অহংকার প্রতীক | লিখা: নীভু
নারী তুমি আমাদের অহংকার
তুমি শিখিয়েছো পথ চলা
তুমি শিখিয়েছো কথা বলা
তুমি শিখিয়েছো মুখে আহার দেয়া
তোমারি অবদান ভুলি বার নয়,,
নারী তুমি আমাদের গর্ব
তুমি গর্ভধারনী
তুমি মানবতার প্রতীক
তুমি ভালোবাসা প্রতীক
জীবন ধারায় অনেক
নিয়ম নীতি পালন কারি,,
নারী তুমি এ জগতময়
শীতল রোশনিময়
প্রভুর সৃষ্টি এক রূপ লিলা,,
নারী দিবসের শুভেচ্ছা
নারীজাতি সব ভালো থাকুক
সুস্থ থাকুক এ কামনায়।
.
বাসন্তী দোলা
.
বসন্ত বাতাসে ছুঁয়ে দেবো তোমায়
কারণে অকারণে আমায় দূরে কেন রাখ,,
কাজল বরণ চুলে খোপা করে রাখ
নাকের নথে ভরে আমায় তুমি রাখ,,
রেশমি চুড়ি হাতে আমায় তুমি ডাক
হাওয়া উড়ে যাবো তোমার রঙ্গিন মাখা ঠোঁটে,,
চাইবো না আমি কোনো অন্য কিছু আর
ভালোবেসে তুমি আমায় যত্ন করে রাখ,,
রেশমি কোমল মাখা কোল খানি দিও
আদর ভালোবাসায় স্মৃতি বুনে রাখ,,
আমি বাঁচিতে চাই তোমার আলিঙ্গনে
কোলে মাথা রেখে হাজার বছর বাঁচিবো।
No comments
info.kroyhouse24@gmail.com