দেখো তোমাকে সুন্দরভাবে বলছি কবুল বলো?(অরন্য) পারবো না কবুল বলতে?(ঋতু) পারবে না তো ঠিক আছে পরে উল্টা পাল্টা কিছু হলে আমার দোষ দিতে পারবা না(অরন্য) মানে কি?(ঋতু) মানে টা খুব সহজ। তাড়াতাড়ি কবুল বলো(অরন্য)
কবুল, কবুল,কবুল(,ঋতু) ভালো মেয়েl…(অরন্য) নাও এইখানে সাইন করো,,(অরন্য) ঋতুর হাত কাপতেছে , এই কাপা কাপা হাত দিয়েই সাইন করলো ঋতু ঋতু এখন থেকে তোমার উপর আমার অধিকার। তুমি এখন থেকে শুধু আমার(অরন্য) প্লিজ আমাকে যেতে দাও।। প্লিজ প্লিজ(ঋতু) তুমি কান্না কেনো করছো জান! এখনতো কান্নার না খুশির সময় আচ্ছা এখন কান্না বন্ধ কর আমি তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে আসছি(অরন্য) না না আমি একা একাই যেতে পারব আপনাকে কষ্ট করতে হবে না।(ঋতু) চুপ একদম চুপ(অরন্য)
আমি বললাম না আমি দিয়ে আসবো যাও চুপ চাপ গাড়িতে গিয়ে বসো।ঋতু অরন্যের ধমক খেয়ে চুপ চাপ গাড়িতে গিয়ে বসলো। রাক্ষস একটা আমাকে জোর করে বিয়ে করছে।আমি এখন আম্মু, আব্বুকে কে কি বলব আম্মু, আব্বু তো আমাকে মেরেই ফেলবে এ বিয়ের কথা শুনলে ঋতুর ভাবনার চিন্তায় ছেদ পরলো অরন্যের ডাকে ঋতু কি এত ভাবছো?এত বেশি ভেবে কাজ নেই তোমার। আমি আছি না তোমার জন্য তোমার সব tension আমি দূর করে দিব।(অরন্য) আমার সব থেকে বড় tension হলেন আপনি পারলে আপনি দূরে চলে যান (মনে মনে)(অরন্য) হঠাৎ করে গাড়ি ব্রেক করলো ঋতু বেবি তোমার বাসায় এসে পরছি ঋতু তারাতারি গাড়ি থেকে নেমে নিতে গেলেই অরন্য ওর হাত ধরে ফেলে ঋতু বেবি i miss u ঋতু হাতটা হেকচা টান দিয়েই দৌড় দিয়ে বাসায় ঢুকে যায় এবং সোজা নিজের রুমে ঢুকে রুম এর দরজা লক করে দেয় ঋতু এ দিকে ঋতুর এ হাল দেখে অরন্য হাসতে হাসতে শেষ ঋতু সোনা এইতো মাত্র শুরু আগে আগে দেখো হোতা হেয় কেয়া
এই বলে অরন্য গাড়ি স্টার্ট দিল অন্যদিকে ঋতু খাটের এক কোনায় গুটিশুটি মেরে বসে আজকের দিনের ঘটে যাওয়া ঘটনা ভাবতে থাকে ইসস ওই দিন যদি ওই রাক্ষসটার সাথে না দেখা হতো তবে আজকে ওর লাইফটা এমন কোন মোড়ে এসে আটকাতো না আমার লাইফটাও নরমাল থাকতো ৩ মাস আগে ঋতু: আম্মু আমার লেট হয়ে যাচ্ছে কলেজ এর জন্য আমি যাই ঋতু না খেয়ে যাবি না বলে দিলাম এইতো খাবার রেডি নে খেয়ে নে(আম্মু) আম্মু প্লিজ আচ্ছা তাহলে টিফিনটা নিয়ে যা কলেজ যেয়ে খেয়েনিস আচ্ছা আম্মু বাই বাই বলেই আমি দৌড় দিয়ে বের হয়ে একটা রিকশা নিয়ে কলেজ এর জন্য রওনা দেই ওহ হ্যা আমার পরিচয় তো দেয়াই হল না আমার নাম ঋতু আহমেদ আমি অর্নাস ১ ফাস্ট ইয়ার এ পড়ি সাইন্স নিয়ে পড়াশোনা করছি। আরো কথা পরে হবে এখন আমি কলেজ এসে পরসি রিকশার ভাড়া মিটিয়ে আমি কলেজ ঢুকে সোজা ক্লাসে এসে দেখি স্যার ক্লাসে অলরেডি এসে পরসে স্যার এর কাছে ক্লাসে ঢুকার পারমিশন নিতে যেয়ে এত বকা খেতে হল লেট হয়ে আসার জন্য শেষমেষ ক্লাসে ঢোকার পারমিশন পেলাম ক্লাস শেষে
মায়া: এই আজকে লেট করলি যে কি করসো সারা রাত হা যে দেরিতে গুম ভাংসে তোমার মশা মারসি সারা রাত খাবি নাকি এখন ওই মশা গুলা এখন হা তুই খা (মায়া) আচ্ছা চল তোরে মশা খাওয়া লাগবে না ফুচকা খাবো ২ জন মিলা হুম চল( মায়া) ফুচকাওয়ালা মামাঃ২ প্লেট ফুচকা বানানতো এই নেন আপনে গো ২ প্লেট ফুচকা আমি যেই না একটা ফুচকা মুখে দিলাম ঠাসসসস করে ধাক্কা খেয়ে আমার সব ফুচকা মাটিতে পরে গেল এই কে রে বলে পিছনে তাকাতেই দেখলাম একটা ছেলে হাইট মিনিমাম ৫’৯/৫’১০ মত লম্বা ফরসা মুখে খোচা খোচা দাড়ি উফফ কি চরম দেখতে ছেলেটা একটা লোক এর পিছনে দৌড়ে যাচ্ছে। আমি তো ওই ছেলেকে দেখে পুরাই ক্রাস খাইলাম মায়ার এর চিমটি দেয়াতে আমার হুশ হইলো ওই কি দেখোস?
