখবি তো,কথাদে
আমিঃকি বলছ তুমি মরবে কেন তোমার কিচ্ছু হবে না,আর কি ইচ্ছে বল আমি যেকোনো পর্যায়ে পালন করব(পাগল হয়ে)

আম্মুঃআমি একটা মেয়ে পছন্দ করেছি,মেয়েটা তোর ১ বছরের বড় তাতে কোনো সমস্যা নায়,আমরা মানলে চলবে এখন বল আমার শেষ কথাটা রাখবি বল(আমার মাথায় বাজ পড়ল, আমি কিভাবে যে বলি আম্মু আমি বিয়ে করে ফেলেছি,আমার ভালোবাসার মানুষটাকে,আম্মু কথা এখন না বলতে পারব না,কষ্ট পাবে, কিন্তু আমি যে সুমিকে ঠকাচ্ছি কি করব কিছু মাথায় আসতেছে,কি করার আছে একদিনকে মৃত্যুর মুখোমুখি আম্মুর কথা অন্য দিকে প্রিয়,ভালোবাসা
আমিঃআম্মু বিয়েটাকি করতে হবে

আম্মুঃদেখ বাবা আমি যদি মরে যায় তুই ও তর বাবাকে কে দেখবে,তাই তরছে বড় মেয়ে দেখেছি যাতে তোদের খেয়াল রাখতে পারে,দয়া করে রাজি হয়ে যা,
আমিঃঠিক আছে(কাপা কাপা গলায়)আমি আম্মুকে বলতেও পারলাম না যে মা আমি সুমিকে ভালোবাসি সুমিকে বিয়েও করেছি,
মা আমি ওকে ছাড়া পাগল হয়ে যাব, তোমাকে কি করে বুজাব যে কত্ত ভালোবাসি ওকে, কি করার মার কথা ফেলতে পারব না,যা করার বিয়ে করে ঐ মেয়েকে বুজাতে হবে (মনে মনে)

আম্মুঃকি হলো কি ভাবছিস
আমিঃমা বিয়ে কোন সময়(ভিতর পুরে যাচ্ছে কষ্ট করে মুখ দিয়ে বেড় করে আনছি কথা)
আম্মুঃতুই মেয়েকে দেখবি না
আমিঃআমার দেখার ইচ্ছে নেয় কাল বিয়ে করব আর অনুষ্ঠান করে বিয়ে করতে পারব না,
আম্মুঃঠিক আছে কিন্তু তুইতো মেয়ের নামই জানিস না, মেয়ের নাম হলো নুসরাত জাহান নিপা
আমিঃ হয়েছে এখন তুমি শুয়ে থাক আমি একটু বাহির থেকে গুরে আসি,
(এই বলে চলে এলাম ঐখান থেকে আম্মু সামনে থাকলে হয়তো চোখ দিয়ে পানি বাহির হয়ে আসতে পারে তাই চলে আসলাম)
এখন সুমি সাথে দেখা করতে হবে,কিচ্ছুখন হেটে তার বাড়ি সামনে গিয়ে তাকে ডাক দিলাম, ও দূরে চলে আসল

সুমিঃকি হয়েছে কাঠবিড়ালি কি হয়েছে হতাশ মনে হচ্ছে,
আমিঃ না,মানে না,মানে(ও কিভাবে যে বলি, আল্লাহ আমি এখন অসহায় কি করব মাথায় কিচ্ছু আসতে সে না, যা হবার হবে ও যদি আমাকে ভালোবেসে তাকে তাহলে এটা মেনে নেবে, আর কোনো মেয়ে চাইবেনা তার স্বামী বা তার ভালোবাসার ভাগ অন্যকাও কে দিতে এবং আমি তো তাকে বলছিলাম আমার ভাগ কাওকে দিব না, যা হবে দেখা যাবে)
সুমিঃকাপাকাপি করছো কেন যা বলার শান্ত ভাবে বল
আমিঃসুমি আমি তোমাকে ঠকাতে চাই না একটা কথা বলার আছে যা শুনে তুমি হার্ট হতে পার অথবা আমাকে ছেড়ে চলে যেতে পার আমি তোমাকে ভালোবাসি বলে লোকাতে চাই না,আম্মু ক্যান্সার যার কারণে যেকোনো সময় একটা অগঠন পারে তাই, আম্মু আমাকে বিয়ে করাতে চাই কালকে,আমি মাথায় কিচ্ছু আসছিলোনা কি বলব তাই বলে দিয়েছি আমি বিয়েতে রাজি, আমি তোমার কথা বলতে চেয়েও পারছিলাম না,এখন কি করব বল,

