Breaking News

অতৃপ্তি | নীভু



মন চাচ্ছে আজ হারিয়ে যাবো
তোমার হাতটি দরে…
দূর অজানা ভোরে
হাওয়া হাওয়া ডানাই করে,,
খুব মিষ্টি করে কাজল করে
       সাজবে তুমি হলুদ শাড়ি পরে
হারিয়ে যাবো মিতালী ভীরে
ঘর বাঁধবো অজানা শহরে,,
ঘুরবো দুজন রিকশায় করে
     রাখবে মাথা আমার ঘাড়ে
মিষ্টি করে বলবে তুমি
I Love you,❤ আমার জান,,
জাগাবে ভোরে খুব মিষ্টি করে
    থাকবে তুমি সারাক্ষণ বুকে
সোহাগ করে নিবো ঘ্রান
চুলের গন্ধে জুড়াবো প্রাণ,,
এটাই কবি ছোট্ট আশা
    শেষ নিশ্বাসে বেঁচে থাকা
স্বপ্নের ঘরে ছোট্ট বাসা
হারাও না মোর ভালোবাস।
.

কবিতা – কে তুমি

কে তুমি চন্দ্র মুখী
সাজেছো তুমি নীল গগনে
দেখেছি আমি প্রথম সকালে
আজব মায়া হাঁসির টানে,,
যৌবন জ্বালায় কেমনে বাঁচি
তোমায় না পাই সন্ধ্যা শাসি
ফুঠবে কবে রোজ সকালে
স্বপ্ন আঁকা মনের বাগানে,,
আশায় আশায় কেমনে থাকি
তোমায় না পাই অন্ধ ভাসি
আসবে কখন আমার বুকে
রিড পিন্ড চিরে দিবো তুকে,,
প্রেমের মায়া কর না হেলা
তোমায় না পাই অন্ধ বেলা
আসবে কখন আলো হয়ে
প্রেম প্রেম খেলবো নিরজন রয়ে।

No comments

info.kroyhouse24@gmail.com