মিথ্যা
রিনি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে।
পিছন থেকে কে যেন জড়িয়ে ধরেছে ওকে। পিছু ফিরে তাকাতেই ঠোটদুটোকে আক্রমন করতে যাবে এমন অবস্থায় ধাক্কা দিয়ে ফেলে দেয় রাফি কে।
এই তুমি যে ঘরে ঢুকে আমাকে এভাবে ধরেছো কেউ দেখে ফেলবে তো। (রিনি)
দেখলে দেখুক আমার বউকে আমি ধরবো তাতে কার কি? (রাফি)
-তোমার বউ হবে কে? গাধা ১ টা। :-p
-আমি গাধা হলে তুমি গাধি। :-D
এবার এক ঝটকায় বিছানায় ফেলে দেয় রাফিকে। ওর দেহের উপড়ে উঠে বলে আমি যদি তোমার গাধিই হতাম তবে আমাকে একা থাকতে হতো না। এতোই যদি বউ বলার শখ তবে বিয়ে করতে পারো না?
এটুকু বলেই থেমে যায় রিনি। চোখদুটো ছলছল করছে।
রাফি দুহাতে নিজের বুকের সাথে পিশিয়ে নেয় রিনি কে। ঠোটদুটোকে নিজের ঠোটের কাছে নিয়ে আসে এমন সময় বাইরে থেকে চিৎকার!
দুজনি লাফিয়ে ওঠে বিছানা থেকে। ঘরে ঢুকে পড়ে আবির।
আবির কিছু না বলে সরাসরি রাফির কলার ধরে বলতে থাকে- বল তুই কেনো আমাকে না বলে আমার গাড়ি নিয়ে এসেছিস?
আর কোনদিন আমার গাড়ি নিবি না বলে দিলাম। নিজে গাড়ি কিনতে পারিস না অন্যের গাড়ি নিয়ে সাহেব সেজে প্রেম করে বেড়াস। তোর মতো বন্ধু আমার দরকার নাই।
এই বলে চাবিটা নিয়ে বের হয়ে যায় আবির।
রাফি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
রিনি এগিয়ে এসে বলে তুমি এতোটা মিথ্যা বলেছো আমার সাথে। অন্যের গাড়িকে নিজের গাড়ি বানিয়ে প্রেম করার কি দরকার ছিলো?
বলতে পারতে তোমার কিছু নেই, তুমি গরিব।
তা না বলে তুমি আমার সাথে ছলনা করেছো। মিথ্যে বলেছো সারাক্ষন।
রাফি মাথা উচু করে কিছু বলতে যাবে কিন্তু থামিয়ে দেয় রিনি।
আর একটা কথাও বলবে না। আমি কোন মিথ্যাবাদিকে ভালোবাসিনি। আমি ভালোবেসেছিলাম আমার রাফিকে সে আজ থেকে আমার কাছে মৃত। :-(
রাফি রিনির হাতটা ধরে কিছু বলতে যাবে তখন আবার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে বলে- আমি একজন ভিখারিকে ভালবাসতে পারি কিন্তু কোন মিথ্যবাদিকে নয়। তুমি এই মুহুর্তে আমার সামনে থেকে চলে যাও প্লিজ।
রাফির চোখদুটো ছলছল করছে। শেষবারের মতো কিছু বলতে যাবে আবার বাধা দেয় রিনি।
তুমি এই মুহুর্তে বের হয়ে যাও আমার ঘর থেকে। আর কোনদিন আসবে না আমার কাছে। আসলে আমার মরা মুখ দেখবে।
২য় পার্ট আসবে শীঘ্রই....
No comments
info.kroyhouse24@gmail.com