স্বপ্নের কেম্পাস | লিখা: নীভু
এঁকেছি মনের কেম্পাসে
সকাল দুপুর গোধুলি ভাঁজে
নয়ন দেখে কবিতা সাজে
এঁকে যায় কবি, রংতুলি মাঝে,,
এই নীল পরী, কি বলছি…
… একটু শোনবে..
তোমায় দেখে…
… বয়ে যায় প্রেম আবৃত্তি,,
তুমি কি সেটা বুঝ?
হাজারে ভিরে তুমি অন্যনা
তোমায় দেখে হুঁচোট খেয়ে যায়…
…. কতশত কিটকিটি,,
নয়না দেখে
কবিতা বুকের ভাঁজে
ডায়রী প্রতিটি পাতায়..
…. তোমায় লিখে রাখে,,
তুমি ছাড়া আজ
মনের কেম্পাস ধূ-ধূ বালিচর
কখন পরবে তোমার
আলতা পায়ে ছাপ কেম্পাসে,,
তুমি কি বুঝ?
তুমি কি জানো?
তোমার পিছু পিছু ঘুরে…
…. আজ কবি দিশাহারা।
.
দেয়ালের ও পারে
.
হাঁটছি এক অচেনা শহরে
এক মায়াবতী নজর কারে
এক রাস্তার ধারে,
দুই তল ঘরে
জানালার পাশে,
বসে বসে কি ভাবে
চেয়ে আছে নীল আকাশে,,
বুঝতে পারি, তার শিকল বেরি
চার দেয়ালে, এক বন্ধী পরী
কেমনে শিকল ভাঙতে পারি
পরী টারে মুক্ত করি,,
ইশারাতে ডাকছে মোরে
চোখে জলে, টলমল করে
বুঝতে পারি বন্ধী পরী
কেমনে দেয়াল ভাঙতে পারি।
চোখে চোখে রাখল পরী
কি যেন, বলল মোরে
চোখে মুখে, কি কষ্টে ভারি
ইচ্ছে করে,
তারে স্বাধীন করি।
No comments
info.kroyhouse24@gmail.com