ভালোবাসা কারে বলে -আভীদ খান
কারো জন্য বুকের মধ্যে শূণ্যতা
অনুভব করার নামই ভালোবাসা!
কারো সাথে পাশাপাশি চলার তিব্র
ইচ্ছার নামই ভালোবাসা!
কারো সাথে কথা বলতে না পেরে
ছটফট করার নামই ভালোবাসা!
কাউকে নিয়ে অবিরত ভাবতে
ভালো লাগার নামই ভালোবাসা!
কাউকে সুখী দেখে নিজেকে
সুখী ভাবার নামই ভালোবাসা!
কারো চোখের কোনে দু’ফোটা
জল দেখে নিজে কেঁদে ফেলার
নামই প্রকৃত ভালোবাসা!
কারো কাছ থেকে কিছু পাবো না
জেনেও কিছু পাওয়ার আশা করার
নামই ভালোবাসা!
‘শান্তি আর সাম্য’
তানিয়া সুলতানা হ্যাপি
আকাশ পানে রংয়ের খেলায়
স্বপ্ন আঁকি তাক ধিনাক ধিনাক।
মনের মাঝেই আকাশ দেখি
মনের মাঝেই নৃত্য করি।
হেসে খেলে ফানুস উড়াই
জীবনানন্দে বলে বেড়াই
জীবনে চলার আরো ছন্দ চাই
ঝগড়া শেষে আপোষহীন দ্বন্দ্ব চাই।
কোলাহল ছেড়ে নির্জনতা চাই
জীবনে মোহন মহান স্বপ্ন চাই
স্বপ্নের একটা নীড় বানাতে চাই
সেই নীড়েতে প্রশান্তিতে ঘুমোতে চাই।
জীবনে আরো অনেক অনেক স্বপ্ন চাই
বাঁচার জন্য নব নব প্রেরনা চাই।
রাজনীতি আর অর্থনীতির
সমীকরণটাও মেলাতে চাই।
গল্প আর কবিতা লেখার যুতসই শব্দ চাই
শান্তি আর সাম্যের পৃথিবী চাই
মানুষ আর পাখির জন্য কিছু একটা করতে চাই
সে অব্দি বাঁচতে চাই।
সর্বপ্রকার অকল্যাণ আর
অশান্তি থেকে মুক্তি চাই
সর্বত্রই শান্তি আর স্বস্তি চাই
মুক্তির মিছিলে মুক্তির বার্তা দিতে চাই।
No comments
info.kroyhouse24@gmail.com