সমান অধিকার
মেয়েরা স্বাধীনতা চায়। সমান অধিকার চায় ।এই সমান অধিকার টা পোশাকে না রে ভাই ।একটা মেয়ে হিসেবে আমার স্বাধীনতা হলো পরিবারে আমার ঠিক তেমন মর্যাদা থাকুক যতটা একটা ছেলের আছে।আমার সিদ্ধান্ত টাকে গুরুত দিয়ে দেখুক যতটা ছেলেকে দেয়।পরিবারের পছন্দেই বিয়ে করতে চাই ,পরিবারের চাপে না।পরিবারে একটা ছেলেকে নিজের পায়ে দাঁড়া করানোর জন্য যেমন উঠে পড়ে লাগে তেমনি আমি ও তা চাই আমার জন্য ও তা করা হক।একটা মেয়ের বিজ্ঞান নিয়ে চিন্তা করাকে
অবিশ্বাস এর চোখে দেখা থেকে আমি স্বাধীনতা চাই।আমার অস্তিত্ব শুধু মেকআপ এ না বরং বুদ্ধিতে ও এই স্বাধীনতা চাই।যেই কিছুই হক মেয়েদের মুখ বুজে সহ্য করতে হবে এর থেকে স্বাধীনতা চাই।একটি পরিবারে যখন ছেলে ও মেয়ে পার্কে বয়ফ্রেন্ড্ বা গার্লেফ্রন্ড এর সাথে আকামকুকাম করে তখন দোষ টা মেয়ে ঘাড়ে পড়ে ।পরিবার মেয়েকে যাতা বলে অথচ ভাইটা ও একই কাজ করছে ।আমি বলছি না এগুলো ভালো ।মেয়ে কে শাস্তি দিয়েছে ঠিক ভাই এর টা কি হবে।এই দেশে সবাই বলে 90% মেয়ে ভার্জিন না।অথচ 90% ছেলে ও তো ভার্জিন না ।এইটা কেন দেখে না ।মাকে ই সব কষ্ট সহ্য করতে হয় অথচ সন্তান কিন্তু দুই জনের ।এখন অনেকেই বলবে বাবা ও তো টাকা রোজগার করে ।তাহলে আমি বলব মা ও তো রোজগার করতে পারে তাহলে তো বাবার দরকার ই ছিল না ।শুধু বাবার স্পাম এর দরকার ছিল।একটা চাকরি পেতে কি কষ্ট ই করতে হয় ।নিজের যোগ্যতায় তায় যদি চাকরি পায় তাহলে বলে খুশি করাইয়া চাকরি নিসে ।আরে ভাই আপনা
র যদি শিক্ষা যোগ্যতা মেয়ে র থেকে বেশি থাকত তাহলে আপনি ই চাকরি টা পেতেন ।এখন বলবেন অনেক প্রতিষ্ঠানে তো এমন হচ্ছে ।তাহলে শুনুন এমন যদি হতো,তাহলে এইসব কোম্পানি লাটে উঠত ।আমি জানি কিছু কোম্পানি এমন করে ।তো কাজ টাতো একটা ছেলে ই করতাছে ।দোষী তো দুইজন শাস্তি কেন একজনের ।কোন সেক্স ভিডিও ভাইরাল হলে মেয়ের জাতগুষ্ঠি উদ্ধার করতে আসেন অথচ ছেলের কোন খবরই নাই ।এখানে ও দোষী দুইজন ।অনেকে মেয়েদের চলার বসা ওঠার নিয়ম বলে ছেলেদের বলে না কেন ।ঘুম থেকে উঠে মেয়ে ঘর না গুছালে মেয়ে টা অগুছালো ।আর ছেলে না গুছালে এ তো ছেলে ।আমরা এই সমান অধিকার চাই ।কিন্তু পুরুষ জাতির বুদ্ধি আছে বটে নিজেদের গা ঢাকা দিতে মেয়েদের পোশাকের আশ্রয় নেয় ।
No comments
info.kroyhouse24@gmail.com