Breaking News

নিঝুম তাঁরা | লিখাঃ নীভু

আজ বড্ড একা আমি
নেই কোনো আশেপাশে
প্রেম বলে মায়ার জালে
বাঁধলো না কেউ
আপন ভুবনে,,

কালো আঁধারী নিঝুম রাতে
ফুল ফুঠে না বসুন্ধরাতে
একলা পথে দিন গুনছি
শুকতাঁরা মাঝে দুঃখ পুষে,,
মিলবে কখন আলোর মেলাতে
শুণ্য মনে দিশাহারাতে
ফাগুন কলি জড়ার পথে
মন থাকে না মন পাড়াতে,,
নিরব মনে প্রশ্ন পাতাতে
খুঁজে মরে উত্তর পাড়াতে
কাল চলছে
ঋতু ধারাতে….
উঠে না রবি
কবি পাড়াতে
দিন হেঁটে যায় নীল গগনে।
.

মাতাল ঢেউ

.

দেখেছি তোমায় নীল নয়না
থমকে দাঁড়ায় মন বেগানা
পদ্ম জলে তোমার জপনা
স্নান করে যায় কত স্বপনা,,

হেঁটেছি কত তোমারি পথে
একটু দাঁড়াও দেখি নয়না
আঁচল মায়া বেঁধে রাখ না
স্বপ্নের ঘুরে আর থেকো না,,
মিষ্টি দুষ্ট হাঁসির মোহনা
বেসে যেতে চাই এ ভুবনা
রেশমি চুড়ি শব্দ শোনাও না
দূরে রেখে আর জানে মেরো না,,
তোমার পরশে জুড়িয়ে হৃদয়
উতলা ঢেউ ভেঙে দাও না
নীল নয়না আর দূরে থেকো না
কবির হৃদয়ে মিশে যাও না।

No comments

info.kroyhouse24@gmail.com