ভালোবাসার প্রতিশোধ
আজ আমার বিয়ে, বিয়েতে আমার মত নেই,,,
আমি একজন কে খুব ভালোবাসি সেও ভালোবাসে আমাকে,, ২ বছরে রিলেশন আমাদের
আবিরকে আগে থেকে বলেছি বাবা আমার বিয়ে টিক করছে কিন্তু আবির কোন আগ্রহ নেই বলে সময় ত আছে,,, আমি দেকি কি করতে পারি এসব বলে
ও বলা হল না আমি যাকে ভালোবাসি তার নাম আবির চৌধুরী এইবার তার অর্নাস শেষ হল,,,আমি সামিয়া জান্নাত বৃষ্টি, সবাই বৃষ্টি বলে ডাকে এইবার অর্নাস ১ম বর্ষ আবির আমি এই কি কলেজ,, আমার একটা ছোট ভাই আছে মা বাবা, আমি ও ছোট ভাই নিয়ে আমাদের পরিবার,,,
বিয়ের দুইদিন আগে আবির আমাকে একটা মেসেজ দিয়ে বলে বৃষ্টি তুমি তুমার বাবার পছন্দের ছেলেকে বিয়া করও আমার পক্ষে সম্ভব না তুমাকে বিয়া করা,, আমি মেসেজটা দেকে আকাশ থেকে পড়লাম সাথে সাথে আবিরে ফোন দিলাম ফোন বন্ধ দেখাই
,,আমি বিশ্বাস করতে পারছিলাম না এত ভালোবাস ছিলাম এই প্রতিদান আবির দিল,,, আমার ছোট ভাই এসে দেকে আমি কাঁদছি
ছোট ভাইয় নাম নিল এইবার ৭তম শ্রেনিত পড়ে
নিল: আপু তুমি কাঁদছ কেনও
আমি: তকে বাবা মাকে ছেড়ে চলে যাব তাই খুব কষ্ট লাগছে
নিল: আপু আমার খুব কষ্ট হবে তুমাকে ছাড়া তাকতে, তুমাই ছাড়া আমিত কোনদিন থেকেছিনা আমার খুব কষ্ট হবে।
আমরা দুই ভাইবোন মিলে খুব কাদরাম,,,,
বাবাকে অনেক চেষ্টা করিছি আবিরে কতা বলতে কিন্তু পারলাম না বলতে
মা যানত আবিরে কথা,, মা না করে দিইছে বাবা শুনলে খুব কষ্ট পাবে বাবা খুব রাগি কোনদিন মানবে না , মা কে বুঝে বলে ছিলাম,মা বাবাকে খুব ভয় পাই আমরা সবাই ভয় পাই খুব বাবাকে,,,
আবিরের সাথে অনেক চেষ্টা করিছি যোগাযোগ করার আবিরের বন্ধু পরিচিত সবাই কে জিগাসা করিছি তারা কেউ জানেনা আবির কই
২ দিন অনেক কাদছি পানি ছাড়া কিছু খাওয়া মুখে দি যাইনা মা অনেক চেষ্টা করছে খাবার লাগি কিন্তু আমি খেতে পারছিলাম না, ছোট ভাইটা আমার সাথে সাথে রইছে,, বিয়ের আগের দিন রাতে বাবা আমার ঘরে এসে আমার মাতা হাত বুলিয়ে দিইছে বাবা দুই চোখে জ্বল ভরে ওঠছে,,,,বাবা রাগি হলেও আমাদের কে খুব ভালোবাসতে কিন্তু বুঝতে দিতেন না,,,,,
রাতে আবার আবির নাম্বার ফোন দিয়েছি এখন বন্ধ ফোন মেসেজ লেখে দিইছি,,,,
এটা না করলে পারতে,,
আমার কষ্ট কাও কে দেখাতে পারবনা আবির আমার সাথে প্রতারণ না করতে পারেনা,, খুব ত ভালোবেসে ছিলাম,,, আমি কাঁদতে কাদতে ৪ টা দেখি চোখ লেগেছে,, সকালে মা তুলে গোসল করে দিই ভাইটা আমার সাথে সাথে আছে,,,পার্লার থেকে ২ টা মেয়ে এসেছে,,
চলবে...
No comments
info.kroyhouse24@gmail.com