Breaking News

যৌবন গাড়ী | লিখা: নীভু

হাঁটছি আমি রেল লাইন দরে
দেখেছি তোমায় প্রথম ভোরে
মিলে না আমার পথের ছুটি
তুমি ছুটেছো বিজলি গতি,,
পাবো তোমায় কোন সকালে
হেঁটে চলি রেল লাইন দরে
কত খাবো হুঁচোট ঘোরে
মিলবে কখন স্টেশন ভোরে,,
হাঁটছি আমি রক্তাক্ত পায়ে
তোমার পাওয়া আশায় দরে
বুনছি কত গল্প মালা
না পাই তোমায় দুয়াশে বেলা,,
জীবন নামের রেলগাড়ী চড়ে
তোমার খুঁজে কান্তি ভোরে
পাবো তোমায় কোন স্টেশনে
তাই ভেবে যায় সন্ধ্যা বেলা,,
তোমায় খুঁজি অলি গলি দরে
গাড়ী না জানি ব্রেকপেল করে
সাথী না পাই কেমনে ফিরি
তাই ভেবে আজ সন্ধ্যা ঢলে।
.

পাগলা প্রেমি

.
আমি তোমার চুড়ির পাগল
আমায় রাখিস তোর
                চোঁখের কাজলে
আমি তোমার প্রেমে পাগল
তুমি আমার কলিজা বাঁধন,,
তোর হাঁসি দেখে মরি
তোরে না পাই যাবো মরি
তুই আমার সোনাইমুড়ী
রেখেছি তোকে হৃদয় ভরি,,
আসবি কখন আলো করি
তোরে না পাই অন্ধ মরি
তুই চলে যাস যতইদূরে
নাঠায় কিন্তু আমার হাতে,,
তাঁরার আলো ফুঠায় বুকে
তোরে মায়ার আসা যাওতে
আসবি কখন আমার বুকে
শুণ্য বুক আজ, হাহাকার জ্বলে,,
লিখে দিলাম আজ চাঁদের বুকে
দেখে নিস একটু সময় হলে
ভালোবাসি আজ, নিঃস্বার্থ ভোরে
পাগল আমি তুইরি প্রেম।

No comments

info.kroyhouse24@gmail.com