দুই বউয়ের সংসার || পর্ব- ০৯
দরজা মেলার সাথে সাথে আম্মু খোলে ফেল,,,
আম্মুঃসারাদিন কোথায় ছিলি(রেগে)
আমিঃবন্ধুর বাসায় ছিলাম,কেন কি হয়েছে(মিথ্যে বললাম না হলে খবর ছিল)
আম্মুঃ একবারও বলে যাবি না,বউমা সারাদিন কিচ্ছু খায়নি তোর আসাই আর তুই বন্ধুর বাসায় ঘুরতে যাস,এখন বউমার কাছে যা,,,
আমিঃহুম যাচ্ছি,, এই বলে তারাতাড়ি করে রুমে সামনে চলে গেলাম,দরজা ঠোকা দিতেই খোলে ফেলল মনে হয় অপেক্ষা করছিল,
দরজা খোলে আমারা উপর তুফান চলা শুরু করলো,সারা শরীর হিহিহি (বার বার বলতে আমার লজ্জা করে তবুও বলি) পাপ্পি দিতে শুরু করল কোনো কথা বলতে পারলাম না একদিন দিয়ে কান্না করছে আরেকদিক দিয়ে পাপ্পি দিচ্ছে (আমার মনটা,খারাপ হয়ে গেলো মেয়েটা আমার জন্য সারাদিন না খেয়ে মুখটা পুরো শুটকি মাছের মতো করে ফেলসে হয়তো ওর সাথে বেশি করে ফেলছি আসলে সব দোষ আমার ওর কাছে মাফ চাইতে হবে এবং তাকে খাওয়াতে হবে, এখনো পাপ্পি দিচ্ছে থামছে না)
আমিঃ নিপা আমি সত্যি দুঃখী আমি তোমাকে বেশি কষ্ট দিয়ে ফেলসি মাফ করে দাও আর খেতে আস(মুখটা মেঘের মতো অন্ধকার করে)
নিপাঃ কি বলছ তুমি কোন সময় দুঃখ দিসো সব দোষ আমার সত্যি, কারণ তোমার স্ত্রী উপর সব অধিকার আছে এবং এটা আমার দেওয়া কর্তব্য, সত্যি বলছি সকালে আমি একটু মজা করতে চাইছিলাম বিশ্বাস কর আমি এমন করতে চাইনি,এত বড় ঘঠনা হয়ে যাবে আমি ভাবতে পারিনি, আমাকে মাফ করে দাও এরপর থেকে তুমি যত বার বলবে তারছে দ্বিগুণ দেব প্লিজ মাফ করে দাও(কেঁদে কেঁদে, আসলে সত্যি কারের স্ত্রী বা স্বামী এত মধুর হয় না,,ভালোবাসার মধ্যে একজন যদি রাখ দেখায় আরেক জন মাঠি মতো হয়ে থাকা উচিৎ কারণ হয়তো তার রাগটা আবার পানির মতল হতে পারে যার ফলে সংসার জীবনে কোনো বাঁধা থাকে না,সরি এক্সট্রা লাইন লেখার জন্য)
আমিঃ আরে হয়েছেতো তারাতাড়ি এসো দুইজন একসাথে খাব আমার খুব খিদে লাগছে(এই রে মুখ দিয়ে বেরিয়ে পরল কথাটা কি হবে আল্লাহ যানে)
নিপাঃকিহহহহ,তুমি খাওনি সারাদিন না খেয়ে থাকছো তোমাকে নিয়ে যে কয় যায় ফ্রেস হয়ে আসো আমরা একসাথে খাব তুমি রুমেই বসে থাক
(এটাই আমার কাছে ভালোবাসা)
আমিঃ হুম তুমিও তারাতাড়ি আসো আমার সত্যি খিদে লাগছে জলদি(বাস্তবে তিন চার দিন না খেলেও খাওয়ার কথা মনে থাকেনা,, হিহিহিহি )
নিপাঃহুম তুমি ফ্রেশ হয়ে আস,এই বলে ও খাবার আনতে গেলো আর আমি ফ্রেশ হতে গেলাম,কিচ্ছুখন পর,,,
এই হয়েছে,, নিপা বলল
আমিঃ এইতো হয়েছে, আস দুজন একসাথে একপ্লিটে দুই হাতে খাব ঠিক আছে(আলগা পিরিত)
নিপাঃ হয়সে,, এখন কাছে এসে বস, সারাদিন কিছু খাওনি মুখটা কি শুঁকিয়ে গেছে আস কাছে আস হাত দিয়ে খাইয়ে দেয়(আহারে কি ভালোবাসা গু)
আমিঃ হুম আমিই খাইনায় তাইনা,নিজে সারাদিন খাইসে,নিজে কিচ্ছু খায়নায় তুমি আমাকে খাইয়ে দাও আর আমি তোমাকে খায়ে দেয়( আলগা পিরিতের খাওয়ার আওয়াজ হা করো)
