Breaking News

গল্পঃ ধর্ষিতা মেয়েকে বিয়ে

মৌ :- আমি তো ভার্জিন না।
রিফাত :- মানে.??
মৌ :- হ্যাঁ,,,আমি ভার্জিন না। আপনে আমার ২৬ নাম্বার পাত্র। এর আগেও ২৫ টা বিয়ে ঠিক হয়েছিলো আমার। কিন্তু শেষে গিয়ে বিয়ে হয় নাই।
.
রিফাত :- এমন কথা বললে হবে নাকি বিয়ে.??
.
মৌ :- হবে না তা জানি। ১৮ টা বিয়ে প্রতিবেশীরা বলে ভাঙ্গছে। আর এরপর থেকে আমিই পাত্র'কে বলি। বিয়ের পরে জানলে তখন সমস্যা গুলো আরো বড় হতে পারে।
.
রিফাত :- কিন্তু তাই বলে.?
.
মৌ :- তাই বলে কি.? জানি,, আপনি মেনে নিবেন না। কিন্তু বলাটা আমার দায়িত্ব, তাই বললাম।
.
রিফাত :- কিন্তু আপনার সাথে এমন'টা কে করছে.??
.
মৌ :- এ্যাঁ মিস্টার,, আপনি এখন প্রশ্ন করবেন। কে ধর্ষণ করলো.? কোথায় করলো.? কি ভাবে করলো.? সেখানে কি ভাবে গেলাম.? গেলাম কেনো.? চিৎকার কেনো করলাম না.? করলে ধিরে কেনো করলাম.? এই ভাবে প্রশ্ন করে আপনি আমাকে আবার ধর্ষিতা বানাবেন।
.
রিফাত :- ............................... ( নিশ্চুপ )
.
মৌ :- আর শেষে একটা জবাব দিবেন। এমন মেয়েকে বিয়ে কেউ করি নাকি.? তার চাইতে আমি যেটা বলছি সেটা সত্য।এবার আপনার ইচ্ছে। ভালো থাকবেন,,,,,,,,
-
-
মৌ এর সাথে রিফাতের পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়েছে । রিফাতের মা-বাবাই বিয়ে ঠিক করেছে। মৌ এর কথা শোনার পর ধমকে গেলো রিফাত।

প্রতিটা ছেলে তার জীবনসঙ্গী হিসাবে সতী এবং সুন্দর চরিত্রের একটা মেয়েকে চায়। এটা চাওয়ারও কোনো দোষ নাই।
আর প্রতিটা মেয়ে এটা মেনে নেয় ছেলে মানুষ এমনটা একটু আকটু করেই। তার মানে ছেলেদের ভার্জিন'টা বিষয় না।
¤
দুইদিন পর রিফাত আবার মৌ'কে ফোন করে বললো..............................
রিফাত :- হ্যাঁ,,আমি আপনাকেই বিয়ে করছি এবং বিয়ে করতে রাজি। কারণ, আমি তো ভার্জিন না।
.
মৌ :- ছেলেদের আবার ভার্জিন দেখে নাকি.?
.
রিফাত :- দেখে না,, কিন্তু যদি দেখতো তাহলে হয়তো শত শত মেয়ে ধর্ষিতা হতো না।
.
রিফাত মৌকে বিয়ের জন্য রাজি হইছে, অন্য কোনো কারণে। রিফাত যখন কোনো বিনোদন পার্কে, গার্ডেনে বা রেস্তোরাঁয় যাইতো। তখন রিফাত দেখতো শত শত মেয়ে সেচ্ছায় ধর্ষিতা হচ্ছে। সেই মেয়েগুলো নিজেকে নিজের ইচ্ছে অন্য ছেলের হাতে বিলিয়ে দিচ্ছে বা নিজের শরীর অন্য কোনো ছেলের হাতে তুলে দিচ্ছে ।

সেই ধর্ষিতা মেয়েগুলোও তো কারোর না কারোর বউ হবে।
কেউ না কেউ তো সেই ধর্ষিতা মেয়েগুলোকে বিয়ে করবে। কিন্তু সেই ধর্ষিতা মেয়েগুলো সারাজীবন স্বামীর সাথে মিথ্যে অভিনয় করে যাবে।

আর মৌ,,, সে তো কোনো অভিনয় করবে না। মৌ তো বিয়ের পর স্বামীকে মন থেকেই ভালোবাসবে।
¤
¤
অতঃপর রিফাত আর মৌ এর বিয়েটা হয়ে গেলো। মৌ আর রিফাত দুজনে খুব সুখেই হাসি মুখে সংসার করছে।
মৌ আর রিফাতের সংসার কোনো অজুহাত বা অভিনয় নেই।
আছে শুধু,, মৌ আর রিফাতের সংসার'টা ভালোবাসা দিয়ে পরিপূর্ণ।

আজ মৌ এর সাথে পাচঁ বছরের সংসার রিফাতের।
রিফাত কোনোদিন জানতে চাই নায় এই বিষয়।
আর রিফাত জানার প্রয়োজন মনে করে নাই।

No comments

info.kroyhouse24@gmail.com