নীল শাড়ী || তিতিশ্মা মুসাররাত কুহু
বন্ধুদের সাথে বাজি ধরে কলেজের সব চেয়ে নম্র,ভদ্র ছেলেটাকে আমি প্রোপোজ করেছি।তাও আবার যেমন তেমন প্রোপোজ না।কলেজের গেইট দিয়ে ছেলেটা সবে মাত্র ঢুকেছে আর আমি প্রায় দু শত মানুষের সামনে প্রহরের সামনে গিয়ে বসে হাঁটু গেড়ে গোলাপি রঙের গোলাপ টা সামনে এগিয়ে দিয়ে আমার গোলাপ রাঙা ঠোঁটে বলে দিয়েছি,
প্রহর আই লাভ ইউ।
প্রহর আই লাভ ইউ।
শান্ত শিষ্ট ছেলেটা সেদিন বুঝতেই পারেনি আমি যে বাজি ধরে ওকে ভালবাসি বলেছি।
আর বুঝবেই বা কি করে,
এত গুলো স্টুডেন্টের সামনে একটা মেয়ে এভাবে মিথ্যে ভালবাসি বলতে পারে? সেটা কিভাবে সম্ভব?
আর বুঝবেই বা কি করে,
এত গুলো স্টুডেন্টের সামনে একটা মেয়ে এভাবে মিথ্যে ভালবাসি বলতে পারে? সেটা কিভাবে সম্ভব?
কিন্তু আমি যে সত্যি সত্যি বাজি ধরেই ওর সামনে গিয়েছি সেদিন।আমি ওকে ভালবেসে বলিনি ভালবাসি।শুধু মাত্র বাজিতে জিততে ছেলেটাকে আমি আমার প্রেমের জালে ফাসাতে চেয়েছিলাম।
আমি কুহু।
কলেজের টপ সুন্দরী মেয়েদের মধ্যে আমিও একজন।
যেকোন ছেলে আমাকে পছন্দ করে ফেলে এক দেখাতেই।
এক মাত্র প্রহর ছাড়া আজ পর্যন্ত কেউ আমার দিকে না তাকিয়ে ক্লাসে আগায়নি।
কলেজের টপ সুন্দরী মেয়েদের মধ্যে আমিও একজন।
যেকোন ছেলে আমাকে পছন্দ করে ফেলে এক দেখাতেই।
এক মাত্র প্রহর ছাড়া আজ পর্যন্ত কেউ আমার দিকে না তাকিয়ে ক্লাসে আগায়নি।
এই প্রহর টা কেমন মাটি দিয়ে তৈরি কে জানে।
এত্ত সুন্দর একটা মেয়ে এই কলেজে আছে,তবুও কখনো আমার দিকে ফিরে তাকানোরও প্রয়োজন মনে করেনি।
এত্ত সুন্দর একটা মেয়ে এই কলেজে আছে,তবুও কখনো আমার দিকে ফিরে তাকানোরও প্রয়োজন মনে করেনি।
ফ্রেন্ডরা সবাই মিলে একদিন আড্ডা দিচ্ছিলাম।
হঠাৎ করেই অর্পা বলে উঠলো,
-কুহুরে এ তুই কি করছিস?
-কি করলাম আমি?
-তুই জানিস,তোর জন্য আদিলের সাথে আমার প্রায়ই ঝগড়া হয়।
-আমার জন্য?কেনরে?
-আমি এত সুন্দর করে সাজু করে ওর সামনে গেলাম একদিন ওকে আমার ভালবাসার কথা টা জানাতে আর ও কিনা আমাকে বলে,কুহুর ফোন নাম্বার টা এনে দিবি?আমি ওকে প্রোপোজ করবো।
-হা হা হা,এটা কি আমার দোষ?
-তোর ই তো দোষ,কলেজের ছেলেদের মাথা খারাপ করে রেখে দিয়েছিস।
কে বলেছিলো এত সুন্দর হতে তোকে?
এখন আর কেউ যেন আমাদের দেখেই না।
-আল্লাহ্ তায়ালা বানিয়েছেন আমায় এমন করে বস।শুকরিয়া আল্লাহ্র দরবারে।
-কুহুরে এ তুই কি করছিস?
-কি করলাম আমি?
-তুই জানিস,তোর জন্য আদিলের সাথে আমার প্রায়ই ঝগড়া হয়।
-আমার জন্য?কেনরে?
-আমি এত সুন্দর করে সাজু করে ওর সামনে গেলাম একদিন ওকে আমার ভালবাসার কথা টা জানাতে আর ও কিনা আমাকে বলে,কুহুর ফোন নাম্বার টা এনে দিবি?আমি ওকে প্রোপোজ করবো।
-হা হা হা,এটা কি আমার দোষ?
-তোর ই তো দোষ,কলেজের ছেলেদের মাথা খারাপ করে রেখে দিয়েছিস।
কে বলেছিলো এত সুন্দর হতে তোকে?
