Breaking News

প্রভু সর্বশক্তিমান | লিখা: নীভু

করোনা ভয়ে
           কর না জয়
যে সৃষ্টি করেছে
            তারে কর ভয়
প্রভুর ডাকে কেন
            দেয়ও না সায়
প্রভুর সর্ব শক্তিমান
           আল কোরানে কই,,
তিনি রহিম রাহমান
           পাক কোরানে কই
দুটি হাত তুলে দেখ না
           বিপদ হবে জয়
যুগে যুগে দিয়েছে
           মহামারি ভয়
তোমার ইমান শক্তি কত
          দেখে প্রভুর রই,,
প্রভুর প্রেমে
         সারা দাও হৃদয়
পাপের মার্জানা
        হয়ে যাবে সব হবে কয়
দয়ার সাগর তিনি
         প্রিয় নবীজি কই
নবীর বিধান মত চল
         নেই কোনো ভয়
দুই জগত তরে তোমার হবে জয়।
.

নীলাদ্রি

.
পরেছো তুমি নীল শাড়ি
দেখে তোমার প্রেমে পরি
ও…..গো মোর নীল পরী
হয়ে যাও না…
           ….মোর একটু করি,,
গয়না পরেছো দেহে ভরি
দেখে তোমার মায়ায় পরি
হাত দুটি দাও না আমায়
ও…..গো মোর মায়া পরী
হয়ে যাও না…
              মোর একটু করি,,
করেছো কাজল যাদু করি
না পাই তোমায় জানে মরি
এতে লাজে লুকছো কেন
ও…….গো মোর যাদু পরী
ছুঁয়ে দাও না…
          … মোরে একটু করি,,
তোমার মায়ায় বেঁধেছি স্বপন
হেলা কর না…
             … বিফল যায় জীবন
বাস্তব রূপে এসো গো পরী
সাজিয়ে রাখবো….
            ….. তোমায় ফুলের ধানি।

No comments

info.kroyhouse24@gmail.com