বোকা স্বামীর দুষ্ট বউ
আবির ছেলে হিসাবে খুব ভদ্র,নম্র ।।একটা ভাল কোম্পানি তে চাকুরী পাইছে আবির ,,,তাই আবিরে বাসা থেকে ঠিক করলো এই বছর আবিরকে বিয়ে দিবে ,,,,আবির এমন ছেলে যে সে কোনদিন কোন মেয়ের সাথে কথা বলে না বা বন্ধুত্ব তো দূরে থাক কোন মেয়ের ধারে কাছে যায় না ।।।কারন আবির যখন সেভেনে পড়তো আবিরের আম্মু তখন বলে দিছিলো আবির বাবা তুমি কোন মেয়ের সাথে দরকারে ছাড়া কথা বলবা না কেমন ।।আবির ও লহ্মি ছেলের মতো কোনদিন কোন মেয়ের ধারে কাছে যায় নি ।।।।।কারন আবিরের একটা বড় বোন ছিল সে প্রেম করছিল একটা খারাপ ছেলের সাথে এইজন্য আবিরের বোনের জীবন টা নষ্ট হয়ে গেছে ।।।তাই আবিরের মা বাবা চায় না তার বোনের মতো আবিরের জীবন টা নষ্ট হোক___
আবির কে খুব আগলে রাখে তারা।।।
আবিরের বিয়ের বয়স হয়ে গেছে বলে আবিরের জন্য মেয়ে দেখা শুরূ করে কিন্তু আবির তো বিয়ে করবে না ।।।।।কারন আবিরের ছোট থেকে মেয়ে দের প্রতি একটা এলার্জি ______
আবিরের মা একটা মেয়েকে পছন্দ করে ।।তার নাম বৃষ্টি ।।___আবির এই মেয়েকে পছন্দ করছি দেখো তো তোমার পছন্দ হয় কিনা ____
আবির:মা তোমাকে না বলছি বিয়ে করবো না
আবিরের মা হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় ।।।তাই মায়ের কথা ভেবে বিয়েতে রাজি হয় ____।।।।।।।
মেয়েকে পাকা দেখা দেখতে আবির ও যায় ,,,,কিন্তু মেয়ের দিকে না তাকিয়ে মাকে বলে ম্যা তুমি দেখো না ____কি বলিস আবির তোর বউ তুই পছন্দ করবি আমি দেখবো কেন
পাত্রী(বৃষ্টি):মনে মনে বলে এই বোকা টা হবে আমার বর আমি তো চেয়েছিলাম একটা স্মার্ট বর
কিন্তু বৃষ্টি আবার মায়ের কথা ফেলতে পারে না ।
বৃষ্টি আর আবিরকে একটা রুমে কথা বলতে দেওয়া হবে বলে বলা হলো ।_____আবির বলে মা তুমিও চলো ।।।বৃষ্টি:মনে মনে(এতো বদ্ধ বোকার পাল্লায় পড়লাম ))আবির তুই বড় হবি কবে তুই যা না বাবা বৃষ্টির সাথে কথা বল একটু___
বৃষ্টি:ঐ বোকারাম চলেন___
আবির:অ্যা
বৃষ্টি:হ্যা
যেই রুমে ঢোকে আবির বৃষ্টিকে বসতে বলে ____
আর আবিরের পাশে বসে বৃষ্টি ।।বলে এই না না আপনি আমার পাশে বসসেন কেন ।।দূরে বসেন আমার আম্মুর বারন আছে
বৃষ্টি :তবে রে বোকা বলে হাত তুলে কিল মারতে যাবে,,,, সেই মায়ের কথা ভেবে আর কিছু বললো না ।।।সারা টাইমটা দুইজন চুপ করে কাটালো ।।
বৃষ্টি ও আবিরের বিয়ের দিন ঠিক করা হলো