এখন আর কেউ যেন আমাদের দেখেই না।
-আল্লাহ্ তায়ালা বানিয়েছেন আমায় এমন করে বস।শুকরিয়া আল্লাহ্র দরবারে।
এবার টুম্পা বলে উঠলো,
-তুই যা ই বলিস অর্পা,
এত সুন্দর হয়েই কি লাভ বল,ওরকম এক ধাচের ছেলেদের মাথা সবাই খারাপ করতে পারে।
কিন্তু ভদ্র ইনোসেন্ট ছেলেদের আকর্ষণ কখনোই সবাই হতে পারেনা।
এত সুন্দর হয়েই কি লাভ বল,ওরকম এক ধাচের ছেলেদের মাথা সবাই খারাপ করতে পারে।
কিন্তু ভদ্র ইনোসেন্ট ছেলেদের আকর্ষণ কখনোই সবাই হতে পারেনা।
-মানে?কি বলতে চাস তুই?কিছুই তো বুঝলাম না আমি।
অর্পা তুই বুঝেছিস?
-না তো।
-রাহাত,তুই বুঝেছিস?আবির তুই বুঝেছিস?
-নাতো।
-কুহু সব ছেলেদের পাগল করতে পারলেও প্রহরের ধারেকাছেও যেতে পারবেনা কোন দিন।দেখে নিস।
অর্পা তুই বুঝেছিস?
-না তো।
-রাহাত,তুই বুঝেছিস?আবির তুই বুঝেছিস?
-নাতো।
-কুহু সব ছেলেদের পাগল করতে পারলেও প্রহরের ধারেকাছেও যেতে পারবেনা কোন দিন।দেখে নিস।
টুম্পার কথা শুনে সবাই হা হা করে হেসে উঠলো।
আর সবাই বলতে লাগলো, ঠিক বলেছিস একদম।প্রহর ই এক মাত্র ছেলে যে কিনা কোন বাজে নেশায় নেই?
-কিহ?বাজে নেশা?আমাকে কি তোরা বাজে নেশা বুঝালি?
-হা হা হা,আরে না।
যেমন সিগারেট খাওয়া,রাত অবধি বাসার বাইরে থাকা।এই সব আরকি।
আর সবাই বলতে লাগলো, ঠিক বলেছিস একদম।প্রহর ই এক মাত্র ছেলে যে কিনা কোন বাজে নেশায় নেই?
-কিহ?বাজে নেশা?আমাকে কি তোরা বাজে নেশা বুঝালি?
-হা হা হা,আরে না।
যেমন সিগারেট খাওয়া,রাত অবধি বাসার বাইরে থাকা।এই সব আরকি।
সবার হাসাহাসিটাকে নরমালি নিতে পারলাম না আমি।
মনে হলো খুব বড় অপমান করলো সবাই আমায়।
মনে হলো খুব বড় অপমান করলো সবাই আমায়।
-কুহু,চুপ হয়ে গেলি যে?
-ভাবছি।
-ঠিক কিনা বল?কলেজের সব চেয়ে ভদ্র ছেলে প্রহর।
কখনো দেখেছিস পড়া বাদে অন্য কিছুতে?আমরা ক্লাস না করলেও ও মন দিয়ে ক্লাস করে।স্যারদের প্রিয় ছাত্র ও।
ঠিক কিনা?ভুল বললাম নাকি?
-না।
-তোকে কখনো চেয়ে দেখেছে আর সবার মত?
-না।
-তাহলে বুঝ,তুই সবার প্রিয় এখনো হতে পারিস নি।
ভালো কিছুর নজরে আসতে পারিস নি।
-ভাবছি।
-ঠিক কিনা বল?কলেজের সব চেয়ে ভদ্র ছেলে প্রহর।
কখনো দেখেছিস পড়া বাদে অন্য কিছুতে?আমরা ক্লাস না করলেও ও মন দিয়ে ক্লাস করে।স্যারদের প্রিয় ছাত্র ও।
ঠিক কিনা?ভুল বললাম নাকি?
-না।
-তোকে কখনো চেয়ে দেখেছে আর সবার মত?
-না।
-তাহলে বুঝ,তুই সবার প্রিয় এখনো হতে পারিস নি।
ভালো কিছুর নজরে আসতে পারিস নি।
ওদের কথা গুলো যেন গায়ে কাঁটার মত বিধলো।
-ওই প্রহরের কথা বলছিস তো?
সাদামাটা ছেলেটা?
-শুধু সাদামাটা না,টপার বল।
ব্রিলিয়ান্ট বল।সব চেয়ে ভালো স্টুডেন্ট এই কলেজের সে।
কলেজের গর্ব বল।
-হ্যাঁ হ্যাঁ জানা আছে ওসব আমার।
-পারলে ওর নজরে এসে দেখা।
-ওর নজরে?
