Breaking News

উক্তি

যার বিবেক বেঁচে থাকে, তার সুখ মরে যায়।
সুখী হবার সহজ উপায় বিবেকহীন হওয়া,
বিবেক বিবশ হলেই বাঁচি।
বুদ্ধদেব গুহ
কেন ভালোবাসি, কেন কষ্ট পাই তুমিও যেমন জানো আমিও তো তাই!
তবু ভালোবাসি, তবু ভেজে চোখ এভাবেই বেঁচে থাকা, এভাবেই শোক!

-মহাদেব সাহা

শেষরাতের শুরু হওয়া বিষন্ন বৃষ্টি শরীর ভেজায়।
স্নিগ্ধ বাতাসে অশান্ত মন স্বপ্ন খোঁজে চোখের কোণে।
অসমাপ্ত পথ, অদেখা আগামী, ক্লান্ত দেহ হারায় দূরের অস্পষ্টতায়।
অন্ধকারে জাপটে ধরা নীল বিষের ধোয়া সঙ্গী হয় কঠিন বাস্তবতায়।
ঝাপসা অবয়ব বিলীন হয় অসময়ের ভুলে।।
তীব্রতর নেশা বাড়ায় অস্থিরতা। জীবন থেমে থাকে, থামেনা বেঁচে থাকা..
– গোলাম মোস্তফা
দিগন্তের সব নিরবতা তীব্র হয়েছিল, কালো আঁধারে পথ হারিয়েছিলো ঠিকানা।
জগতের সব ভালমানুষি ভুগিয়েছে বেশ কুয়াশার অন্তরালে তুমি হয়েছিলে বিলীন।
নিকোটিনের সাথে প্রেম ফুসফুস পুড়িয়েছে অনেক।
বেইমানীর জ্বলন্ত লাভা রক্তে মিশে চালিয়েছে তীব্রতর দহনক্রিয়া।।
তবুও লক্ষ্য ছিলো অটুট, থেমে থাকিনি, আটকে থাকিনি বিশ্বাসঘাতকতার ফাঁদে।
ঘুরে দাঁড়িয়েছি আমি, একটাই জীবন আমি নষ্ট প্রণয়ে নষ্ট হতে দেই কিভাবে?
– গোলাম মোস্তফ
“ভেবে দেখো তো”
শীতের এক শেষ বিকেলের প্রহর।
সূর্য ডুবে যাচ্ছে, মেঘ গুলা লাল হয়ে আছে।
অন্ধকার নেমে এলো, কুয়াশা এসে ধাক্কা দিলো গায়ে, ঠান্ডা পরেছে খুব।
আকাশে চাঁদ আর তারা গুলাকে স্পষ্ট দেখা যাচ্ছে।
আর সাথে স্পষ্ট একটা মুখ।
পিচ ঢালা পথের দু পাশে গাছের সারি।
হাটছি দুজন পাশাপাশি হাতে হাত রেখে।।
.
পরে থাকা মরা গাছের ওপর বসে,
একটা চাদরে জড়িয়ে দুজন।
চাঁদের আলোয় তোমাকে দেখবো অপলক।
নিরব প্রকৃতিতে থাকবে আমাদের দুজনের ঘন নিশ্বাসের শব্দ।
সেদিন কান পেতে শুনবো শুকনো পাতায় শিশিরবিন্দু পরার শব্দ।
শত সহস্র বিকেল, সন্ধ্যা আর রাত যেনো এভাবেই পার হয়ে যাবে।।
– হ্যা এটা স্বপ্ন, কিন্তু আমি ঠিকি তা পুরন করবো…
আমি করে দেখাবো তোমার জন্যে আমার জন্যে।।
– গোলাম মোস্তফা
জেগে আছি, তুমি ভুল বুঝো না- এতো নিরবে,
এতো নিশব্দে খুলেছি নিদ্রার রেনু
স্পর্শকাতর বাতাসেরও কাঁপেনি শিথিল কুন্তল।
জেগে আছি- তুমি নিদ্রা ভেবে ভুল কোরো না……।।
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

No comments

info.kroyhouse24@gmail.com