Breaking News

গল্পঃ বুঝবে তুমি | ২য় পর্ব

হঠাৎ চিৎকার করে নীভি হেসে উঠলো হা হা হা
কি বললে ভালোবাসো হা হা হা
হে ভালোবাসি খুব(আকাশ)
ঠাসসস,ভালোবাসা😏কেমন লাগলো আমার ভালোবাসা(নীভি)
এসবের মানে কি নীভি,কেনো আমাকে থাপ্পর মারলে
থাপ্পড় মেরেছি এটার জন্য শুকরিয়া আদায় কর।
তুই ভাবলি কি করে যে তোর মতো ছেলেকে আমি নীভি ভালোবাসবো।
তুই ভার্সিটিতে সব মেয়ের ক্রাশ হতে পারিস কিন্তু আমার না।
তোর মতো ছেলেরা এসব প্রেমের কথা বলে মেয়েদের ফাঁসিয়ে শরীর 
ভোগ করা শেষ হলে ভালোবাসাও ফুরিয়ে যায়।
আমি চায় না,আমি এর শিকার হয়


এদিকে ভার্সিটির কয়েকজন গুন্ডা ছাএ নীভি চিৎকার শুনে আকাশ এর দিকে 
এগিয়ে আসে এবং তাকে অনেক খারাপ গালাগালি দিয়ে মারতে মারতে 
ভার্সিটি(সবার আগে আমার গল্প পড়তে "গল্পগুলো ভালোবাসার" পেজের পাশে থাকুন) 
থেকে বের করে দেয়।নীভিও দাঁড়িয়ে থেকে তা উপভোগ করে।
(নীভির এমন আচরনে আকাশের মাথায় রাগ চড়ে উঠে লজ্জায় মাথা উঠাতে পারছে না
 কিন্তু মনে মনে বলছে-নীভি তোমার এই অপমানের দুগুন যদি 
তোমাকে আমি ফিরিয়ে দিতে না পারি তাহলে আমি আকাশ আহমেদ না।
তোমার অহংকার আমি মাটি মিশিয়ে ফেলবো যে হাত দিয়ে আজ তুমি
 আমার মুখে থাপ্পড় মেরেছো সেই হাত দিয়েই আমার পা যদি না ধরায় আমি আকাশ না).


এসব ঘটনার অনেক দিন কেটে যায় নীভি ভুলে যায় এসব ঘটনা এবং 
তার বিয়েও ঠিক হয়ে যায়, আর আকাশ আজ ও ভুলেনি সেই দিনের কথা 
আকাশ এখন বর্তমানে তার বাবার ব্যবসার কাজে নিয়োজিত।
আজ নীভির বিয়ে,সে এখনোও জানে না কে তার বর তাই এখনোও 
অপেক্ষার প্রহর গুনছে,বিয়েটাও কমপ্লিট হয়ে যায়
নীভি বসে আছে বাসর ঘরে সে আজ অনেক খুশি।
অনেক স্বপ্ন থাকে বাসর ঘর নিয়ে প্রত্যেক টি মেয়ের নীভিরো ঠিক 
তেমনি হাজার স্বপ্ন নিয়ে বসে আছে,
হঠাৎ দরজার শব্দে নীভি নড়ে চড়ে বসে,
কেউ যে ঘরে ঢুকেছে তা টের পেয়ে গোমটাটা আরেকটু নিচে নামিয়ে নেয়।
আজ যার সাথে নীভি বিয়ে হয়েছে সে আর কেউ নয় আকাশ।

 
ঘরে ঢুকেই বিছানার পাশে দুধের গ্লাস টাকে এক আছাড়ে 
ভেঙে টুকরো টুকরো করে ফেলে আকাশ।
নীভি ভয়ে কেঁপে উঠে ,আচমকা আকাশ এসে নীভিকে টেনে বিছানার 
থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
নীভি তখন গুমটা খুলে যেই কিছু বলতে যাবে তখন আকাশ কে দেখে অস্পষ্ট 
ভাবে বলে উঠলো আকাশ
আকাশ:বাহ চিনতে পেরেছিস তাহলে,
নীভি:তুমি এখানে কেনো,আমার হাজব্যান্ড নিলয় কোথায়?
নীলয় কে দেখতে চাস এই দেখ নীলয় আর সম্পুর্ণ নাম আকাশ আহমেদ নিলয়।
তুমিই নিলয়,
তোকে কয়বার বলতে হবে যে তুই কোন লাট সাহেবের মেয়েরে
প্লিজ আকাশ এমন ব্যবহার করো না,সেদিনের জন্য আমি সরি ,
থাসসস,তোর মতো মেয়েকে সরি তে ক্ষমা করলে তোরা আমার মতো 
ছেলেদের রাস্তা ঘাটে অপমান করতে ছাড়বি না।
(আকাশ নীভিকে এতো জোরে থাপ্পড় মেরেছে যে নীভি মেঝেতে 
পড়ে যায়,আকাশ নীভিকে একটানে মেজে থেকে তুলি মুখচেপে ধরে বলে উঠে-
সেদিনের একটা কথা এবং একটা আঘাতও আমি ভুলি নি,
আমাকে যদি তোর পছন্দ নাই হতো তাহলে প্রথমে বললেই তো পারতি।
কেনো এতো নাটক করলি--
 

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com