-হুম ওর নজরে,
দেখি ওকে কেমন পটাতে পারিস।
যদি ওর মুখ থেকে ভালবাসি বলাতে পারিস।ওকে তোর প্রেমের জালে ফেলতে পারিস তবেই বুঝবো তুই একটা জিনিষ ই।
সাদামাটা ছেলেটা?
-শুধু সাদামাটা না,টপার বল।
ব্রিলিয়ান্ট বল।সব চেয়ে ভালো স্টুডেন্ট এই কলেজের সে।
কলেজের গর্ব বল।
-হ্যাঁ হ্যাঁ জানা আছে ওসব আমার।
-পারলে ওর নজরে এসে দেখা।
-ওর নজরে?
-হুম ওর নজরে,
দেখি ওকে কেমন পটাতে পারিস।
যদি ওর মুখ থেকে ভালবাসি বলাতে পারিস।ওকে তোর প্রেমের জালে ফেলতে পারিস তবেই বুঝবো তুই একটা জিনিষ ই।
-কিরে চুপ যে?পারবিনা তাইতো?হা হা হা।
জানতাম।কারণ ও ওমন ছেলেই না।
ও শুধু বোঝে ওর পড়াশোনা আর পরিবার।
এর বাইরে আর কিছুতে নেই ও।আর পড়বেও না অন্য কিছুতে।
জানতাম।কারণ ও ওমন ছেলেই না।
ও শুধু বোঝে ওর পড়াশোনা আর পরিবার।
এর বাইরে আর কিছুতে নেই ও।আর পড়বেও না অন্য কিছুতে।
- ধরবি নাকি বাজি বল?
একেক জন একেক কথা বলে যাচ্ছে।
আমার যেন দামই দিচ্ছেনা।ওই প্রহরের জন্য আজ আমার এত ইন্সাল্ট হতে হচ্ছে।
আমার যেন দামই দিচ্ছেনা।ওই প্রহরের জন্য আজ আমার এত ইন্সাল্ট হতে হচ্ছে।
-ওকে ডান।কি বাজি বল?
যদি আমি ওকে আমার জন্য পাগল করতে পারি?তাহলে কি হবে?
-তাহলে তুই উইনার।
আর আমরা ফেইলার।
বুঝবো তুই একটা জিনিষই।আর তোর গিফট হিসেবে থাকবে একটা নীল শাড়ী।
আর তোকে নিয়ে কোন দিন হাসাহাসি করবোনা।তুই যা বলবি আমরা তাই করবো।
আর আমরা ফেইলার।
বুঝবো তুই একটা জিনিষই।আর তোর গিফট হিসেবে থাকবে একটা নীল শাড়ী।
আর তোকে নিয়ে কোন দিন হাসাহাসি করবোনা।তুই যা বলবি আমরা তাই করবো।
আর যদি না পারিস তবে,
-থাক তবের পরের টুকু বাকি রাখ।
আর নীল শাড়ী রেডি রাখ।
আর নীল শাড়ী রেডি রাখ।
সেদিন আমি ওদের চ্যালেঞ্জ এক্সেপ্ট করে নিলাম।
আর করে ফেললাম কলেজের সব থেকে নম্র ভদ্র ব্রিলিয়ান্ট ছেলেটাকে প্রোপোজ।
আর করে ফেললাম কলেজের সব থেকে নম্র ভদ্র ব্রিলিয়ান্ট ছেলেটাকে প্রোপোজ।
-কি হলো?
কিছু তো বলো?আই লাভ ইউ প্রহর।আই লাভ ইউ বলেছি আমি তোমায়।
কিছু তো বলো?আই লাভ ইউ প্রহর।আই লাভ ইউ বলেছি আমি তোমায়।
-কি করছেন আপনি এসব?উঠুন উঠুন।
-কি করছি বুঝতে পারছোনা?এই ভাবে হাঁটু গেড়ে বসে মানুষ কি করে?
কাবাডি খেলে?
-না মানে,উঠুন তাড়াতাড়ি, আপনার ওড়নায় ময়লা লাগছেতো।
-কি করছি বুঝতে পারছোনা?এই ভাবে হাঁটু গেড়ে বসে মানুষ কি করে?
কাবাডি খেলে?
-না মানে,উঠুন তাড়াতাড়ি, আপনার ওড়নায় ময়লা লাগছেতো।
এদিকে সবাই দূর থেকে হাসাহাসি করছে প্রহরের রিপ্লাই শুনে।
আর আমি রাগি চোখে প্রহরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলছি,ফুল টা কি নিবি শালা?
নাকি উঠে দাঁড়িয়ে শার্টের কর্লার ধরে বলবো,
-ভালবাসা দিবি কিনা বল?
আর আমি রাগি চোখে প্রহরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলছি,ফুল টা কি নিবি শালা?
নাকি উঠে দাঁড়িয়ে শার্টের কর্লার ধরে বলবো,
-ভালবাসা দিবি কিনা বল?
চলবে................
No comments
info.kroyhouse24@gmail.com