Breaking News

দুই বউয়ের সংসার || শুভ ইসলাম রিফাত

যখন ক্লাস ১০ম পড়ি ঐ সময় আমাদের স্কুলে এক পিচ্চি মাইয়া দিইখা বাঁশ মানে ক্রাস খায়,দেখতে পুরো গোলাপী পরি, কারণ আমাদের স্কুলের মেয়েদের ড্রেস হচ্ছে গোলাপি তাই বলাম, তো মেয়েটার খবর নিয়ে যানতে পারলাম মেয়েটা এইবার ৮ম পরে,নাম- আফ্রিন জাহান সুমি, তো কি করব ভালো যখন লাগসেই কি আর করার পিছনে লাইগাই পরি,,ঐ দিন থেকে প্রত্যেক দিন সিঁড়ি সামনে দাড়িয়ে থাকি কারন আমাদের ক্লাস রুম হলো,২য় তলায় আর তার মানে সুমির হলো ৩য় তলায়,,তু গোলাপি পরিকে দেখবার জন্য প্রত্যেক দিন অপেক্ষা করি,,বলে না কার বলে পৌস মাস আর কারও বলে সর্বনাশ,সর্বনাশ টাহলো আমারি,,প্রত্যেক দিনই দাড়িয়ে থাকি একদিন না একদিন তো খবর হবেই,একদিন সিঁড়ি সামনে সুমিকে দেখার জন্য অপেক্ষা করতেছি হঠাৎ পিছন থেকে কে যেন বলতেসে আসলে ঐ সময় আমার খেয়াল পিছনে ছিল না,, কে যেন বলতেসে,
আপনার সমস্যা টাকি বলেন তো,,


আমিঃ আমার কোনো সমস্যা নায়৷ একটু পরে আসেন তু,,আমার গোলাপি পরির জন্য অপেক্ষা করতেসি--( তখনো সামনে দিকে চেয়ে রইসি)
আবার বলল,আপনি সামনের দিকে চেয়ে কথা বলেন,,এবার আমি সামনে দিকে চেয়ে,স্টক করার মতো অবস্থা, কারণ সামনে আর কেওনা,সুমি,,,,
সুমিঃ কি সমস্যাকি আপনার প্রত্যেক দিন এভাবে আমার দিকে কাঠবিড়ালির মতো চেয়ে থাকেন কেন???


আমিঃ না মা,,নে,, না মা,,নে,,(তুতলিয়ে).
সুমিঃ এই তুতলাতছেন কেন, হুম,ভালো ভাবে বলেন,,,,
তুতলাব না আমার ভিতরে যে টিকটিকির মতো ধুকপুক করছে,ও আল্লাহ ( মনে মনে)
আমিঃ কয় নাতো আমি তো এই প্রথম এখানে দাঁড়ালাম,(গলা শুকিয়ে গেছে)
সুমিঃ মিথ্যা বলার আর জায়গা পান না,,,একটু আগে বললেন গোলাপি পরির জন্য অপেক্ষা করছেন,,
আমিঃ হিহিহি না মানে মুখ দিয়ে বেরিয়ে পরেছে,,,,,এই বলে দূর শুরু করলাম,পাক্কা ১ সপ্তাহ স্কুলে যায়নি 


১ সপ্তাহ পড় স্কুলে গেলাম আল্লাহ যানে কি ভূমিকম্প হয়বো,,,আল্লাহ রক্ষা করও,,,স্কুলের গেইট থেকে এক দূরে ক্লাস রুমে ঢোকে গেলাম যাতে কোনো ভুমিকম্প আমার উপর দিয়ে না যায়,,,এরপর থেকে ওকে এরিয়ে চলে যায়,,, হটাৎ একদিন ওর সামনে ধরা পড়ে গেলাম,
সুমিঃ এই দাঁড়ান,,,



চলবে,...............

No comments

info.kroyhouse24@gmail.com