দ্যা হাসবেন্ড || পর্ব-১০
আকাশ আর এক মূহূর্ত ও ওখানে দাঁড়ালো না
রাত ওর পিছনে পিছনে যেতে গেলে নেহাল ওর হাত টেনে ধরে
নেহাল:এসবের মানে কি মিস রাত।কোথায় যাচ্ছেন আপনি ।চুপচাপ দাঁড়িয়ে থাকুন এখানে।নইলে কিন্তু খুব খারাপ হয় এ যাবে
রাত নেহালের কোনো কথা না শুনে ওর হাত ছাড়িয়ে দৌড় এ চলে গেল
রাত:আকাশশ আকাশ ,,,,,,,
তার আগেই আকাশ চলে গেছে ওখান থেকে
রাত:না আমাকে এক্খুনি বাড়ি যেতে হবে
রাত একটা ট্যাক্সি নিয়ে চলে গেল
ঐদিকে
নেহাল:এতো বড় সাহস আমাকে ইগনোর করলো।এর শাস্তি তোমাকে পেতেই হবে মিস রাত।পেতেই হবে
বাড়ি তে যাওয়ার পর
রাতের মা:কি হলো আজ এতো লেট করলি যে
রাত:একটা মিটিং ছিলো মা।তুমি খেয়ে নিও।আমার খুব ঘুম পাচ্ছে
রাতের মা:শরীর খারাপ করলো নাকি
রাত:না মা একটু ক্লান্ত আর কি
রাতের মা:আচ্ছা
রাত রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলো।তারপর ওয়াশরুমে গিয়ে নিজের ঠোঁট টাকে ঘষতে ঘষতে লাল বানিয়ে ফেলছে
রাত:আমার সব নষ্ট করে দিলো ঐ ডেভিলটা ।আজকের দিনটা আমার কাল হয় এ গেলো।আকাশ কে আমি কি জবাব দেব।ও যে আমাকে ভুল বুঝলো। I hate u I hate u I hate u নেহাল চৌধুরি
ঐদিকে
রিমিক:তোর সত্য ইই ঐ মেয়ে টার সাথে দেখা হয় এছে
নেহাল:হ্যাঁ আপু
রিমিক:তুই এখন কি করতে চাস
নেহাল:তুই জানিস যে তুই ছাড়া আমি এই মেয়ে জাতটাকে শুধু ঘৃণা করি।আর ঐ মেয়েটা র সাথে দেখা হয় এছে তাতে কি ও শুধু আমার একজন মাইনে দেওয়া এমপ্লয় আর কিছু না
বলেই নেহাল খাবার টেবিল থেকে উঠে চলে গেল।
রিমিক নেহালের একমাত্র বড় বোন।নেহাল এর বাবা আর রিমিক এই নিয়ে ই নেহালের পরিবার।রিমিক একজন বিধবা।পাঁচ বছর আগে তার সামী রোড এক্সিডেন্ট এ মারা যায় ।রিমিক এর কোনো সন্তান নেই।স্বামীকে অনেক ভালোবাসে এজন্য আজো সে বিয়ে করেনি
রিমিক:আল্লাহ আমার ভাইকে সুপথ দেখাও।আজ প্রায় বিশ বছর পর আমি ছাড়া অন্য কোনো মেয়ের কথা ওর মুখে শুনলাম ।তুমি ওর দুঃখ টাকে মুছে দেওয়ার জন্য কাউকে ওর জীবনে এনে দাও
ঘরের মধ্যে বসে ড্রিঙ্কস করছে নেহাল
নেহাল:কি হলো আজ আমার ।আজ অবধি কোনো মেয়ে কে আমার গায়ে ঘেঁষতে দেইনি।মেয়ে জাতটাকে শুধু ঘৃণা করে এসেছি।কিন্তু মিস রাত ওনার সাথে আমি আজ কি করলাম এটা।না কিছু ভাবতে পারছিনা
ঐদিকে
রাত:আকাশ প্লিজ আমাকে বিশ্বাস করো
আকাশ:বিশ্বাস তোমাকে এখনো করি রাত।কিন্তু যখন অন্য কারোর বুকে তোমাকে দেখলাম নিজেকে আর ধরে রাখতে পারিনি
রাত:আমি বাধ্য হয় এছিলাম আকাশ শুধু মায়ের জন্য
আকাশ:বুজেছি আমি।তোমার যা কিছু হয়ে যাক আমি কখনো তোমাকে ছাড়ব না। cause I love u
রাত: I love ,,,,,
আকাশ:বাকিটা কমুনা তাই তো
রাত হেসে দিল
রাত:হুমমম
আকাশ:আচ্ছা এবার ঘুমিয়ে পরো ।আমি তোমার জন্য একটা নতুন চাকরি খুঁজব কাল থেকে
রাত:হ্যাঁ তাই করো।আমি আর কাল থেকে ঐ জানোয়ার লোকটার কাছে যাব না।পরশু গিয়ে রিজাইন দিয়ে আসবো
আকাশ:হমমমম।এখন ঘুমাও। good night
রাত: good night
রাত ফোন কেটে দিল
রাত:যাক শান্তি পেলাম ।কাল থেকে আর ঐ ডেভিলটাকে দেখতে হবে না
ঐদিকে
আকাশ:তোমাকে যদি আজ ঐ লোকটা ধরষন ও করতো তাও আমি তোমাকে ছারতাম না রাত।আমি যে মিথ্যে নয় সত্য ভালোবেসেছি তোমাকে ।I love u রাত
আকাশ ডুব দিলো অতীতে
আজ থেকে তিনবছর আগে এইদিনে ওদের প্রথম দেখা হয় রাতের কলেজে।আকাশ একজন ফটোগ্রাফার।তাই একটা পেপারে কাজের জন্য সেখানে যায় ।সেখানে রাতের সাথে দেখা।তারপর রাতকে ফলো করা।
অবশেষে তাদের দুজনের ভালোবাসা
আকাশ :না রাত কেউ তোমার কিছু করতে পারবেনা।আমি আছি সবসময় তোমার সাথে
চলবে--------
No comments
info.kroyhouse24@gmail.com