Breaking News

একটি সত্যিকার ভালোবাসার গল্প

মেয়ে :- বাবু, শুভ জন্মদিন।
ছেলে : Thanks সোনা।
মেয়ে : বাবু, আজ সন্ধ্যায় ৭.৩০ টায় আমি তোমার বাড়িতে আসব।
ছেলে : সত্যি !! Promise?
মেয়ে : I Promise.. I Love You বাবু, যাই কিছু হয়ে যাক আমি আসবই।
ছেলে : I Love You Too. তাহলে আমি তোমার পছন্দের ডিনার তৈরী করছি।
মেয়ে : ঠিক আছে। ৭.৩০.. বাজছে কিন্তু এখনো মেয়েটা এলো না। ১ ঘন্টা পর ৮.৩০ মেয়েটা এলো,
ছেলে : কি ব্যপার এতো দেরি হল যে?
মেয়ে: জড়িয়ে ধরে বললো, Sorry বাবু, রাস্তায় ভীষন ট্রাফিক।
ছেলে : আচ্ছা ঠিক আছে, চলো ডিনার করি।
একটু পর মেয়েটির মায়ের ফোন আসল ছেলেটির কাছে।
মেয়েটির_মা : (কান্নাজড়িত কন্ঠে) আমি তোমাকে কিছু বলতে চাই, আমি এখন হাসপাতালে। আমার মেয়ে আর বেঁচে নেই।
ছেলে : কি !! আপনি কি বলছেন?
মেয়েটির_মা : ১ ঘন্টা আগে তার গাড়ি এক্সিডেন্ট করেছে।
ছেলেটি অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো দেখলো।
অন্ধকারে মেয়েটি মোমবাতি হাতে ছেলেটিকে বলল।
মেয়ে : বাবু, আমি আমার Promise রেখেছি ................
"ভালোবাসার কাছে মরণ -ও কিছুই নয়, যদি কাউকে সেই ভালোবাসাটা অন্তর থেকে ভালোবেসে থাকা যায়"
তাহলে কখনো ভালবাসা মরে যায়না.....

No comments

info.kroyhouse24@gmail.com