রসালো | নীভু
চাই মন হারাতে
মিষ্টি ঠোঁটের হাঁসিতে
চাই মন দৃষ্টিতে
ছন্দ হারায় বৃষ্টিতে,,
চাই মন ছোঁয়াতে
মিষ্টি দুষ্ট পাগলামিতে
চাই মন বাঁধিতে
মায়া পরার ছড়াতে,,
চাই মন প্রেমেতে
আজীবন ডুবি মরিতে
চাই মন আঁকিতে
গল্প পাড়ায় রাখিতে,,
চাই মন রাখিতে
পিঞ্জরা ভরা পাখিতে
চাই মন মরিতে
তোর কোমল খোলেতে,,
চাই মন উড়িতে
ভালোবাসার ডানাতে
চাই মন সাড়াতে
দুঃখ কষ্ট মন ভুলিতে।
মিষ্টি দুষ্ট পাগলামিতে
চাই মন বাঁধিতে
মায়া পরার ছড়াতে,,
চাই মন প্রেমেতে
আজীবন ডুবি মরিতে
চাই মন আঁকিতে
গল্প পাড়ায় রাখিতে,,
চাই মন রাখিতে
পিঞ্জরা ভরা পাখিতে
চাই মন মরিতে
তোর কোমল খোলেতে,,
চাই মন উড়িতে
ভালোবাসার ডানাতে
চাই মন সাড়াতে
দুঃখ কষ্ট মন ভুলিতে।
No comments
info.kroyhouse24@gmail.com