Breaking News

আশার বাতি | লেখাঃ নীভু

কবিতা – আশার বাতি

.

স্বপ্ন চোরার দিনের বেলায়
বসে রইলাম গাছের তলায়
আসবে কখন পালকি চড়ে
নিয়ে যাবে তোরে সজ্জিত ঘরে,,

বসে বসে মোর দিন চলে যায়
একলা ক্ষণে সন্ধ্যা সাজায়
তোর আশায় মধুর পানে
প্রজাপতি দল ঘুরে বনে বনে,,
স্বপ্নের আকাশে উড়চ্ছে ঘুড়ি
হাওয়া হাওয়া দূরচ্ছে কুড়ি
চাঁদের দেশের নীরাজন বুড়ি
দেখবো দুজন মিলে জুড়ি
খেলবো দুজন লোকোচোরি,,
প্রেমের মিলনে খুঁজবো দুজন
হাতে হাত রাখবো দুজন
তাঁরার মেলায় স্বপ্ন রোপণ
প্রেমের ছন্দে করবো ভোজন।
.

কবিতা – অদৃশ্য

.

ও…. সাথী তুমি বীনা
কাটে না যে সময়
একলা মরন আমার
একলা দহণ,,

ও…. সাথী তুমি বীনা
কাটে না যে যৌবন
একলা হাঁটিয়া কান্ত মন
খুঁজে বেড়ায় সারাক্ষণ,,
ও…. সাথী তুমি বীনা
মাটির বুকে স্বপ্ন বপন
পল্লবী আশায় যৌবন দহণ
তোমার ডাকে সাড়া অগ্রন,,
ও…. সাথী তুমি বীনা
ফাটল এ মন, কাঁদে সারাক্ষণ
বসে আছি একা
অস্তিত্ব খুঁজে তোমারি মন।

No comments

info.kroyhouse24@gmail.com