ওই ছেলেটাকে দেখি ইয়ার দূর বাদদে ওই ছেলেকে আগে দেখ ওই ছেলে তোর ফুচকার তো ১৩ বাইজা গেসে ওইটা দেখ আরে হ ইয়ার।আমার ফুচকার পড়ে গেছে রে আরে দূর অফ করতো তোর নাটক মামা এই নেন ফুচকার টাকা(মায়া) অই চল এখন ঋতুর বাসায় এসে দেখে তার আম্মু রান্না ঘরে রান্না করছে আম্মু আমাকে দেখে আম্মুঃএসে গেছিস কলেজ যা ফ্রেশ হয়ে খেতে আয় আজকে সব তোর পছন্দের খাবার রান্না করসি
আচ্ছা আম্মু(ঋতু) দুপুরে আমি খেয়ে দেয়ে স্যার এর বাসার জন্য বের হলাম স্যার এর বাসা থেকে পড়ে আসতে আজকে অনেক লেট হয়ে গেল আর এই শুনশান রাস্তা দিয়ে একা যেতে ও ভয় করতেসে শালি মায়ার বাচ্চাটা আজকে কেন যে আসলো না ও থাকলে এত ভয় লাগতো না যাই হোক সূরা পড়তে পড়তে রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ কিছু আওয়াজ পেলাম আমি পিছনে তাকাতেই দেখি একটা লোক গুলি হাতে….. পিছনে তাকাতেই দেখি gun হাতে লোকটি অন্য এক লোককে shoot করল ওই মুহুর্তে আমি এক চিৎকার দিতেই চোখে অন্ধকার দেখা শুরু করি আমি অচেতন হয়ে পরে নিতে হলে আমার মনে হল কেউ আমাকে ধরে ফেলল কিছুক্ষন পর আমার সেন্স আসতেই নিজেকে অন্য এক অজানা জায়গায় পেলো ঋতুু ঋতু: আমি এখন কই? দেইখা তো মনে হচ্ছে এটা হসপিটাল আল্লাহ আমি হসপিটাল এ কেনো হঠাৎ করে সব ঘটনা মনে পরলো এ আমি কি দেখলাম শেষমেষ আমি murder দেখলাম এই ভাবনায় busy ছিলাম ওই সময় nurse আসলো ঋতু:nurse আমি এখানে কি ভাবে আসলাম কে আনসে আমাকে এখানে? nurse: মেম আপনি যখন অচেতন ছিলেন তখন এক লোক আপনাকে এখানে নিয়ে আসে আপনি রেস্ট নেন আমি আসছি কিছুক্ষন পর এক লোক এর আগমন ঘটলো আমি তো ওই লোক রে দেইখাই পুরা অবাক আমার সকাল এ যে লোক এর উপর ক্রাস খাইসিলাম ওই লোক কিছুক্ষন পর মনে হল এইটা ই তো আমার ফুচকার murder করসিল এই লোকটার জন্য আমি আমার ফুচকাটা আজকে খেতে পারলাম না শালা রাক্ষস হঠাৎ লোকটিঃআপনি ঠিক আছেন ঋতু: জি আমি ঠিক আছি লোকটিঃআপনি ওই রাস্তায় হঠাৎ অচেতন হয়ে পরে যাচ্ছিলেন তখন আমি আপনাকে ধরে ঔই অবস্থায় হসপিটাল এ নিয়ে আসি ঋতু: আমাকে এখানে আনার জন্য thank u so much শালা তেলাপোকা ( মনে মনে) আচ্ছা কয়টা বাজে লোকটিঃএইত রাত ১০ বাজে ঋতু:কি এত লেট হয়ে গেছে আমার বাসায় যেতে হবে আম্মু অনেক টেনশান করতেসে আমি বেড থেকে উঠতে নিলেই লোকটি আমার হাত ধরে ফেলে [কত বড় সাহস আমার হাত ধরে লুইচ্চা রাক্ষস ব্যাটা ] (মনে মনে) আরে এত রাতে আপনি একা বাসায় যাবেন মাথা খারাপ নাকি আপনার আমি দিয়ে আসছি আপনাকে ঋতু: আচ্ছা আপনি wait করেন আমি ডিসচার্জ পেপার নিয়ে আসি লোকটিঃচলেন সব formality complete ঋতু: আপনাকে অনেক ধন্যবাদ চলবে☺☺☺
আমার তুমি
Reviewed by Kroy House
on
March 19, 2020
Rating: 5
No comments
info.kroyhouse24@gmail.com