Breaking News

বাঁশিওয়ালা | নীভু

কে বুঝিবে মনের ব্যাথা
কে খুঁজবে মনের সখা
কে বুঝিবে হৃদয়ে সাঁঝা
কে শুনবে আবেগ মজা,,

হৃদ মন্দিরে বাজায় বাঁশি
আপন করে তোরে ডাকি
কেউ শুনে না আপন টানে
ভালোবেসে বাঁশির বানে,,
শুণ্য মনে ঘুরছে জনে
কোন আপন ঠিকানা হণে
ঘুমন্ত মন জাগে না শনে
খুঁজি তোমায় নিমিত মনে,,
ঘুরছে হৃদয় সাগর পাড়ে
হাওয়া হাওয়া একলা টানে
ঘুমন্ত ঘুঙুর সূর্য স্নানে
উঠে জীবন দিনের পানে,,
বাজায় শুধু একলা মনে
বিষের বাঁশি কেউ বা শুনে
আবেগ মনে বড় জ্বালা
কাঁটার পুড়ে অন্ধ বেলা।

No comments

info.kroyhouse24@gmail.com