আজ বৃষ্টি ও আবিরের ফুল সয্যার রাত ।।।বৃষ্টি তার বাসর রাত নিয়ে রোমান্টিক কত কিছু ভেবে রাখছে কিন্তু
আবির রুমে ঢুকতেই বৃষ্টি আবিরকে যেই সালাম করতে যাবে সেই আবির লাফ দেয় ____
আবির:আপনি আমাকে ছুঁয়ে আমার ইজ্জত নিচ্ছেন
বৃষ্টি:ঐ আমি তোর বউ না ।তোর কাছে আমার কিসের ইজ্জত ____
আবির:বউ তাই কি আপনি তো মেয়ে, ,আমি মেয়ে দের ধারে কাছে যাই না ____
বৃষ্টি:কি বললি তুই ।তোরে দেখাচ্ছি মজা বলে জোর করে ধরে যেই আবিরকে কিস করতে যাবে সেই আবির জোরে কেঁদে ওঠে ওরে আম্মু গোওওওওওও বলে চিক্কার দেয়
আবিরের আম্মু এসে বলে আবির বাবা কি হইছে কোন সমস্যা ।।
বৃষ্টি:আবিরের মুখ চেপে ধরে রেখে বলে না আম্মু আসলে আবির আরশোলা দেখে ভয় পাইছে
আবির:আপনি আমার ইজ্জত নিচ্ছেন আমি আপনার নামে কেস করবো
বৃষ্টি:কি করবি তুই বলে আবিরের বুকের উপরে উঠে
আবিরের ঠোটে কিস করে দেয়
আবির:এটা কি করলেন আমার আম্মু আমায় বকবে
বৃষ্টি:শোন তোর আমার ব্যাথা
করছে একটু মাথা ম্যাসাজ করে দে তো___
আবির:পারবো না
বৃষ্টি:তব্বে রে বলে যেই আবিরের ঠোটের কাছে গেছে সেই আবির বলে দিচ্ছি মাথা টিপে
বৃষ্টি আবিরের কোলে মাথা রাখে আর আবির সারারাত সেবা করে ।।
সকালে উঠে বৃষ্টির খারাপ লাগছিলো বললো বেচারার সারারাত এভাবে কষ্ট দেওয়া ঠিক হয় নি
আবির সকালে ওঠে ওর আম্মু কে বলে জানো আম্মু কাল রাত বৃষ্টি কি করছে বৃষ্টি তাড়াতাড়ি আবিরের মুখ চেপে ধরে আর চোখ মোটা মোটা করে ।।
বৃষ্টি:আসলে আম্মু কাল আবির আরশোলা দেখে ভয়
পাইছিলো তো তাই আমি আরশোলা টাকে মারছি ।।
এটা বলতে চাইছিল আবির
বৃষ্টি:বৃষ্টি আবিরকে কে ডাকছে এই শোন__
আবির:কি
বৃষ্টি:আমার শাড়ির কোচ টা ধরে রাখ ,,,ভাল ভাবে সাইজ করে ঠিক করবি ___
আবির:সি সি, ,কি বলছেন আমি এগুলো পারবো না
বৃষ্টি:না পারলে কাল রাতের মতো ,,সবার সামনে দিবো ।
___আবির ভয়ে ভয়ে বৃষ্টির কথা মতো করে ____
বৃষ্টি:ভালই তো পারিস না বলিস কেন ।।
এ বার থেকে আমার এইসব কাজ তুই করবি
আবির:আচ্ছা
কিছুদিন পর___
বৃষ্টি:শোন তুই অফিস থেকে আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবি
আবির:আচ্ছা
আবির অফিস থেকে ফিরে এই নেন আইসক্রিম ।।
দুই কামড় আইসক্রিম নিয়ে আবিরকে বলে এই নে এবার তুই খা,,,না আমি খাবো না আপনি মুখ দিছেন,,,,,,,,
বৃষ্টি:খাবি না আবার হা কর বলছি
আবিরকে জোর করে গালে আইসক্রিম দেয় আবির কাদতে কাদতে আইসক্রিম খায়
বৃষ্টি:শোন কাল শুক্রবার তোর অফিস ছুটি।।
