ভালোবাসা । লিখা-মাহমুদ
নিলয় : আমি তোমাকে খুব ভালোবাসি জানু??
নিলা : ঢং করে আমি তোমাকে ভালোবাসি??
নিলয় : আমাকে ছেরে যাবেনা তো কোন দিন প্রমিস করে
নিলা : আমি তোমাকে ছুয়ে প্রমিস করছি তোমাকে ছেরে যাবোনা (( আর গেলেই কি তোমারে ছুয়ে প্রমিস করছি প্রমিস না রাখলে তুমি মরে যাবে???))
নিলয় : চলো বাসায় যাই এখন
নিলা : হুমম চলো যাওয়া যাক,,
নিলয় আর নিলা পার্কে বসে কথা গুলো বলসিলো,, এখন পাশাপাশি হেটে বাড়ি যাচ্ছে,, হঠাৎ নিলা বলে উঠল এই দ্বারাও
নিলয় : কি হইছে ??
নিলা : আমি ফোসকা আর আইসক্রিম খাবো ঐ দেখো বায়না করে….
নিলয় : আগে বললেই তো হতো এমন করতে হবো কেন চলো
এই বলে আগে ফুসকার দোকানে গেলো । নিলা ফুচকা খাইতাছে আর নিলয় তাকে দেখতে বেস্তো। নিলা : ঐ তুমি খাও না কেন এই ভাবে আমার খাওয়ার দিতে নজর দেও কেন হুমম।
নিলয় : আমতা আমতা করে একটু দেখছি তোমাকে এই আর কি….
নিলা : আমাকে কি জীবনেও দেখোনাই নাকি হুমম,,
নিলয় : কিন্তু তোমাকে এখন একটু অন্য রকম লাগছে,, আরো বেশি সুন্দর লাগছে । ভালোবাসি তোমায় । খুব বেশিই,,,
নিলা : থাক হইছে এবার যাওয়া যাক। চলো এবার….
নিলয় : হুমম চলো….
নিলাদের বাড়ি এসে গেছে তাই নিলা নিলয়কে বাই বলে বাড়ির বিতরে চলে গেলো,, আর নিলয় দারিয়ে দেখতে থাকে তাকে নিলয় খুব ভালোবাসে নিলাকে কিন্তু নিলা কি এ ভালোবাসার দাম দিবে তাকে…… ???
ওহ্ নিলয় আর নিলার পরিচয় দেয়া যাক এবার …….
আমি নিলয় আহামেদ । বাবা নিয়ান আহামেদ আর মা নিতা আহামেদ । নিয়ান আহামেদ একটা ভালো জব করে । এলাকার সসবাই তাকে চিনে। আমি ভার্সিটিতে পড়ি এইবার ২য় বর্স । বাবা মার দুই মাত্র সন্তান । দুই মাত্র কেন তাই তো,, আমি ছারা আমার ছোট বোন আছে একটি ও এইবার নিউ টেনে পড়ে,, ওর নাম নিলিমা । খুব ভালোবাসি ওরে,,নিলিমা খুব আদরের আমার ।
অন্য দিকে নিলা বাবা মায়ে এক মাত্র আদরের মেয়ে যখন যা ইচ্ছা তাই করে,, নিলার বাবা নাহিদ শেখ আর মা নাজমা শেখ। নিলা কলেজে পড়ে এইবার ১ম ইয়ার। মোটামোটি ওর বাবাকে এলাকার সবাই চিনে । নিলার বাবা ব্যবসা করে,, ।
পরিচয় দিতে দিতে আমি বাড়ি চলে এসেছি,,,,,
বলেল চাপতেই মা দরজা খুলে দিয়ে বললে
নিলয়ের মা : এতো দেরি করলি কেনো তুই জানোস না তোর জন্য কেউ না খেয়ে বসে থাকে । রাগি গলায়
নিলয় : মা আজকে একটু দেরি হয়ে গেছে…. সরি মা
নিলয়ের মা : আমাকে না বলে তাকে গিয়ে বলো…..
নিলয় : মা তুমি ওরে খাবার খেয়ে নিতে বলো আমি এখন খাবোনা,, এই বলে রুমে চলে আসলাম,,
ফ্রেস হয়ে খাটে শুয়ে পরলাম,,
আসতে পাড়ি স্যার….
নিলয় : আমার রুমে আসতে গেলে কারো অনুমতি লাগেনা,,
নিলিমা : কেউ কি জানেনা সে না খেলে যে আমি খেতে পারিনা,, অভিমানি শুরে….
নিলয় : আমি কি কাউকে দরে রাখছি নাকি খেতে….
নিলিমা : সে না খেলে যে আমার গলা দিয়ে ভাত য়ায়না। হইছে এখন হা কর….
নিলয় : ওকে তুই ও হা কর,,
এভাবেই দুই ভাই বোন খেয়ে নেয়,, একে অন্যকে খাওয়াইয়া দেয়,, খাওয়া শেষে দুইজন গল্প করে একটু একটু ঝগরা করে……
একেই বলে ভাই বোনের ভালোবাসা….???
রাতের দিকে নিলা কে ফোনদেয় নিলয় কিন্তু ফোনটা ব্যস্তো আছে…….
একটুপর নিলা ফোন দেয়…….
নিলা : হ্যালো
নিলয় : হুমম!!
নিলা : কেমন আছো…!!!??
নিলয় : ভালোনা.. তুমি কেমন আছো ???
নিলা : আমি ভালো আছি,, তুমি ভালোনাই কেন…????
নিলয় : একটা মানুষকে কতো ভালোবাসি,, কতো বাবার ভালোবাসি বলছি,, সে এখনও আমাকে এক বারের জন্যও ভালোবাসি বলেনাই,,, কিন্তু কেনো বলেনাই যানতে পারি….
নিলা : এই বেপার,, তাহলে শুনো ভালোবাসি,,???
নিলয় : সকট হয়ে যায় ভালোবাসি শুনে,,যার মুখ থেকে একটা বার ভালোবাসি বলাতে পারেনাই সে এখন তাকে সে নিজে থেকেই ভালোবাসি বললো,,, এটা কি সে ভুল শুনছে নাকি ঠিক নিলার কথায় হুস ফিরলো ওর..
নিলা : কি হইলো কথা বলছো না কেন..????
নিলয় : আমি কি ঠিক শুনছি নাকি ভুল নিজের কারকে বিশ্বাস করতে পারছিনা,,, যে আমি ???
নিলা : কি শুনছো তুমি বলো আমায়…. ????
নিলয় : তুমি কি সত্যি বলছো নাকি মিথ্যা বললা আমাকে….???
নিলা : কি বলছি আমি….???
নিলয় : তুমি কি সত্যি বললো তুমি আমাকে ভালোবাসো???
নিলা : হুমম,, তাই বলে ফোন কেটে দেয় নিলা,,
নিলয় কিছু বলার আগেই ফোনটা কেটে যায়…..
নিলয় ভাবতে থাকে শেষ পর্যন্ত নিলা আমাকে ভালোবাসলো তাহলে,,….আমি সত্যি যে ওরে খুব ভালোবাসে ফেলছি,, সেই প্রথম দেখা থেকেই,,…..
দিনটা ছিলো বৃষ্টির দিন,, সবার হাতে শুধু ছাতা,, আমি ছাতা নিয়ে একটা গাছের নিচে দারিয়ে আছি,, গুন গুন বৃষ্টি পরছে…….
চলবে…..
No comments
info.kroyhouse24@gmail.com