ছন্ন মন || নীভু
কবিতা – ছন্ন মন
তোমাদের এটা গল্প শোনাবো
সময় আছে কি শোনবে
একটি ছেলে প্রেমে পরেছে
মিষ্টিমুখ মাঁখা গন্ধে,,
মেয়েটি তার আনাগোনা মনে
আসতো সকাল সন্ধ্যে
ছেলেটি তার আঁকিতো মনে
রংতুলির আঁকা অঙ্গে,,
ছেলেটি তার ভালোবাসার রঙ্গে
রাখলো বুকের সঙ্গে
মেয়েটি তার বুঝলো না প্রেম
ছন্দ চোরার পন্দে,,
হঠৎ একদিন চলে গেলো দূরে
না বলে কিছু ডংঙে
ছেলেটি তার কষ্ট মাঁখা দিন
চলছে বুকের পংঙে।
আসতো সকাল সন্ধ্যে
ছেলেটি তার আঁকিতো মনে
রংতুলির আঁকা অঙ্গে,,
ছেলেটি তার ভালোবাসার রঙ্গে
রাখলো বুকের সঙ্গে
মেয়েটি তার বুঝলো না প্রেম
ছন্দ চোরার পন্দে,,
হঠৎ একদিন চলে গেলো দূরে
না বলে কিছু ডংঙে
ছেলেটি তার কষ্ট মাঁখা দিন
চলছে বুকের পংঙে।
কবিতা -পুতুল
তুমি আমার রূপবান
তুমি আমার ফুলজান
তুমি আমার মধু মাখা
স্বপ্ন কুড়ি যাদুর পাঙ্ক,,
তুমি আমার ডিয়ার জান
তুমি আমার প্রেমের ঘ্রাণ
আসিবে কবে জানিনা তবে
তোমায় ভেবে এ নিহত প্রাণ,,
তুমি আমার স্বপ্নের পরী
তুমি আমার পাঁজর তৈরী
আসিবে কবে জানিনা তবে
সেজে রইলো এ মনো প্রাণ,,
তুমি আমার রক্তের গাম
তুমি আমার নিঃশ্বাস প্রাণ
আসিবে কবে জানিনা তবে
জড়ায় রইলে প্রতিটি প্রাণ।
তুমি আমার প্রেমের ঘ্রাণ
আসিবে কবে জানিনা তবে
তোমায় ভেবে এ নিহত প্রাণ,,
তুমি আমার স্বপ্নের পরী
তুমি আমার পাঁজর তৈরী
আসিবে কবে জানিনা তবে
সেজে রইলো এ মনো প্রাণ,,
তুমি আমার রক্তের গাম
তুমি আমার নিঃশ্বাস প্রাণ
আসিবে কবে জানিনা তবে
জড়ায় রইলে প্রতিটি প্রাণ।
স্বপ্ন আঁকা | নীভু
দেখেছি তোর মায়াবী দু নয়ন
প্রেমের স্রোতে বেসে গেছি
জানিনা কখন,,
ছুঁয়েছি তোর সোনালী ঐ মন
ভালোবেসে আপন করলাম
জানিনা কখন,,
দেখেছি তোর মিষ্টি ঠোঁটের হাঁসি
হৃদয় ঘরে স্বপ্ন বুনে জাগি
খুঁজেছি তোর কাজল মাঁখা আঁকি
তোর অজান্তে ভালোবাসা স্বপন মাঁখি,,
দেখেছি তোর আলতা পায়ের হাঁটি
কৃষ্ণচুড়া ফুলের রঙ্গা মাঁখা মাঁখি
তুই যে এক ডানাকাটা পরী
স্বপ্ন দিবালোকে মরি।
No comments
info.kroyhouse24@gmail.com