একলা নগর | নীভু
গুনছি একলা পহর
হাটছি একলা নগর
ঘুড়িছি অচিন শহর
বুনছি নতুন স্বপ্নের এক নগর,,
ডুবে যাচ্ছে মগ্ন বেলা বহর
খুঁজছি কাজল মাখা চোঁখো নগর
দুয়াশা আড়াল বুক কাপছে থরথর,,
পুড়ছে হৃদয়
তুষে আগুন চাবুক
ছুঁটেছে হৃদয়
অজানা গন্তব্য শহর
কষ্ট জমা খুব
ভীষন্ন্য কাটে বেলা ভোর,,
একাত্ব ময় জীবন
বিষাদ ময় ঘন শ্রাবণ
এক মায়ার পহর
লাগে না ভালো একাত্ব নগর,,
কে যেন ডাকে আমায়
অদূরে হাতছানিতে
কি মায়ামি গোলাপ টগর
চিরিতাম কেমনে এই মহর।
খুঁজছি কাজল মাখা চোঁখো নগর
দুয়াশা আড়াল বুক কাপছে থরথর,,
পুড়ছে হৃদয়
তুষে আগুন চাবুক
ছুঁটেছে হৃদয়
অজানা গন্তব্য শহর
কষ্ট জমা খুব
ভীষন্ন্য কাটে বেলা ভোর,,
একাত্ব ময় জীবন
বিষাদ ময় ঘন শ্রাবণ
এক মায়ার পহর
লাগে না ভালো একাত্ব নগর,,
কে যেন ডাকে আমায়
অদূরে হাতছানিতে
কি মায়ামি গোলাপ টগর
চিরিতাম কেমনে এই মহর।
No comments
info.kroyhouse24@gmail.com