আমাকে ঘুরতে নিয়ে যাবি বুঝলি
আবির:আমি শুক্রবার বারে কোথাও যাই না
বৃষ্টি:যদি না যাস বাসর রাতের মতো তোকে শাস্তি দিবো বুঝলি ।।।
আবির ভয়ে মাথা নাড়িয়ে বলে যাবো
বৃষ্টি:আমি কিন্তু তোর বাইকে যাবো
আবির:আমার বাইকে আম্মু কে ছাড়া কাউকে নেয় না
বৃষ্টি:আমাকে নিবে,,,, না হলে ঐ শাস্তি দিবো
আবির ভয়ে বলে আচ্ছা
বৃষ্টি নীল শাড়ি পড়ে ,,খোপায় একটা হলুদ ফুল গোলাপ ,,,কপাল কালো টিপ আর,,হালকা পিন্ক লিপস্টিক,,, হাতে নীল চুড়ি পড়ছে ______বৃষ্টিকে খুব সুন্দর লাগছে দেখতে___
আবির একটা গেন্জি পড়ছে বাট বৃষ্টি বলছে তোর পাঞ্জাবী নেই ।
আবির:মাথা নাড়িয়ে হ্যা
বৃষ্টি:তাহলে পাঞ্জাবী পর ।আর শোন নীল পান্জাবী পড়বি ।।।
আবির:পান্জাবী কেন?,
বৃষ্টি:যা বলছি তাই কর
পান্জাবী পড়ে আবিরকে খুব সুন্দর লাগছে যেন বৃষ্টির সেই স্বপ্নের হিরোর মতো ।।।
আবির বাইক স্টাট করে আর বৃষ্টি পেছন থেকে আবিরের কাধে হাত রাখে
আবির:আমার কাধে হাত দিলে আমি কিন্তু যাবোনা ____
বৃষ্টি:তুই যাবি তোর ঘাড় যাবে গাড়ি স্টাট কর ।আবির ভয়ে স্টাট করে ।।
গাড়ির এক একটা ব্রেকে বৃষ্টি আবিরের গায়ে ধাক্কা লাগছে, ,,,,,এতে আবির মনে মনে ভাবে আমার ইজ্জত এই মেয়ে সব নষ্ট করে দিলো ___আর বৃষ্টি তো মনে মনে কত্তো রোমান্টিক চিন্তা করতে থাকে
বৃষ্টি:আমার নদীর ধার খুব পছন্দ ।তুই আমাকে নদীর ধারে নিয়ে যাবি ।।।
দুইজন নদীর ধারে গিয়ে বসে ।।।।।
বৃষ্টি:বলে ভালবাসতে জানিস??
আবির:হ্যা মাকে অনেক ভালবাসি
বৃষ্টি:আরে গাধা সে ভালবাসা না ।।।
শোন এবার থেকে আমারে ভালবাসবি নাহলে শাস্তি দিবো
আবির: ভয়ে ভয়ে বলে কিভাবে ভালবাসবো
বৃষ্টি:আমার চোখের দিকে তাকা ।।।
আর বল কি ফিল করছিস?
আবির:তাকালো এভাবে কোন মেয়ের দিকে প্রথম ।।আবিরের মনের মধ্যে যেন অন্য রকম একটা অনুভূতি ভাললাগা কাজ করছিল ।।
বৃষ্টি:ঐ ঐ ঐ ।কি হলো একটানা তাকিয়ে আছিস কেন
আবির:লজ্জা পেল
বৃষ্টি:আবিরের হাত টা ধরে বলছে কিছু ফিল করতে পারছো আবির ,,,,??
আবির:বৃষ্টিকে বলে তুমি চোখ বন্ধ করো ???
বৃষ্টি:চোখ বন্ধ করলো??
আবির:বৃষ্টির কপালে একটা কিস দিয়ে বৃষ্টিকে জড়িয়ে ধরে বলে ""আই রিয়েলি লাভ ইউ মাইডিয়ার দুষ্ট বউ""
বৃষ্টি:আমিও আমার এই বোকা বর টাকে খুব ভালবাসি বলে আবির বৃষ্টিকে জড়িয়ে ধরে
এই রকম দুষ্ট মিষ্টি ভাবে আবির ও বৃষ্টির ভালবাসা চলতে থাকে।
--সমাপ্ত--
No comments
info.kroyhouse24@gmail.com