অভিশপ্ত | লেখাঃ নীভু
কবিতা- অভিশপ্ত
তুই আমার হবে না জানি
কেন আমায় স্বপ্ন দেখালি
পারি এখন থাকতে একা
ভাঙ্গা মনে লাগে না জোড়া,,
মিথ্যা মায়া জড়ালি সখায়
দুঃখ কষ্ট দীলি গো আমায়
সুখি হবিনা জানি এ ধরায়
বলে দিলাম তাই অভিলাশি চকায়,,
তোর মধ্যে নেই গো আমি
চলে গেলাম তাই অন্ন পাড়ায়
জানি এক দিন কাঁদবি সখায়
দেখবে লোকে হাঁসবে ধরায়
তোর মনে কুড়ে কুড়ে হায়,,
অভিশাপ আমি দিলাম গো আমি
জীবনে সুখ তোর কপালে নাই
আশায় আশায় দাগা দীলি গো হায়
তুই ছিলি মোর ছলনা পাড়ায়।
দুঃখ কষ্ট দীলি গো আমায়
সুখি হবিনা জানি এ ধরায়
বলে দিলাম তাই অভিলাশি চকায়,,
তোর মধ্যে নেই গো আমি
চলে গেলাম তাই অন্ন পাড়ায়
জানি এক দিন কাঁদবি সখায়
দেখবে লোকে হাঁসবে ধরায়
তোর মনে কুড়ে কুড়ে হায়,,
অভিশাপ আমি দিলাম গো আমি
জীবনে সুখ তোর কপালে নাই
আশায় আশায় দাগা দীলি গো হায়
তুই ছিলি মোর ছলনা পাড়ায়।
কবিতা – দুঃখ বিলাস
বেঁধে ছিলাম তোরে
খুব আপন করে
রেখে ছিলাম তোরে
সাত সিন্ধুের,,
ভালোবাসলাম তোরে
খুব যত্ন করে
রেখে ছিলাম তোরে
বুঝলি না মোরে,,
স্বপ্ন দেখালি মোরে
চলে যাবি কেন দূরে
সেজে ছিলাম ভোরে
এক বুক স্বপ্ন নিয়ে,,
কি আপরাধ ছিল তোর তরে
কেন এভাবে চলে গেলে
এখনো বুঝে না মন
তোর ভাবে সারাক্ষণ।
খুব যত্ন করে
রেখে ছিলাম তোরে
বুঝলি না মোরে,,
স্বপ্ন দেখালি মোরে
চলে যাবি কেন দূরে
সেজে ছিলাম ভোরে
এক বুক স্বপ্ন নিয়ে,,
কি আপরাধ ছিল তোর তরে
কেন এভাবে চলে গেলে
এখনো বুঝে না মন
তোর ভাবে সারাক্ষণ।
No comments
info.kroyhouse24@gmail.com