সুমিঃকিচ্ছু করতে হবে না আমাকে ভুলে যাও আর আমাদের ব্যাপারটা কেও জানে না যে আমরা বিয়ে করেছি,আমি চলে যাব তোমার জীবন থেকে ভালো থেক বাই (এই বলে কাঁদতে কাঁদতে চলে গেল আমি কি বল আমার যে তার মুখে কথা বলার মুখই হারিয়ে ফেলেছি,জীবনটা অন্ধকার হয়ে গেল, তিনটি জীবন ধ্বংস হতে চলেছে, আম্মু আব্বু বিয়ের জিনিসপত্র আয়ওজন করছে,বিয়েটা কাজি অফিসে হবে,সারারাত কান্না করার পর গুম থেকে ওঠতে দেরি হয়ে গেল, ঐদিকে সুমির অবস্থা যে কিরকম আল্লাহয় জানে,কি থেকে কি হয়ে যাচ্ছে, একটু পর দুই পরিবার থেকে মানুষ যায় কাজি অফিসে গিয়ে কিছুখন অপেক্ষা করে তারপর বিয়ে হয়ে যায় আমার আর নিপার বিয়েটা যেন আমার মায়ের কাছে জীবনের সবচেয়ে আনন্দ মূহুর্ত, বিয়েটা হয়ে গেল নিপাকে নিয়ে বাড়ি যাওয়ার পালা,মজা না দূঃখ তা বলতে পারবনা কারণ নিপাকে বিয়ে করে সুমির বাড়ির সামনে দিয়ে নিয়ে যাচ্ছি আর সুমি বারান্দায় থেকে দেখে দেখে চোখের পানি ফালাচ্ছে,সত্যি আমি কিছুই করতে পারলাম না শুধু শুধু তিনটা জীবন নষ্ট করলাম,নিপার চেহেরাটা এখনো দেখেনি দেখারও ইচ্ছে নেই, তবে তারও কোনো দূষ নেয় শুধু শুধু তাকে কষ্ট দিয়ে লাভ নেয়,তাকে যা বলব সরাসরি বলব,বাড়িতে গিয়ে মা আমাদের দুজনকে বরণ করল বিভিন্ন যামেলা শেষ হওয়ার পর রাত হলো, আমি একা ছাদের এক কোণে বসে কান্না করছি কি হয়ে আমি সত্যি অনন্যাই করে ফেলেছি আমাকে কিছু করতে হবে, এক ডিলে দুই পাখি মারতে হবে যেমনি করে হোক,অতঃপর বাবা এসে ডাক দিল
আব্বুঃকি করা হচ্ছে এখানে

আমিঃকি কিছু নাতো কিছু না(হক চকিয়ে)
আব্বুঃঘরে বউমা বসে আছে আর তুই এখানে একলা বসে আছিস যা ঘরে যা বউমা তোর জন্য অপেক্ষা করছে,বাবার কথা ঘরের দরজার সামনে দারিয়ে আছি আরে আজকের রাতকে বলে বাসররাত অ্যা অ্যা অ্যা আর আমার হলো জমের রাত, সুমির সাথে বিয়ে হয়েছে ঠিকই কিন্তু বাসর রাত হয় নি,আর আমার ইচ্ছে ও নেই বাসর রাত করবার, যায় গিয়ে ঘুমিয়ে পরি আমার আর বাসরাতের ইচ্ছে নায়,দরজা ধাক্কা দিতেই খুলে গেল,ঘরে ডোকে দরজা বন্ধ করে দিলাম দিয়ে সামনে যেতেই


চলবে.............

No comments

info.kroyhouse24@gmail.com