এই বলে দুজন দুজনকে খাইয়ে দিলাম তারপর হাত ধোয়ে ও প্লেট ইত্যাদি রাখতে গেছে আর আমি দরজার পাশে দাড়িয়ে রয়েছি যাতে পিছন থেকে জরিয়ে ধরতে পারি,,কিছুখন পর ও এসে আমাকে খুজতেছে আমাকে পাইতেছেনা,হঠাৎ করে ওর পিছন থেকে ধরতে গিয়ে বাঁধল এক অঘটন, যখন পিছন দিয়ে ধরতে যাব ও আমার দিকে থাকতে গেছিলো এর মধ্যে সংঘর্ষ হয়ে দুজন পরে গেলাম নিচে(নিচে পরাতে কোনো আঘাত পাইনি কারণ নিচে কার্পেট বিছানো ছিল যার কারণে ব্যাতা পাইনি ঠিকই কিন্তু রোমাঞ্চকর মোমেন্টে তৈরি হলো)ও আমার উপরে পরে ছিল আর আমিওর নিচে ছিলাম তার ঠোঁট দুটো আমার ঠোঁট সাথে যুক্ত হয়ে বিদ্যুৎ উৎপত্তি হচ্ছে, আমার শরীর শিহরিত হলো আর আমার হাত গেল তার কমড়ে(ইসস কত্ত বার বলি ছোটরা দূরে থাক হিহি,আমি নিজেিতো ছোট)
তার কমড়ে হাত রাখার ফলে সেও শিহরিত হলো,এরকম করে কিছুখন যাওয়ার পর দুজনে খোস ফিরে এল, দুজনেই তরিগরি করে উঠে গেলাম পরে থাকলেও সমস্যা হতো না কারণ আমাদের কাছে লাইসেন্স আছে আমরা স্বামী-স্ত্রী,, তা ও উঠে গেলাম তারপর বিছানায় দুজনে শুইতে গেলাম,আজ বালিশ ফেলেদিয়েছি, শুধু একটা বালিশ রাখছি ওরঠা রাখসি আমারটা ফেলেদিয়েছি কারণ আজ ওর বুকে আমি শুইব( পাঠক/পাঠিকারা সরি,, আসলে সবার থেকে অন্য রকম করতে গিয়ে এরকম লাইন করে ফেললাম,কারণ সবাইতো তার স্বামীর বুকেই শুইতে চাই আমাদের মতো ব্যাচেলার ছেলেরার কোনো সংবিধান নেয়, তাই আমি ঠিকরে এই সংবিধান দিলাম শুধু একদিনের জন্য,, হিহি)
আমিঃআচ্ছা নিপা,সুমিকে কোন সময় ব্যবস্তা করে আনবে এই বাড়িতে
নিপাঃ কাল সকালে আম্মুকে এ বিষয়ে বলব (মাথায় হাত বুলিয়ে বুলিয়ে)
আমিঃ হুম, আচ্ছা আমি কি বেশি ভুল করে ফেলসি তাই না(জরিয়ে ধরে)
নিপাঃ কেন, তোমার আবার ভুল কোথায়, হয়তো পরিস্থিতি এরকম হয়েছে, যা হয়ছে বাদ দাও আর কাল সকালে যা হবে দেখা যাবে,আমার জামাইটার ভুল করেনি কারণ একজনকে ভালোবেসে বিয়ে করছে, আর আরেক জনকে পারিবারিক ভাবে, পারলে ও তুমি আমাকে বিদায় করে দিতে পারতে, কিন্তু তুমি করোনি,তুমি দুজনকেই আগলে রাখতে চেয়েছো,, তাহলে তোমার ভুল কোথায়,আচ্ছা এখন ঘুমাও কাল সকালে আম্মুকে বলতে হবে তো,,(মাথা এখনো বুলিয়ে দিচ্ছে)
আমিঃ হুম, আচ্ছা কিচ্ছুখন দুষ্টুৃমি করে ঘুমিয়ে যাব ওকে
নিপাঃ মহারাজে ইচ্ছে চলেন৷ তারপর আবার শুরু হলো,,ডট,,, ডট,,ডট
---সকাল বেলা---
এই ওঠ এইজে দিলাম(পাপ্পি)
এখন ওঠ,,,দিবার সাথে সাথে উঠে গেলাম,,,
আমিঃহিহিহি(আমার কেন জানে লজ্জা লজ্জা লাগতেসে)
নিপাঃ কি হলো আচ্ছা ফ্রেশ হয়ে আস আম্মুকে যে বলতে হবে,,
আমিঃ হুম আমার না ভয় করছে যদি আম্মু না মেনে নেয়,
নিপাঃ আমি আছি না,আচ্ছা ফ্রেশ হয়ে আসতো,,এই বলে ও রান্না ঘরে চলে গেল,আর আমি ফ্রেশ হয়তে,, কিছুখন পর ফ্রেশ হয়ে ও আসলো আম্মু কাছে দুজন আম্মু কাছে গিয়ে,, আম্মু আপনাকে একটা কথা বলার আছে, নিপা
আম্মুঃ কি কথা মা,
নিপাঃ মা আমি আপনার মেয়ের মতো,আমি একটা কথা বলব রাখবেন,,
আম্মুঃ কি কথা,,,
নিপাঃ কথাটা হলো,,,,,,
চলবে,
No comments
info.kroyhouse24@gmail.com