নেশাত্ব || লেখাঃ নীভু
কবিতা- নেশাত্ব
খুঁজি গো তোমায় দীলের নেশায়
বাঁধবো তোমায় দীলের বাসায়
আছো গো দূরে কোন অজানা,,
রেখেছি তোমায় দীলের অঙ্গিনায়
মিশে আছো সাত রঙ্গের মোহনায়
মিলিতে চাই শুধু মধু পূর্নিমায়,,
ছাঁয়ায় হয়ে আছো কোন অজানায়
দৃশ্য পটে খুঁজি গো তোমায়
মায়াবী খুঁজে ভালোবাসা আশায়,,
আশায় নিয়ে বাঁচি তোমার বাসায়
নীর ঘুম রাত্রি সাজে গো নেশায়
ধিরে ধিরে মোর যৌবন ধসে যায়।
মিশে আছো সাত রঙ্গের মোহনায়
মিলিতে চাই শুধু মধু পূর্নিমায়,,
ছাঁয়ায় হয়ে আছো কোন অজানায়
দৃশ্য পটে খুঁজি গো তোমায়
মায়াবী খুঁজে ভালোবাসা আশায়,,
আশায় নিয়ে বাঁচি তোমার বাসায়
নীর ঘুম রাত্রি সাজে গো নেশায়
ধিরে ধিরে মোর যৌবন ধসে যায়।
কবিতা – সোনাই
মিষ্টি মেয়ে আলপ চেয়ে
করেছে মোরে দিওয়ানা
পারি না ছারিতে
পারি না বাঁধিতে
পরণ যাই জ্বলিয়া,,
সোনার বরণ হরিণি চোঁখ
দীলে লাগে জখম দুখ
কি মিষ্টি হাঁসি গো তোমার
দিনের আলো রাত্রি বেলায়,,
এসো গো আমার
মনের আঙ্গিনায়
রাখবো তোমায়
ফুলের বিছানায়
আদর করে ডাকবো তোমায়
সোনাইমুড়ী পাখিটি আমার।
দীলে লাগে জখম দুখ
কি মিষ্টি হাঁসি গো তোমার
দিনের আলো রাত্রি বেলায়,,
এসো গো আমার
মনের আঙ্গিনায়
রাখবো তোমায়
ফুলের বিছানায়
আদর করে ডাকবো তোমায়
সোনাইমুড়ী পাখিটি আমার।
No comments
info.kroyhouse24@gmail.com